অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে লিফলেট বিতরণের সময় ওয়ার্ড আ’লীগের সভাপতি গ্রেফতার
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা সমেসপুর হাটে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণের সময় ২ নং রাজাপুর ইউনিয়নের বাসিন্দা এবং ৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি মোঃ মজনু মিয়া (৪০)পিতা মৃত আব্দুল মজিদকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।
লিফলেটে যেসব বিষয় লেখা হয়েছে তাতে দেখা যায় বর্তমান সরকারের
অপশাসন-নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ড. ইউনূসের পদত্যাগ দাবি। বেআইনি ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধ।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতি গোষ্ঠীর ওপর হামলা ও হত্যাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ। সারাদেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম, খুন ও হত্যার প্রতিবাদ। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক বলেন আমরা গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করা হচ্ছে। এ সময় ১ জন গ্রেফতার করা হয় এবং অন্যান্যরা পালিয়ে যায়।
আপনার মতামত লিখুন