খুঁজুন
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ, ১৪৩২

ব্রিকসকে ট্রাম্পের হুঁশিয়ারি

‘ডলারের বিকল্প ভাবলেই ১৫০ শতাংশ শুল্ক’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ
‘ডলারের বিকল্প ভাবলেই ১৫০ শতাংশ শুল্ক’

বিশ্ববাজারে ডলারের আধিপত্য ধরে রাখতে ব্রিকস জোটের দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডলারের বিকল্প অন্য কোনো মুদ্রা চালুর কথা চিন্তা করলেই ১৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। একইসঙ্গে ব্রিকস সদস্যদের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করবেন না বলেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানী ওয়াশিংটন ডিসির রিপাবলিকান গভর্নরের অ্যাসোসিয়েশন এক সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রাম্প।

তিনি বলেন, ব্রিকস ডলারের বাজার ধ্বংসের চেষ্টা করছে। তারা একটি নতুন মুদ্রার প্রচলন করতে চায়। সম্ভবত, চীনা ইউয়ান ব্যবহারে আগ্রহী তারা।

অবশ্য, ট্রাম্পের এ হুঁশিয়ারির পর এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রিকসের সদস্য দেশগুলো।

পশ্চিমা বলয় থেকে নিষ্কৃতি পেতে ২০২৩ সালে ডলারের পরিবর্তে নতুন অভিন্ন মুদ্রা প্রচলনের প্রস্তাব করেন ব্রিকসের সদস্য দেশ ব্রাজিল, চীন, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার নেতারা। আর সেখান থেকেই সূত্রপাত ব্রিকস ও যুক্তরাষ্ট্রের সরাসরি দ্বন্দ্বের।

শুধু ব্রিকসকে হুঁশিয়ারি দিয়ে ক্ষান্ত হননি ট্রাম্প। টিপ্পনি কাটেন কানাডাকেও। তিনি বলেন, অটোমোবাইল, তেল, গ্যাসসহ পুরো দেশের ৯৫ শতাংশ পণ্য যুক্তরাষ্ট্র থেকে নেয় কানাডা। সে হিসেবে কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে গেছে। কানাডার বাসিন্দারা তাদের জাতীয় সংগীত পছন্দ করেন। এ বিষয়ে সামনে আমরা একটি চুক্তি করব। আমার মনে হয়, যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যের জাতীয় সংগীত হিসেবেও কানাডা গানটা আমরা রাখতে পারি।

একইদিন মার্কিন শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন ট্রাম্প। নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেনের মতো যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো হবে বলে আশ্বাস দেন তিনি।

জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
জামায়াত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার

0-0x0-0-0#

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য মঙ্গলবার কার্যতালিকায় থাকবে।

আপিল শুনানির জন্য উপস্থাপনের পর সোমবার বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আবেদনটি উপস্থাপন করেছেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির।

গত ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এ টি এম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দিয়েছেন।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা-হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল জামায়াত নেতা এ টি এম আজহারের বিরুদ্ধে।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ২ নম্বর, ৩ নম্বর এবং ৪ নম্বর অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ পান আজহারুল ইসলাম। এ ছাড়া ৫ নম্বর অভিযোগে অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর ও ৬ নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলে শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। আপিল বিভাগের রায়ে ২, ৩, ৪ (সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে) ও ৬ নম্বর অভিযোগের দণ্ড বহাল রাখা হয়। আর ৫ নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

ওই দিন আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী (প্রয়াত) খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন (প্রয়াত) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। ওই রায়ের রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট আবেদন করেছিলেন এ টি এম আজহারুল ইসলাম। ২৩ পৃষ্ঠার পুনর্বিবেচনার এ আবেদনে মোট ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়।

ওই পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে গত ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এ টি এম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। এছাড়া দুই সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলেছেন। সে অনুসারে আপিল প্রস্তুত করা হয়।

সিংড়ায় বিদ্যালয়ের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ কুরবান আলী, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
সিংড়ায় বিদ্যালয়ের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

নাটোরের সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও অভিভাবকরা।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য দেন এলাকাবাসীর পক্ষে সুলতান আহমেদ, মঈনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আশরাফুল ইসলাম, জমশেদ আলী অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মুনছুর রহমান, আব্দুল জলিল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এলাকাবাসী ও অভিভাবকরা একত্রিত হয়ে একটি কমিটি প্রস্তুত করেছিলাম, সেটা পাঠানোর কথা বলি অথচ প্রধান শিক্ষক তার বিগত দিনের অনিয়ম ও দূর্নীতি আড়াল করতে ফ্যাসিবাদী কায়দায় গত ১৬ এপ্রিল চার সদস্য বিশিষ্ট মনগড়া এডহক কমিটি গঠন করে এনেছে। আমরা দ্রুত এই কমিটি বাতিল করে পূণরায় নতুন কমিটি দেওয়ার দাবি জানাই।

পাঙ্গাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক হোসেন বলেন, আমি উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়কের সাথে পরামর্শ করে ৩জনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করে বোর্ডে পাঠিয়েছি, তারপর আর কিছু জানা নাই।

সিংড়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হলেন ফয়জুন নেছা পুতুল

মোঃ কুরবান আলী, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ
সিংড়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হলেন ফয়জুন নেছা পুতুল

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সিংড়া এর আওতাভুক্ত সিংড়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফয়েজুন নেছা পুতুল।

সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টায় তিনি দায়িত্ব গ্রহণ করেন।

উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ২৮তম সভায় এ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান ও ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ফয়জুন নেছা পুতুল সিংড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সহধর্মিনী।