খুঁজুন
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১

ঢাকাসহ ছয় বিভাগে বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১:০৮ অপরাহ্ণ
ঢাকাসহ ছয় বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের ছয় বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৩০ অক্টোবর) আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিরাজগঞ্জ পৌর বিএনপির ৭, ৮ নং ওয়ার্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
সিরাজগঞ্জ পৌর বিএনপির ৭, ৮ নং ওয়ার্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে উৎসব মূখর পরিবেশে পৌর ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

পৌর এলাকার ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে শুক্রবার (১১ এপ্রিল) বিকালে সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মক্তোব মাঠে উক্ত যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ মকবুল হোসেন চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  মোঃ আবু সাঈদ সুইট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ৮ নং ওয়ার্ড  বিএনপির  সাবেক সভাপতি মোঃ ইমতাজ আলী কুমকুম।  আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক সদর  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং  সাবেক ভিপি শামীম খান এবং কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য  মিলন ইসলাম খান। 

সার্বিক সহযোগিতা ছিলেন, শহর বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম।   অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা এবং অনুষ্ঠান   সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম।

এসময়ে মতবিনিময় সভা অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন  হাজার হাজার নারী-পুরুষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

উক্ত  মতবিনিময় সভায় সিরাজগঞ্জ পৌর এলাকার ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির  কমিটি গঠন করার লক্ষ্যে  উপস্থিত ২ টি ওয়ার্ডের একাধিক  সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে  প্রার্থীরা তাদের জীবন  বৃত্তান্ত এবং  পতিত  স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে ১৭ বছরে  নেতাকর্মীরা  বিভিন্নভাবে  নির্যাতনের শিকার হয়েছেন, মামলায় পড়েছেন, কারাভোগ করেছেন তাদের  বিভিন্ন   মামলার নথির  কপি সহ অন্যান্য কাগজ-পত্র সম্মেলন প্রস্তুত কমিটি কাছে জমা দেন।

তালপট্টি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১০:৫১ অপরাহ্ণ
তালপট্টি

আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই: হাবিব

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৭:৩৮ অপরাহ্ণ
আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই: হাবিব

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, আগামী দিনে আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই। শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, একমাত্র তারেক রহমানই পারেন বাংলাদেশকে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিতে। পতনের আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশঙ্কা করেছিলেন তাদের পতন হলে একদিনে আওয়ামী লীগের ৫ লাখ লোক মারা যাবে। কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আমরা কী দেখলাম?

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বের কারণে দেশে কোনো অরাজকতা হয়নি। কারণ তারেক রহমান স্পষ্ট করে আমাদের জানিয়ে দিয়েছিলেন, আইন কেউ নিজের হাতে তুলে নেবেন না।

সংস্কারে বিএনপির কোনো আপত্তি নেই জানিয়ে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, আমরা সংস্কারের বিরোধী নই। কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব করা যাবে না।

তিনি বলেন, সংস্কার শেষে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু নির্বাচনের কথা বললেই সংস্কারের বিরোধিতা করা নয়।

এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি সালাউদ্দিন খান, সাধারণ সম্পাদক আলতাব হোসেন সরদার, তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, গাজীপুর মহানগর কর্মজীবী দলের সভাপতি মো. আইয়ুব খান প্রমুখ উপস্থিত ছিলেন।