সতর্ক অবস্থানে বিজিবি, চৌকা সীমান্তে আতঙ্ক কমেছে স্থানীয়দের

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ । ৫:৫১ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে গত কয়েকদিন ধরে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ায় আতঙ্ক কমেছে স্থানীয়দের।

আজ বুধবার (৮ জানুয়ারি) সীমান্ত এলাকায় গিয়ে জানা যায়, গত সোম ও মঙ্গলবার দুই দিন সীমান্তের কাছের আবাদি জমিতে কৃষকরা কাজ বন্ধ রেখেছিলেন। তবে, বুধবার কৃষকদের মাঠে কাজ করতে দেখা গেছে।

স্থানীয় এক কৃষক বলেন, “গত দুদিন মাঠে কাজ বন্ধ রেখেছিলাম। তবে, আজ থেকে কাজ শুরু করেছি। অনেকেই আবাদি জমিতে সেচ দেওয়ার পাশাপাশি কৃষি কাজ করছেন। তবে, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ফলে আতঙ্ক কমেছে।”

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোনো আতঙ্ক নেই। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।”

এর আগে, গত রোববার সন্ধ্যায় সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেন ভারতীয় বিএসএফ সদস্যরা। সেদিনই বিজিবির তরফ থেকে মৌখিকভাবে বেড়া নির্মাণে নিষেধ করা হলেও শোনেনি তারা। সোমবার সকালে ফের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেন বিএসএফ সদস্যরা।

উল্লেখ্য, বিজিবির পক্ষ থেকে বাধায় কর্ণপাত না করায় সেদিনই বিকেলে বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হয়। তবে, কোনো সমাধান হয়নি। মঙ্গলবার সকালে বিএসএফের পক্ষ থেকে আবার কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। তখন সোজাসাপ্টা প্রতিবাদ জানায় বিজিবি। ফলে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সতর্ক অবস্থান নেয় বিজিবি।

সম্পাদক: মোঃ শাহ্ আলম খান। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ১০১/বি, (২য় তলা), মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা-১২১৯। মোবাইলঃ +৮৮-০১৬০১-৫৬৩৯৯৯, ফোনঃ +৮৮০২২২৬৬৬৩৯৯১, ইমেইল : infobdnews999@gmail.com, ওয়েব সাইট : www.bdnews999.com

প্রিন্ট করুন