খুঁজুন
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩০ মাঘ, ১৪৩১

হাসিনাসহ ৫০০ জনের বিরুদ্ধে ৮৪৮ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৭ অপরাহ্ণ
হাসিনাসহ ৫০০ জনের বিরুদ্ধে ৮৪৮ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ দাখিল করা হয়।

জুলাই-আগস্টের আন্দোলনে সারাদেশে ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ ৫০০ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপি এ অভিযোগ দায়ের করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা অভিযোগে ৮৪টি মামলার এজাহারের কপি, বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কাটিং, শেখ হাসিনা, সবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ ৫০০ জন আসামির তথ্য উল্লেখ রয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেন বিএনপির মামলা ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক প্রধান, সালাহউদ্দিন খান (পিপিএম)।

‘ট্রাইব্যুনালে কখন কার রায় হবে সে বিষয়ে কারও মন্তব্য সমীচীন নয়’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ
‘ট্রাইব্যুনালে কখন কার রায় হবে সে বিষয়ে কারও মন্তব্য সমীচীন নয়’

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার তিন বা চারটির রায় অক্টোবরে হতে পারে- আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের এমন মন্তব্যে উষ্মা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদালত বলেছেন, ট্রাইব্যুনাল স্বাধীন। এখানে কখন, কার রায় হবে সে বিষয়ে কারো মন্তব্য করা সমীচীন নয়।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে এক আসামির তদন্ত প্রতিবেদন দাখিল সংক্রান্ত শুনানির সময় এমন উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার।

এর আগে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের বিচারকাজের অগ্রগতি তুলে ধরার এক পর্যায়ে বলেন, ট্রাইব্যুনালে ৩০০টির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসিকিউশন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিকভাবে ১৬টি মামলা করেছে। এর মধ্যে চারটি মামলার তদন্ত চলতি মাসের মধ্যে শেষ হবে বলে তারা মনে করছেন।

আইন উপদেষ্টা আরও বলেন, তদন্ত শেষে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হবে। সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হবে ঈদের পর এপ্রিল মাসে। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে দেওয়া যাবে। এই হিসেবে অক্টোবরের মধ্যে আমরা তিন- চারটি মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি।

এদিকে গুমের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে বুধবার (১২ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানিতে প্রসিকিউশন পক্ষে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আর্জি জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম। ট্রাইব্যুনালের চেয়ারম্যান এ সময় তার কাছে তদন্তের অগ্রগতি জানতে চান। প্রসিকিউটর বলেন, তদন্ত প্রতিবেদন এখনো প্রস্তুত হয়নি। দুই মাস সময়ের আর্জি জানান তিনি।

ট্রাইব্যুনাল এ সময় প্রসিকিউটরের উদ্দেশে বলেন, তদন্ত শেষ হয়নি। প্রতিবেদন আসেনি। অথচ অক্টোবরের মধ্যে রায় হবে বলা হচ্ছে। এখানে কখন কার রায় হবে সে বিষয়ে বাইরে মন্তব্য করা সমীচীন হবে না।

আদালত বলেন, ট্রাইব্যুনাল স্বাধীন। রায়ের কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে।

প্রসিকিউটরের উদ্দেশে ট্রাইব্যুনাল আরও বলেন, কনসার্ন অথরিটিকে বলবেন, এ ধরনের বক্তব্য আমরা ভালোভাবে নিচ্ছি না।

শুনানি শেষে জিয়াউল আহসানের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, শুনানিকালে জুলাই-আগস্টের গণহত্যার রায় হওয়া নিয়ে ট্রাইব্যুনাল কিছু মন্তব্য করেছেন।

কেন্দ্রীয় কারাগারের হাজতি অসুস্থ হয়ে মৃত্যু

আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২০ অপরাহ্ণ
কেন্দ্রীয় কারাগারের হাজতি অসুস্থ হয়ে মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আব্দুর রাজ্জাক (৫৫) হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৩ ফেব্রুঃ)বিকেলে দিকে এ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৬ টার দিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মোঃ মেহেদী বলেন,
বিকেলের দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা কারা কর্তৃপক্ষে নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলে,
এ,রাজ্জাক কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন তার হাজতি নাম্বার ৩৪৮৫৯/২৪ নিহতের গ্রামের বাড়ী ঢাকার সাভারের মজিদপুর এলাকার আব্দুর রহমানের সন্তান তবে কি মামলায় আটক ছিলেন এই বিষয়ে কিছু জানাতে পারিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।তিনি আরো বলে,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বেলকুচিতে বাংলাদেশ স্কাউটের ১০ম বার্ষিক (ত্রৈবার্ষিক) কাউন্সিল অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৬ অপরাহ্ণ
বেলকুচিতে বাংলাদেশ স্কাউটের ১০ম বার্ষিক (ত্রৈবার্ষিক) কাউন্সিল অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস, বেলকুচি উপজেলা শাখায় ৩ বছর মেয়াদি কমিটি গঠন সম্পূর্ণ করা হয়। পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার জনাবা আফিয়া সুলতানা কেয়া সভাপতি ও শিবানী রানী ঘোষ কে সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

সিরাজগন্জ বেলকুচিতে ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট সিরাজগন্জ জেলা  শাখার সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন,উপজেলা মাধ্যমিক অফিসার এস এম গোলাম রেজা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম,সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আশা শিক্ষক মন্ডলীগন।

কমিটির অন্যান্য সদস্যা  হলেন সহ সভাপতি এস, এম গোলাম রেজা উপজেলা মাধ্যমিক অফিসার,মোস্তাফিজুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ইউসুফ আলী, সুপার ধুকুরিয়াবেড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নজরুল ইসলাম প্রধান শিক্ষক সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,মিজানুর রহমান প্রধান শিক্ষক মাহমুদপুর সঃ প্রাঃ বিদ্যালয়।

কমিশনার মেহেদী মাসুদ প্রধান শিক্ষক সোহাগপুর নতুনপাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়।কোষাধ্যক্ষ মনিরুজ্জামান (ভার প্রাপ্ত প্রধান শিক্ষক বেলকুচি সঃ প্রাঃ বিদ্যালয়। যুগ্ম সাধারণ সম্পাদক: ইফতেখার মোহাম্মদ আহসান উল্লাহ ধুকুরিয়াবেড়া দক্ষিণ পাড়া সঃ প্রাঃ বিদ্যালয়।গ্রুপ সভাপতি: ছাইদুল ইসলাম, আব্দুল কাদের, মনোয়ারুল ইসলাম, হামিদা খাতুন,অডিটর, নুরুল ইসলাম মোল্লা, রাবেয়া বসরী, ও শামিম রেজা।