ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র
বর্বর ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দেওয়ার অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে তখন এমন সংবাদ সামনে এল। যদিও এরই মধ্যে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কর্যকর হয়েছে।
এই অস্ত্র চুক্তিটি নিয়ে গত কয়েক মাস ধরেই কাজ করেছে যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বরে কংগ্রেশনাল কমিটি এটি পর্যালোচনা করে। অক্টোবরে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করে। এখন মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, অস্ত্র সহায়তা প্যাকেজটিতে সাময়িকভাবে অনুমোদন দিয়েছেন বাইডেন।
এবারের প্যাকেজে শতাধিক ছোট-ব্যাসের বোমা ও হাজার হাজার জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন কিট (জেডিএএম) অন্তর্ভুক্ত থাকবে।
তবে বাইডেন প্রশাসন থেকে এই চুক্তির ব্যাপারে নিশ্চিত করে জানানো হয়নি। মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান শুরু থেকেই অস্পষ্ট। দেশটি একদিকে যুদ্ধবিরতির কথা বললেও ইসরায়েলকে অব্যাহত অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে।
এদিকে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৩৩ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ১৩৪ জন।
বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবারের হতাহতের ঘটনার গাজায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৪৪ হাজার ২৮২ জনে ও ১ লাখ ৪ হাজার ৮৮০ জনে।
তথ্যসূত্র: আল-জাজিরা।
আপনার মতামত লিখুন