নরসিংদীর রায়পুরাতে রাবিয়াকে হত্যা ও মৃত অবস্থায় ধর্ষণ, গ্রেপ্তার ৩
নরসিংদীর রায়পুরাতে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরের সিঁধ কেটে (৫৩) বছর বয়সী রাবেয়া খাতুন রাবিকে হত্যা ও মৃত অবস্থায় ধর্ষণ করা হয়।
চাঞ্চল্যকর এ ঘটনার প্রায় ১০ মাস পর রহস্য উদ্ঘাটন করে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিঁধ কেটে হত্যা ও মৃত অবস্থায় ধর্ষণ কারী সুমনসহ হত্যায় জড়িত থাকায় তিন জনকে গ্রেফতার করেছে পিবিআই।
গ্রেফতারকৃত আসামীরা হলো- রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুমন (২০), বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে জীবন (১৯), ও একই এলাকার চুন্নু মিয়ার ছেলে স্বপন (৫৫)।
গত (৩০ অক্টোবর) নরসিংদীর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পিবিআই এর নরসিংদী পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: এনায়েত হোসেন মান্নান।
নিহত রাবেয়া খাতুন রাবি রায়পুরা উপজেলার বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, উক্ত ঘটনায় রায়পুরা থানায় একটি হত্যা মামলা হয়। যাহার মামলার নং-১৯/২০২৩ ইং পেনাল কোড- ৪৫৭/৩০২/৩৪।
মামলাটির তদন্তে জানা যায়, ২০২৩ সালের ২৫ ডিসেম্বর রাত ১.৩০ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে রাবেয়া খাতুনের বসতঘরে সিঁধ কেটে ঢুকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। হত্যার সময় করা হয় জঘন্য ধর্ষণ।
পিবিআই এর একটি চৌকস টিম অত্যাধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে দীর্ঘ তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত সুমন, জীবন ও স্বপনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।
এদের মধ্যে দুইজন হত্যার পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন এবং আসামি স্বপনের দেখানো মতে উক্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত সিঁধ কাটার শাবল ও ছেনি উদ্ধার করা হয়।
এই ঘটনায় জড়িত পলাতক আসামিদেরকে ধরতে পিবিআই এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানায়।
আপনার মতামত লিখুন