খুঁজুন
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ, ১৪৩১

ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৬ অপরাহ্ণ
ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ৫০

কিশোরগঞ্জের ভৈরবে ১৫ দিনের ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে আবারো শিশু বৃদ্ধাসহ ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পাগলা কুকুরটি তাদেরকে কামড় দেয়। আহতদের মধ্যে ৩৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। এ ছাড়াও অন্যান্য আহতরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এর আগে ১৭ জানুয়ারি ও ১৮ জানুয়ারি ভৈরবে শিক্ষা প্রকৌশলীসহ ২৫ জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছিল।

কুকুরের কামড়ে আহতরা হলো:

পৌর শহরের চণ্ডিবের এলাকার আব্দুর রহমান (১১), আসমা (৪৮), ৫ বছরের শিশু জান্নাত, বৃদ্ধা সাহেরা (৮০), ইয়ামিন (১২), ঈশান (১৪), আমলাপাড়া এলাকার ৬ বছরের শিশু হুসাইন, ভৈরবপুর এলাকার শাহারা বেগম (৫০), রামশংকরপুর এলাকার নারায়ণ চন্দ্র দাস (৪৫), মাজেদা (৪২), দীপ (১১), ৭ বছরের শিশু ফরিহা ইসলাম, মৌসুমি (৯), ৬ বছরের শিশু আব্দুর রহমান, তানজিনা (১০), রফিয়া (২৭), রাতুল (২০), মারুফা (১৭), রাজন (১৭), ইতি (২৫), ৪ বছরের শিশু আলেয়া, সাড়ে ৪ বছরের শিশু গাফফার ও রায় (১২), উপজেলার গোছামারা গ্রামের সুইটি (১৬), সখিনা (৩০), রাবিয়া (১৩), চাঁনপুর গ্রামের ফরিদা বেগম (৫৫), রসুলপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়া (৫০), শিমুলকান্দি গ্রামের আয়েশা (৩৫), জামালপুর এলাকার ৩ বছরের শিশু আদিল, রিয়াদ (১০), শিবপুর গ্রামের মুনতাহা (২৭)। এদের মধ্যে ৫ বছরের শিশু জান্নাত ও আসমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মহাখালীতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে শহরের কালিপুরের রামশংকরপুর এলাকা থেকে পাগলা কুকুরটি কামড়ানো শুরু করেন। পর্যায়ক্রমে শহর, গাছতলাঘাট এলাকায়, ভৈরবপুর এলাকায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার সামনে পথচারী ও স্থানীয় বাসিন্দা শিশু, বৃদ্ধাসহ বেশ কয়েকজন নারী পুরুষকে রাত পর্যন্ত কামড় দিয়ে আহত করে।

এ বিষয়ে একজন প্রত্যক্ষদর্শী বলেন, রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি কালো পাগলা কুকুর যাকে পাচ্ছে তাকেই কামড় দিচ্ছে দেখে কোন রকম দৌড়ে প্রাণে বেঁচে যায়।

আহত পথচারী বাচ্চু মিয়া বলেন, আমি রসুলপুর নিজ বাড়িতে যেতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ একটি পাগলা কুকুর আমিসহ বেশ কয়েকজনকে কামড় দেয়। পরে আমি দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে দেখি অনেকেই চিকিৎসা নিচ্ছে।

এ বিষয়ে রামশংকরপুর এলাকার আহত রাজন মিয়া বলেন, আমি বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পাগলা কুকুরটি এসে আমাকে কামড় দেয়। আমি পড়ে গেলে দ্বিতীয় দফায় আমাকে কামড়ায়। আমার সাথে আরো ১০/১৫ জনকে কামড়িয়ে আহত করে। আমরা কুকুরটিকে আটকানোর অনেক চেষ্টা করেছি। কুকুরটি আমার এলাকাতে থাকতো।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে ৩৩ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে দুইজনকে ঢাকা মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কুকুরটি শনাক্ত করতে পারলে বোঝা যাবে হাইড্রোফোবিয়া রোগে আক্রান্ত হয়েছে কিনা। কুকুরটি যদি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় দ্রুত ভ্যাকসিন দিতে হবে।

তিনি আরো বলেন, গত ১৫ দিন আগে দুইদিনে বেশ কয়েকজনকে পাগলা কুকুরে কামড়িয়েছে। আহত ১৫ জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, বিষয়টি দুঃখজনক। আমি খোঁজ খবর নিচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষ যদি কুকুরটি পাগল হওয়ার কারণ নিশ্চিত করে তারপর কুকুরটি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হত্যাচেষ্টা মামলায় আ’লীগের সাবেক এমপি আব্দুল আজিজ কারাগারে

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,, সিরাজগঞ্জঃ
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০০ অপরাহ্ণ
হত্যাচেষ্টা মামলায় আ’লীগের সাবেক এমপি আব্দুল আজিজ কারাগারে

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে ডাঃ মোঃ আব্দুল আজিজকে সিরাজগঞ্জ তাড়াশ আমলি  আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন।

এ সময় মামলার মূল নথিপ্রাপ্তি সাপেক্ষে পরবর্তী সময়ে জামিনের শুনানির জন্য দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মো. ওবায়দুল হক রুমি। 
আদালতের জিআরও শিউলী খাতুন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে ডাঃ মোঃ আব্দুল আজিজসহ আওয়ামীলীগ নেতাকর্মীদের নামে মামলা করেন।

এই মামলায় গত সোমবার (৩ জানুয়ারি -২০২৫ খ্রিঃ) রাতে রাজধানীর কলাবাগান থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। 

মঙ্গলবার ডাঃ মোঃ আব্দুল আজিজ’কে সিরাজগঞ্জ আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ শিশু সার্জন হিসেবে ঢাকা শিশু হাসপাতালে কর্মজীবন শুরু করেন। পরে তিনি অধ্যাপক পদে উন্নীত হোন। ২০১৮ সালে তিনি শিশু হাসপাতালে পরিচালক পদে নিয়োগ পান এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃত্ব দেন। পাশাপাশি সে সময়ের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের অটিজম বোর্ডের একজন মেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনের (তাড়াশ-রায়গঞ্জ) সংসদ সদস্য পদে আওয়ামীলীগের প্রার্থী  হিসেবে মনোনয়ন পেয়ে বিজয়ী হন। ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় বিএনপির প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা চালানো হয়।

এ ঘটনায় বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র পক্ষ থেকে মদদদাতা হিসেবে  আওয়ামীলীগের প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজকে দায়ী করা হয়। পরবর্তীতে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে এ আসন থেকে সংসদ সদস্য হন। 

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, ২০১৮ সালের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলার ঘটনায়, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে হত্যা চেষ্টা ও বিষ্ফোরক আইনে সাবেক এমপি অধ্যাপক ডা. মো.আজিজসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর থেকে সাবেক এমপি অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ আত্মগোপনে চলে যান।

পাইকগাছার গদাইপুরের গর্ভস্থ পানি পাইপ লাইনের মাধ্যমে পৌরসভায় সরবরাহের বিরোধ নিয়ে আলোচনা

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ
পাইকগাছার গদাইপুরের গর্ভস্থ পানি পাইপ লাইনের মাধ্যমে পৌরসভায় সরবরাহের বিরোধ নিয়ে আলোচনা

খুলনার পাইকগাছায় আজ (৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ৭ নং গদাইপুর ইউনিয়ন পরিষদ চত্বরে স্থানীয় নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের পানি সরবরাহ বিরোধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও পাইকগাছার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সবজেল হোসেন।

উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা জাতীয় সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি মুহাঃ আমিনুল ইসলাম (কাজল)।

আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওঃ আমিনুল ইসলাম। ৭ নং গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আব্দুল মজিদ।

উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন,বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা লাকী, সাংবাদিক মিজানুর রহমান মিজান,সাবেক চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান,প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান সরদার, জামাত নেতা মোমিন মোড়ল, মোঃ আসাদুল ইসলাম, কাজী সিফাত উল্লাহ,উপজেলা নার্সারি মালিক সমিতির সম্পাদক মোঃ কামাল সরদার, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ বাবর আলী গোলদার সহ জেলা দপ্তর থেকে আগত প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সিরাজগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ব্র্যাকের উদ্যোগে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

সিরাজগঞ্জ সদর উপজেলা অফিসে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির সহযোগিতায় প্রতিবন্ধি ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে দেওয়া হয় হেয়ারিং এইড ৪টি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির জন্য ১টি চশমা এবং হুইলচেয়ার ১টি।
  
ব্র্যাক সিরাজগঞ্জের উদ্যোগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ব্র্যাক অফিস হতে উক্ত উপকরণ বিতরণকালে সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইসউদ্দিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি অফিসার (সেলপ) মোঃ মাসুদ রানা, দক্ষতা উন্নয়ন কর্মসূচির কর্মসূচি সংগঠক রিপন কুমার মন্ডল, আবদুল সামাদসহ প্রতিবন্ধী ব্যক্তিদের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।