রাজারহাটে গ্রেফতার আশুলিয়ায় হত্যাসহ একাধিক মামলার আসামী
![রাজারহাটে গ্রেফতার আশুলিয়ায় হত্যাসহ একাধিক মামলার আসামী](https://bdnews999.com/wp-content/uploads/2025/02/received_1334397864367943.jpeg)
ঢাকার আশুলিয়ার আলোচিত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী রাজারহাটে সন্ত্রাসী শফিউজ্জামান তপনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ডিবি পুলিশ তিস্তা বাসষ্টান্ড থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শফিউজ্জামান তপন (৪৪) রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম গ্রামের মনির উদ্দিন সরকারের পুত্র।
সংশ্লিষ্ট সুত্র জানায়,গত বছরের ২৬জুলাই ঢাকার আশুলিয়া থানা এলাকায় নিরিহ ছাত্রজনতাকে হত্যা ও লাশ গুম করা সহ সহায়তা ও হুকুম প্রদানের অপরাধে পলাতক শেখ হাসিনা সহ ১শত ৬৮জনের বিরূদ্ধে জনৈক মোঃ ফারুক হোসেন একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৭৯/২০২৫। এছাড়াও রাজারহাট উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দামকে ৫আগষ্ট প্রকাশ্য দিবালোকে স্বদলবলে হত্যার উদ্দেশে হামলা চালায় তপন। এনিয়েও রাজারহাট থানায় উক্ত সফিউজ্জামান তপনের বিরুদ্ধে মামলা রয়েছে।
তবে এতো অভিযোগের পরেও অজ্ঞাত কারনে তাকে এতদিন গ্রেফতার করা হয়নি। ফলে সে র্দীঘদিন থেকে এলাকায় বীরদর্পে রামরাজত্ব কায়েম করে আসছিল।
এলাকার একাধিক ভুক্তভোগীরা জানান, সফিউজ্জামান তপন তার ভাই স্থানীয় ইউনিয়ন আ্ওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম স্বপন এর সাথে যৌথভাবে ক্ষমতার প্রভাব খাটিয়ে অসংখ্য মানুষকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছিল। তার ভয়ে এলাকাবাসী মুখ খুলতে পরতো না।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন বলেন,ঢাকার আশুলিয়া থানার হত্যা মামলায় তাকে লালমনিরহাট ডিবি পুলিশ গ্রেফতার করে রাতে সংশ্লিষ্ট থানায় প্রেরন করেছেন।
আপনার মতামত লিখুন