খুঁজুন
মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২

সিরাজগঞ্জে “মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্টজাল সহ ২ জেলে আটক, জরিমানা

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,, সিরাজগঞ্জঃ
প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে “মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্টজাল সহ ২ জেলে আটক, জরিমানা

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪” খ্রিঃ কালে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ কারেন্ট জাল, ইলিশ মাছসহ ২ জন জেলেকে আটক করা হয়।

সদর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে যমুনা নদীর সদর অংশে অভিযান পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে অভিযানের পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ২ জনকে ২০০০/- জরিমানা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনোয়ার হোসেন।

এসময় আটককৃত ইলিশ এতিমখানায় বিতরণ এবং আটককৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ জহুরুল ইসলাম এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জের সদস্যগণ।

জনবল নেবে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:২৪ পূর্বাহ্ণ
জনবল নেবে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫টি শূন্য পদে পাঁচজনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ সোমবার ১৯ মে থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: উপপরিচালক

পদসংখ্যা: ০১টি

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

গ্রেড: ৬

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

গ্রেড: ৯

শিক্ষাগত যোগ্যতা: ভূতত্ত্ব, ভূ-পদার্থবিদ্যা, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, কেমিক্যাল, মাইনিং ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে পিএইচডি ডিগ্রি বা ভূতত্ত্ব বা ভূ–পদার্থবিদ্যায় অন্যূন প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।

৩. পদের নাম: টেকনিশিয়ান (ল্যাব)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

গ্রেড: ১৪

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

৪. পদের নাম: সহকারী (প্রশিক্ষণ)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

গ্রেড: ১৬

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

৫. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

গ্রেড: ১৯

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৯ জুন ২০২৫।

প্রাইভেট ব্যাংকে চাকরি, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:২০ পূর্বাহ্ণ
প্রাইভেট ব্যাংকে চাকরি, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ

বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট/ বায়িং হাউস, করপোরেট ব্যাংকিং বিভাগে ‘আরএম (জেও-এসইও)’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদ: আরএম (জেও-এসইও)

পদসংখ্যা: নির্ধারিত নয়

আবেদনের শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে, যার মধ্যে কমপক্ষে ২ বছর এক্সপোর্ট-ইমপোর্ট/বায়িং হাউস/করপোরেট ব্যাংকিং খাতে থাকতে হবে অভিজ্ঞতা।

আবেদনকারীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন কেউ এ পদে চাকরি পেলে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৫।

একদিনে ২৩ নিয়োগ পরীক্ষা, বিপাকে চাকরিপ্রার্থীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ১:১৭ পূর্বাহ্ণ
একদিনে ২৩ নিয়োগ পরীক্ষা, বিপাকে চাকরিপ্রার্থীরা

সামনে শুক্রবার (২৩ মে) সারাদেশে ২৩টি সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে এতগুলো নিয়োগ পরীক্ষা হওয়ায় মারাত্মক সংকটে পড়েছেন হাজারো চাকরিপ্রার্থী। একই সময়ে একাধিক পরীক্ষা পড়ায় অনেকেই চাইলেও সব পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তারা।

বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই), বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলো একই দিনে হওয়ায় একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার সুযোগ হাতছাড়া হতে চলেছে অনেকের।

চাকরিপ্রার্থী রায়হান আহমেদ বলেন, একদিকে বিসিএস প্রস্তুতি, অন্যদিকে আলাদা নিয়োগ পরীক্ষা— সব কিছুর সঙ্গে যুদ্ধ করে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এখন একদিনে এতগুলো পরীক্ষার ঘোষণায় সব গড়বড় হয়ে যাচ্ছে। যেন ভাগ্যের ওপর নির্ভর করতে হচ্ছে কোনটা দেই, কোনটা ছাড়ি।

চাকরিপ্রার্থীদের অধিকার আদায়ে কাজ করা প্ল্যাটফর্ম ‘পিএসসি সংস্কার আন্দোলন’ একে চাকরিপ্রার্থীদের সঙ্গে চরম তামাশা বলে আখ্যা দিয়েছে।

সোমবার (১৯ মে) সংগঠনটির দপ্তর সম্পাদক আওরঙ্গজেব স্বাক্ষর করা এক বিবৃতিতে বলা হয়, একদিনে ২৩টি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত মূলত হাজার হাজার চাকরিপ্রার্থীর স্বপ্ন ও শ্রমকে অবমূল্যায়ন করার নামান্তর। এটি চরম অবিচার ও প্রশাসনিক ব্যর্থতা।

একই দাবি জানিয়ে পরীক্ষার তারিখ পুনর্বিন্যাস করা, কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করার এবং নিয়োগ পরীক্ষার সময়সূচি একাধিক প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে নির্ধারণ করার দাবিও জানান তারা।