খুঁজুন
রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন, ১৪৩১

কাশেমপুর কারাগারে অসুস্থ্য কয়েদি ঢামেকে মৃত্যু

আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৮:১৭ অপরাহ্ণ
কাশেমপুর কারাগারে অসুস্থ্য কয়েদি ঢামেকে মৃত্যু

ঢাকার গাজীপুরের কাশেমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে মোহাম্মদ মহসিন খান(৬০) কারাবন্দীর মৃত্যু হয়। নিহত জঙ্গি মামলার আসামি ছিলেন তিনি।

বৃহস্পতিবার(৩০ জানুঃ)সকাল ১১ টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়ে।পরে অসুস্থ অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১১:৩০ এর দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মোঃমোস্তফা বলেন,
কাশিমপুর কারাগারে সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন,
নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলা মুরাদনগর থানা কাজিয়াতল গ্রামের মৃত রহমত আলীর সন্তান। নিহত সিলেট জেলার জঙ্গি মামলার আসামি ছিলেন।তার কয়দি নম্বর ১৮৮৫/এ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলে,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরো বলে,
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।