পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের বিচারের দাবিতে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
গনহত্যাকারী স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি পতিত শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে এবং ১০ই নভেম্বর-২০২৪ খ্রিঃ আওয়ামীলীগ কর্তৃক ঘোষিত ঢাকার জিরো পয়েন্টে কর্মসূচি’র প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, রবিবার (১০ নভেম্বর) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ শহরের ই.বি রোডস্থ পৌরভাসানী মিলনায়তন সবুজ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন এবং বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এবং অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত করা হয় । এসময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সহ-সভাপতি রিকো, যুগ্ন- সাধারণ সম্পাদক জেবরান, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক মোঃ স্বপন সেখ, শহর ছাত্রদলের আহবায়ক জুবায়ের হোসেন সুমন, সদস্য সচিব পলাশ, থানা ছাত্রদলের আহবায়ক ইকবাল হোসেন জীবন, সদস্য সচিব ওমর ফারুক, ইসলানিয়া সরকারি কলেজ শাখার ছাব্বির হোসেন প্রতিক, রাফি হাসান, সাফিন আহমেদ জিসান সরদার, সৈনিক সেখ, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার ফয়সাল ইসলাম মারুফ, রোমান আলিফ, ছাত্রদলের সদস্য জুয়েল সেখ, সৌমিক, রেজওয়ান সিয়াম, জহুরুল ইসলাম প্রমুখ।
জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট দলের প্রধান খুনি শেখ হাসিনা দেশের বাহিরে আত্নগোপন থেকে বিভিন্ন সময়ে উস্কানিমূলক কথা বলে দেশের মধ্যে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে দেশে থাকা নেতাকর্মীদের পরামর্শ দিচ্ছেন যাহা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি আরো বলেন, এই ধরনের সন্ত্রাসী মূলক কর্মকাণ্ড করার চেষ্টা করলে বাংলার জনগণ তাহা কঠোর হস্তে দমন করার জন্য প্রস্তুত রয়েছে। অনেক আন্দোলন ত্যাগ ও রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনা সরকার কে বিদায় করা হয়েছে ।
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ বলেন, এ দেশে আর কোন ফ্যাসিস্ট সরকার আসবে না। ইতিমধ্যে ছাত্রলীগ নামে সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনটি কি ভাবে আবার হুমকি দেওয়ার সাহস পায় সেটা আমাদের বোধগম্য হয় না। পতিত স্বৈরাচার খুনি শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মীরা নানা কায়দায় ষড়যন্ত্র করে গোপন মিটিং করে ছাত্র-জনতাকে আবারও চোরাগোপ্তা হামলা, হত্যা এবং দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র সফল করতে দেয়া হবে না। বিএনপি তার বিভিন্ন অঙ্গ সংগঠনসহ ছাত্রদল, দেশপ্রেমিক জনতা অতন্দ্র প্রহরী মত প্রস্তুত রয়েছে যেখানে আওয়ামীলীগের সন্ত্রাসীদের দেখা যাবে সেখানেই প্রতিরোধ করা হবে।
আপনার মতামত লিখুন