সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
![সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ](https://bdnews999.com/wp-content/uploads/2025/02/received_1778189846299647.jpeg)
সিরাজগঞ্জ জেলা সরকারি গণ গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ খ্রিঃ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও রচনা, চিত্রাংকন, উপস্থাপন বক্তৃতা, বইপাঠ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের ২৪ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে, বুধবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১২টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এবং শহীদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সাধারণ শাখা ও ভিপি সেল এবং ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা রোমানা রিয়াজ। ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) লিটুস লরেন্স চিরান। স্বাগত বক্তব্যে রাখেন, জেলা গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান সজিব আহমেদ। এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপস্থাপক ও আবৃত্তিকার স্বপ্না খাতুন।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পিটিআই এর ইন্সট্রাক্টর মহিবুল হাসান, জেলা ব্র্যাকের সমন্বয়কারী মোঃ রইস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের দায়িত্ব ছিলেন, জেলা গণগ্রন্থাগারের অফিস সহকারী রনজু মিয়া ও কেয়ারটেকার আব্দুল হান্নান সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বেসরকারি পাঠাগারের সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং পাঠকেরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন