শ্রীপুরে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল- পুলিশ সদস্য সহ আহত ৬, আটক ১
গাজীপুরের শ্রীপুরে ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টায় ভুক্তভোগী পরিবারের সদস্য ও শ্রীপুর মডেল থানার কর্মরত পুলিশ সদস্য সহ ৬ জন আহত হয়েছেন।
গত সোমবার (১১ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়ন ৪ নং ওয়ার্ড গলদাপাড়া গ্রামের মৃত মাজম আলী প্রধানের ছেলে নিজাম উদ্দিন বাড়িতে বিবাদি মিন্টু ও কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুল হকের নেতৃত্বে প্রায় ১০০ থেকে ১৫০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে নিজাম উদ্দিনের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নিজাম উদ্দিন জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে শ্রীপুর মডেল থানার টহলরত পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছালে, সন্ত্রাসী বাহিনী পুলিশ সদস্য সহ ভুক্তভোগী পরিবারের উপর আক্রমণ চালায়, এতে তিনজন পুলিশ সদস্য সহ ভুক্তভোগী পরিবারের তিনজন গুরুতর আহত হয়।
সংবাদ পেয়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছালে আক্রমণ চালানোর চেষ্টা করে সন্ত্রাস বাহিনী।
পরবর্তীতে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসী বাহিনী এলোপাথারি দৌড়ে পালিয়ে যান, এসময় ঘটনাস্থল থেকে একজন গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ভুক্তভোগী নিজাম উদ্দিন ৩০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় সাধারণ অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, পুলিশের উপর হামলার পর আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশি তদন্ত শুরু হয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন