খুঁজুন
মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২

শরণখোলায় বন্যশূকরের আক্রমণ: গ্রাম পুলিশসহ আহত ৩ জন

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ণ
শরণখোলায় বন্যশূকরের আক্রমণ: গ্রাম পুলিশসহ আহত ৩ জন

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবর থেকে আকস্মিকভাবে লোকালয়ে চলে আসা একটি বন্যশূকরের আক্রমণে গ্রাম পুলিশসহ ৩জন আহত হয়েছে। আহতরা সম্পর্কে আপন তিন ভাই। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রায়েন্দা ইউনিয়নের তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অবশ্য পরে ক্ষুব্ধ গ্রামবাসী বন্যশূকরটি পিটিয়ে মেরে ফেলে।

আহতরা হলেন তাফালবাড়ি গ্রামের বারেক মোল্লার ছেলে গ্রাম পুলিশ মো. কবির হোসেন মোল্লা (৪৮), ওমর ফারুক মোল্লা (৪৫) ও মাকসুদ মোল্লা (৫০)। আহতদের মধ্যে মাকসুদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন গ্রাম পুলিশ কবির মোল্লা জানান, তাদের বাড়ি সুন্দরবনের কাছে। একারণে সুন্দরবন থেকে প্রায়ই হরিণ, শূকরসহ বিভিন্ন বন্যপ্রাণি তাদের গ্রামে চলে আসে। অনেক সময় বন্যশূকরের পাল ঢুকে ফসলের ক্ষতি করে। বিকালে তিনি ঘরের সামনের উঠানে সুন্দরবন থেকে আসা একটি বন্যশূকর দেখে তাড়া করেন।

এসময় শূকরটি সরে না গিয়ে উল্টো তার দিকে তেড়ে এসে আক্রমণ করে। তার চিৎকার শুনে অন্য দুই এগিয়ে এলে শূকরটি তাদেরকেও আক্রমণ করে। শূকরের কামড়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। গ্রামবাসীরা ক্ষোভ সামলাতে না পেরে এই শূকরটি মেরে ফেলে। পরে সবাই বুঝতে পেরেছে যে, কাজটি তাদের ঠিক হয়নি।

শরণখোলা হাপসপাতালের চিকিৎসক ডা. সুদীপ্ত কুমার জানান, বন্যশূকরের আক্রমণে আহত হয়ে তিন জন হাসপাতালে আসেন। এর মধ্যে একজনের আঙ্গুলের হাড় ভেঙে কয়েক টুকরো হওয়ায় তাকে খুলনা মেডিক্যালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান জানান, সুন্দরবন থেকে লোকালায়ে চলে আসা একটি বন্যশূকরের আক্রমণের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত বন্যশূকরটি উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়েছে। লোকালয়ে চলে আসা আর কোন বন্যপ্রাণিকে হত্যা না করতে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে মাইকিং করা হচ্ছে।

ভাতা ও রেশনিং চালুর দাবি

অর্থ উপদেষ্টার অফিস কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:৩৫ পূর্বাহ্ণ
অর্থ উপদেষ্টার অফিস কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের দপ্তরে অবস্থান নিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

সোমবার (১৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটে অর্থ মন্ত্রণালয়ের নিচে জড়ো হয়ে স্লোগান দিতে দিতে অর্থ উপদেষ্টার অফিস কক্ষে এসে অবস্থান নেন কর্মচারীরা।

এ সময় কর্মচারীদের পক্ষে পরিষদের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ ও পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান।

কর্মচারীরা জানান, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এ স্থান থেকে যাবো না। প্রয়োজনে সারারাত বসে থাকবো। এ সময় তারা স্লোগান দেন ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, সচিবালয় ভাতা ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

পরে তারা অর্থ মন্ত্রণালয়ে এসে তারা উপদেষ্টার অফিস কক্ষের সামনের করিডোরে বসে অবস্থান নেয়।

সীমান্ত ব্যাংকে নিয়োগ, নেবে অফিসার ও সিনিয়র অফিসার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:৩২ পূর্বাহ্ণ
সীমান্ত ব্যাংকে নিয়োগ, নেবে অফিসার ও সিনিয়র অফিসার

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘অফিসার (অফিসার-সিনিয়র অফিসার)’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৪ মে।

প্রতিষ্ঠানের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি

বিভাগের নাম: ফাইন্যান্স ডিভিশন

পদের নাম: অফিসার (অফিসার-সিনিয়র অফিসার)

পদ সংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স)

অভিজ্ঞতা: ২-৬ বছর

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ৩০-৩৮ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: ২৪ মে, ২০২৫

কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৭৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:২৯ পূর্বাহ্ণ
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৭৪

কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত (নন-ইউনিফর্ম) ১৫ ক্যাটাগরির ১৭৪ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু সোমবার (১৯ মে) থেকে।

পদের নাম ও বিবরণ

১. পদের নাম: ফার্মাসিস্ট

পদসংখ্যা: ৩০

যোগ্যতা: ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-ফার্মেসি সনদপ্রাপ্ত।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

২. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ৫

যোগ্যতা: স্নাতক বা সমমান পাস

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

৩. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)

৪. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৫. পদের নাম: অফিস সহকারী

পদসংখ্যা: ১০

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৬. পদের নাম: কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৬৫

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৭. পদের নাম: অফিস সহকারী কাম বিক্রেতা (শোরুম)

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৮. পদের নাম: অফিস সহকারী কাম বিক্রেতা (রেশন)

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

৯. পদের নাম: টাস্ক টেকার

পদসংখ্যা: ৬

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১০. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১২

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)

১১. পদের নাম: শিক্ষক

পদসংখ্যা: ২৬

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড ১৭)

১২. পদের নাম: ক্যাশিয়ার

পদসংখ্যা: ১

যোগ্যতা: বাণিজ্যে এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড ১৭)

১৩. পদের নাম: মাস্টার দরজি

পদসংখ্যা: ১

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড ১৮)

১৪. পদের নাম: বুক বাইন্ডার ইন্সট্রাক্টর

পদসংখ্যা: ১

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড ১৯)

১৫. পদের নাম: ব্লাকস্মিথ

পদসংখ্যা: ৫

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড ১৯)

বয়স: প্রার্থীর বয়স ১৯ মে তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি: ১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা, ২ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১১ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

আবেদনের শেষ সময়: ১২ জুন ২০২৫।