খুঁজুন
শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১৭ মাঘ, ১৪৩১

বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর শিক্ষার্থীদের অনশন

ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর শিক্ষার্থীদের অনশন

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। অবশ্য এরই মধ্যে তারা কলেজের সামনের সড়কের অবরোধ তুলে নিয়েছেন। এতে করে মহাখালী থেকে গুলশান লিংক রোডের যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কলেজের মূল ফটকের সামনে অবস্থান করছেন তারা। আজকের জুমার নামাজ সেখানেই আদায় করার ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (৩১ জানুয়ারি) কলেজটির শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, আমাদের অনশন কর্মসূচি শুরুর ২৪ ঘণ্টা পর শিক্ষা মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি এসেছিলেন। তিনি আশ্বাস দিয়েছেন। কিন্তু কারো মুখের কথা আমরা বিশ্বাস করতে চাইনা। যতক্ষণ পর্যন্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। রাতে সড়ক অবরোধ ছাড়লেও ফের অবরোধ করা হবে। রাতে রাজধানীতে কাঁচামালবাহী বিভিন্ন সবজির গাড়ি প্রবেশ করে। তাই সড়ক ছেড়ে দিয়েছিলাম। যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়।

তারা বলেন, অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে তিতুমীর কলেজের ৭ জন শিক্ষার্থী সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ ও গণিত বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম চিকিৎসাধীন রয়েছেন।

তিতুমীর ঐক্যের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বলেন, বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে থেকে অনশন শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন চলবে। আমরা ৭ দফা দাবি জানিয়েছি। সেগুলো হচ্ছে —

১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২০২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে।

৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুইটি বিষয় ‘আইন’ এবং ‘জার্নালিজম’ বিষয় সংযোজন করতে হবে।

৫. অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে।

৬. শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে।

৭. আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে।

এর আগে, বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। তিনি তাদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। তবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরমধ্যে একটি কলেজ হচ্ছে সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্তির পর থেকে এখন পর্যন্ত এই কলেজের অ্যাকাডেমিক সব কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে সরকারি তিতুমীর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।

রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি চাঁদ মন্ডল গ্রেফতার

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ
রাজারহাট উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি চাঁদ মন্ডল গ্রেফতার

রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এটিএম সাজেদুর রহমান মন্ডল চাঁদকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে উপজেলা সদরের দুধখাওয়া মন্ডলপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। চাঁদ মন্ডল ওই গ্রামের মৃত আব্দুল কাদের মন্ডলের পুত্র।

জানা গেছে, ১৯৯৮ইং সনের ৩ডিসেম্বর এটিএম সাজেদুর রহমান মন্ডল ওরফে চাঁদ মন্ডল বাজারহাট মীর ইসমাইল হোসেন কলেজের প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর তিনি আওয়ামীলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। ২০১৬সনে কলেজটি সরকারি ঘোষনা হলেও নিয়ম নীতির তোয়াক্কা না করে তিনি রাজনীতিতে সক্রিয় থাকেন।

কলেজের সাবেক অধ্যক্ষ সফিকুল ইসলাম রানার ঘনিষ্ট সহচর হওয়ার সুবাদে ও রাজনৈতিক প্রভাবে ওই কলেজে ৫৭জন শিক্ষক তার সিনিয়র থাকা সত্ত্বেও ২০২১সনের ১৪জানুয়ারী তিনি ভারপ্রাপ্ত উপাধ্যক্ষের দায়িত্ব গ্রহন করেন। একই কৌশলে রাজনৈতিক প্রভাব দেখিয়ে সাবেক অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা অবসরে যাওয়ার সময় ২০২৩ সনের ৩জানুযারী তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পন করা হয়। পরে তিনি ২০২৩ সনের ৩০মার্চ পর্যন্ত তিন মাস ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদে বহাল ছিলেন। কলেজের অন্যান্য শিক্ষকরা তার ভয়ে সবসময় ভীত-সন্ত্রস্ত্র থাকতো।

বিভিন্ন সময় তিনি কলেজের অনেক শিক্ষক-কর্মচারীকে সামান্য ঘটনায় লাঞ্চিত অপমানিত করা সহ রাজনৈতিক প্রভাবে তিনি কলেজে পাঠদান ছাড়াই বেতন উত্তোলনের অভিযোগ রয়েছে। কলেজ সরকারি হওয়ার পরও ঠিকাদারী সহ বিভিন্ন ব্যবসা করতেন চাঁদ মন্ডল। তার বিরুদ্ধে দৃশ্যমান নানা অভিযোগ থাকলেও সাবেক অধ্যক্ষ সফিকুল ইসলাম রানার ঘনিষ্ট সহচর হওয়ায় এবং আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় কোনটিরও বিচার হয়নি বলে জানান ওই কলেজের শিক্ষক-কর্মচারীগণ।

এরআগে ২০১১ইং সনে রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর অফিস ভাংচুর-লুটপাট মামলার আসামী ছিলেন চাঁদ মন্ডল। এই মামলাটিও এখনো নিস্পত্তি হয়নি। তবে গত বছরের ৫ আগষ্টের পর অনেকটা গাঁ দিয়ে ছিলেন চাঁদ মন্ডল।

সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের প্রভাষক মামুন সিদ্দিকী বলেন, ২০২৩ সনের মার্চ মাসে কলেজে প্রকাশ্যে আমাকে লাঞ্চিত করেছিলেন সাজেদুর রহমান মন্ডল চাঁদ। এঘটনায় বিচার পাইনি,তবে একটি মামলা বিচারাধীন রয়েছে।

সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শওকত আকবর বলেন, এই কলেজের ৫৮নম্বর প্রভাষক এটিএম সাজেদুর রহমান মন্ডল চাঁদ গত প্রায় ১৫দিন ধরে কলেজে অনুপস্থিত রয়েছেন। তবে তিনি একটি ছুটির দরখাস্ত পাঠিয়েছেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম এটিএম সাজেদুর রহমান মন্ডল চাঁদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন,তাকে পুলিশের বিশেষ ক্ষমতা আইনের মামলায় শুক্রবার দুপুরে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বাসাইল কাঞ্চনপুরে জামায়াতে ইসলামীর দাওয়াতি জনসেবা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ লিটন মিয়া, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
বাসাইল কাঞ্চনপুরে জামায়াতে ইসলামীর দাওয়াতি জনসেবা সমাবেশ অনুষ্ঠিত

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি জনসেবা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১জানুয়ারি) বিকেলে কাঞ্চনপুর বিল পাড়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাসাইল উপজেলা শাখার আমীর আফজাল হোসেন, সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাসাইল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম আবরার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কাঞ্চনপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের আমীর মোঃ আব্দুল্লাহ মিয়া, সঞ্চালনায় ছিলেন ০৯ নং ওয়ার্ডের সেক্রেটারী মো: ছানোয়ার হোসেন, অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্হানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের রানীগ্রামে ৪ শতাধিক মহিলা মুসুল্লিদের মাঝে হিজাব বিতরণ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জঃ
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ১০:৫২ অপরাহ্ণ
সিরাজগঞ্জের রানীগ্রামে ৪ শতাধিক মহিলা মুসুল্লিদের মাঝে হিজাব বিতরণ

পৌর এলাকার রানীগ্রাম মসজিদুল নিজাম’র ৪ শতাধিক মহিলা মুসুল্লিদের মাঝে হিজাব বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩১জানুয়ারি) জুম্মার নামাজ আদায়ের পূর্বে মসজিদুল নিজাম মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন খান এর সার্বিক সহযোগিতায় ৪ শতাধিক মহিলা মুসুল্লিদের মাঝে হিজাব বিতরণ করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ। 

হিজাব বিতরণ শেষে মুসুল্লিদের উদ্দেশ্য রুমানা মাহমুদ বলেন, নারীদের প্রথম শিক্ষায় হচ্ছে ধৈর্য্য, আল্লাহর দেওয়া বিধি নিষেধ মেনে চলা। নারীরা যদি ইসলামের পথে দাপিত হয় তাহলে আমাদের বাচ্চারা ছোট বেলা থেকেই ইসলামের পথে দাপিত হবে। আমি এই এলাকার নারীদের অনুরোধ করবো যেহেতু এই মসজিদে নারীদের নামাজের ব্যবস্হা আছে আপনারা সংসারের কাজ সেড়ে এই মসজিদে নামাজ পরবেন। এবং বাড়ীর সবাইকে নামাজ পরানোর চেষ্টা করবেন।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সিরাজগঞ্জ শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ- দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।