খুঁজুন
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ, ১৪৩২

আ’লীগের ইতিহাস লুটপাট আর সন্ত্রাসের ইতিহাস: বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬:০৯ পূর্বাহ্ণ
আ’লীগের ইতিহাস লুটপাট আর সন্ত্রাসের ইতিহাস: বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন আওয়ামীলীগের ইতিহাস লুটপাট ও সন্ত্রাস এর ইতিহাস, আর বিএনপির ইতিহাস উন্নয়ন ও দেশ গড়ার ইতিহাস। এদেশে বিএনপির জন্ম না হলে বাংলাদেশের অসিস্ত বিলিন হতো।

১৯ জানুয়ারি রবিবার বিকালে বেলকুচি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে পৌর এলাকার শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে একথা বলেন।

পৌর বিএনপির আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমীন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রবীণ নেতা আলহাজ্ব জামাল উদ্দিন ভূইয়া।

এ-সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক রাশেদুল হাসান রন্জন, মোস্তফা নোমান আলাাল, বিএনপি নেতা গোলাম আজম, নুরুল ইসলাম গোলাম, আব্দুর রাজ্জাক মন্ডল, অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার,আকছেদ আলী প্রাং, মাহমুদুল হাসান শান্ত, শফিকুল ইসলাম শফি, সাংবাদিক  রেজাউল করিম, মনোয়ার চৌধুরী বাবু, কেরামত আলী তালুকদার, মনোয়ার হোসেন শামীম, লিটন খান,ইমতিয়াজ আহমেদ, বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী ভূইয়া, যুবদল নেতা আলম প্রামাণিক, শামীম সরকার, স্বেচ্ছাসেবক দলনেতা নুর আলম, ছাত্রদল নেতা রিজন আহমেদসহ উপজেলা বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
১

শ্রমিক কল্যান ফেডারেশন ক্যান্টনমেন্ট থানায় ফ্রী মেডিক্যাল সেবা অনুষ্ঠিত

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
শ্রমিক কল্যান ফেডারেশন ক্যান্টনমেন্ট থানায় ফ্রী মেডিক্যাল সেবা অনুষ্ঠিত

দাওয়াতি পক্ষ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ক্যান্টনমেন্ট থানায় ফ্রী মেডিক্যাল সেবা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রিদম ব্লাড সেন্টার ও ডিফেন্স হেলথ কেয়ারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেডিক্যাল সেবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সভাপতি মাওলানা মোঃ মহিব্বুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহঃ সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন থানা সভাপতি মোঃ নাজিবুর রহমান, সহঃ সভাপতি মোঃ ইলিয়াস মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এবং রিদম ব্লাড সেন্টার ও ডিফেন্স হেলথ কেয়ারের কর্মকর্তা বৃন্দ।

দিনব্যাপী এদিনের মেডিক্যাল সেবায় দরিদ্র ও মেহনতি মানুষকে বিনামূল্যে ডাক্তারী পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার সুবিধা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিব্বুল্লাহ বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন আপামর মেহনতি মানুষের সংগঠন। প্রতি সপ্তাহে একদিন এ মেডিক্যাল সেবা প্রদান করা হবে ইনশাআল্লাহ। দেশের ৮০ ভাগ মানুষ শ্রমজীবী। তাদের শ্রমে দেশের অর্থনীতি আজ বিশ্ববাজারে উন্নতির রোল মডেলে পরিনত হয়েছে। ৭১ এর স্বাধীনতা ও ২৪ এর গণ বিপ্লবে শ্রমিক জনতা অকাতরে প্রাণ দিয়েছে। কিন্তু তাদের প্রাপ্য অধিকার এখনো পায়নি।

তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি শ্রমিকদের সকল ন্যায্য দাবী পূরন, স্বাস্থ্য সেবা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাকরন, বার্ধক্য ও কর্মক্ষমতাহীন শ্রমিকদের তালিকা করে সরকারি সুবিধা প্রদানের দাবী জানান। আগামীতে শ্রমিক কল্যান ফেডারেশনের সাথে থাকতে উপস্থিত জনতাকে আহ্বান জানান।

আ’লীগের মিছিল প্রতিরোধে পুলিশ নিষ্ক্রিয় থাকলেই ব্যবস্থা: উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ২:৩০ অপরাহ্ণ
আ’লীগের মিছিল প্রতিরোধে পুলিশ নিষ্ক্রিয় থাকলেই ব্যবস্থা: উপদেষ্টা

আওয়ামী লীগের মিছিল প্রতিরোধে পুলিশ নিষ্ক্রিয় থাকলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরই অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিমানবন্দর থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। বেলা ১১টা ১০মিনিট নাগাদ রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে যান তিনি।
পরে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেহেতু মিছিল হয়েছে, এটার ভেতর কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যাতে ভবিষ্যতে না হতে পারে সে জন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। যদি তারা এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আপনাদের অরগানাইজ করতেই দেখেন কত কষ্ট হয়। সেখানে পুরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে যে কি পরিমান কষ্ট তা আপনারাও বুঝতে পারবেন। তবে আমরা চেষ্টা করতেছি যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতির দিকে যায়।’

এদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন চারটি থানা পর্যায়ক্রমে পরিদর্শন করবেন বলে জানা গেছে। এগুলো হলো, বিমানবন্দর, উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা।