খুঁজুন
শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২

‘শিশু আছিয়াকে আল্লাহ একান্ত প্রিয় হিসেবে কবুল করুক’

অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ণ
‘শিশু আছিয়াকে আল্লাহ একান্ত প্রিয় হিসেবে কবুল করুক’

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

জামায়াত আমিরবলেন, শিশু আছিয়া ইতিহাসের করুণ সাক্ষী হয়ে আজ দুপুর ১টার দিকে দুনিয়া ছেড়ে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেল। আল্লাহ তায়ালা তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন। জান্নাতে তার জন্য বিশেষ ব্যবস্থা মেহেরবানি করে দান করুন।

‘মানুষ নামের যে পশুরা তাদের পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে মাসুম শিশুটির জীবনের আলো নিভিয়ে দিলো, এ পশুদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সর্বোচ্চ ৯০ দিনের ভেতরে (৯০ কর্মদিবস নয়) এদের শাস্তি কার্যকর করতে হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, মহান রবের দরবারে দোয়া করি, তিনি যেন শিশুটির বাবা-মা ও আপনজনসহ বিবেকবান দেশবাসীকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

‘আসুন, মানুষ নামের এই প্রজাতির পশুদের বিরুদ্ধে আমরা ব্যক্তিগত এবং সামাজিক, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে সোচ্চার হই। ধর্ষকদের ঘৃণা ও বয়কট করি।’

সিরাজগঞ্জে “নারী সমাজের প্রত্যাশা” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে “নারী সমাজের প্রত্যাশা” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

সমঅধিকার নয়, চাই ন্যার্য অধিকার”, এশ্লোগান নিয়ে- “নারী কমিশনের সুপারিশমালা ও নারী সমাজের প্রত্যাশা শীর্ষক” গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

যমুনা আদর্শ নারী সংঘ, সিরাজগঞ্জের আয়োজনে, শুক্রবার ২৩মে বিকেলে সিরাজগঞ্জ শহরের মাড়োয়ারি পট্রিস্থ গুডফুড রেস্টুরেন্টে উক্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যমুনা আদর্শ নারী সংঘ সিরাজগঞ্জের সভানেত্রী আইনজীবী মোছাঃ ইলোরা কাবেরী ইলা এর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন, যমুনা আদর্শ নারী সংঘ সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক ডাঃ রাশিদা বেগম, রাজিয়া সুলতানা, পারভীন খাতুন প্রমুখ এবং অনুষ্ঠান পরিচালনা করেন, মাকছুমা খাতুন বৃষ্টি।

এসময়ে অনুষ্ঠানে পর্দাশীল আইনজীবী, চিকিৎসক,  শিক্ষিকা, গৃহিণী, তরুণী, ও আদর্শবান নারীরা উপস্থিত ছিলেন।

উক্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে বক্তারা বলেন,  “শতকরা ৯০% মুসলিম এই বাংলাদেশে তথাকথিত নারী কমিশনের নারীরা যে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে তা নারী সমাজের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য চরিত্র হরণ করার জন্য এবং মুসলিম আদর্শবান নারীদের তারা হয়তো কিছুই মনে করেন না। মূলত কোরআন-হাদিস বিরোধী সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। কিছু নারীদের বিপথগামী করার জন্য, যৌনকর্মী বানানোর জন্য, উম্মাদনার জন্য এ সংস্কার প্রস্তাব।”

তারা আরও বলেন, “অন্য ধর্মের নারীদের বিপক্ষে এই সাংঘর্ষিক সংস্কার প্রস্তাব জমা দিয়েছে তারা। আমরা তথাকথিত এই সংস্কার প্রস্তাব ঘৃণাকে করি এর তীব্র নিন্দা প্রতিবাদ করি। এসব সাংঘর্ষিক সংস্কার প্রস্তাব মানিনা, তুলে নিন, নইলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবো।”

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে করছেন এমকে ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা।

শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া এলাকায় কারখানার সামনে মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেন তারা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের এপ্রিল মাসসহ দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বারবার আশ্বাস দেওয়া হলেও বেতন পরিশোধ করা হয়নি। শনিবার সকালে কারখানায় এসে দেখতে পান, মালিকপক্ষ কারখানায় তালা ঝুলিয়ে চলে গেছে। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

কারখানার শ্রমিক নাজমুল হাসান জানান, চলতি মাসসহ দুই মাসের বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করেছেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনের উদ্দেশ্যে তারা সকাল থেকে কারখানার ভেতরে জড়ো হচ্ছেন।

আরেক শ্রমিক মজনু জানান, সকালে কারখানার ভেতরে প্রবেশ করে দেখি মালিক পক্ষ ভেতরের গেটের তালা ঝুলিয়ে চলে গেছে। সামনে ঈদ, এপ্রিলসহ দুই মাসের বেতন বকেয়া পড়েছে। কেমনে চলব আমরা?

এমকে ফুটওয়্যার লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার মিজানুর রহমান জানান, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা আগামী দুই দিনের মধ্যে পরিশোধ করা হবে। কারখানাও খুলে দেওয়া হবে। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ গাজীপুরের শ্রীপুর সাব জোন ইনচার্জ মো. আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার ভেতরে জড়ো হচ্ছেন। তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হয়নি। এছাড়া বিল বকেয়া থাকার কারণে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

হাজার হাজার ‘বাংলাদেশি ও নিষিদ্ধ আ’লীগের নেতাকর্মীদের ঢাকায় ফেরত পাঠাবে ভারত !

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫, ১২:২৬ অপরাহ্ণ
হাজার হাজার ‘বাংলাদেশি ও নিষিদ্ধ আ’লীগের নেতাকর্মীদের ঢাকায় ফেরত পাঠাবে ভারত !

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এর এত বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে- বিপুল সংখ্যক বাংলাদেশিকে ফেরত পাঠানো প্রয়োজন বলে মনে করছে ভারত। দেশটি বাংলাদেশ সরকারকে এজন্য জাতীয়তা যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছে।

গত বৃহস্পতিবার (২২ মে) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, “আমাদের এখানে বিপুল সংখ্যক বাংলাদেশি আছেন যাদের ফেরত পাঠাতে হবে। (ডিএনএ ইন্ডিয়া)

তিনি বলেন, আমরা বাংলাদেশকে জাতীয়তা বাছাই করতে বলেছি। আমাদের কাছে ২ হাজার ৩৬০ জনের তালিকা রয়েছে। যাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। তাদের বেশিরভাগ কারাদণ্ড ভোগ করেছে। কিন্তু কয়েকজনের জাতীয়তা বাছাই ২০২০ সাল থেকে থমকে আছে।”

শুধু বাংলাদেশি নয়, যারাই ভারতে অবৈধ উপায়ে প্রবেশ করেছে তাদের সবাইকে আইন অনুযায়ী ফেরত পাঠানো হবে বলে মন্তব্য করেন রণধীর জসওয়াল।

আইন অনুযায়ী যদি ঢাকায় বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়, তাহলে বিশ্লেষকরা মনে করছেন, এর মধ্যে ভারতে অবৈধভাবে আশ্রয় নেওয়া আওয়ামীপন্থীরা ও থাকবে। গত ৫ আগস্ট পতিত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দলটির অনেক নেতাকর্মীও ভারতে অবৈধভাবে আত্মগোপন করে আছে। যদি সত্যিই অবৈধ উপায়ে প্রবেশ করা বাংলাদেশিদের ভারত ফেরত পাঠায়, তাহলে এর মধ্যে অনেক আ.লীগের নেতাকর্মী ও থাকবেন।

এদিকে গত কয়েকদিন ধরে অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারের প্রক্রিয়া ত্বরান্বিত করেছে ভারত। গত মাসে গুজরাটে ১ হাজার জনকে আটক করেছিল দেশটির পুলিশ। যাদের অনেকেই বাংলাদেশি ছিলেন।

এছাড়া ভারত গত কয়েকদিন ধরে আইন ও নিয়মের তোয়াক্কা না করে সীমান্ত দিয়ে অনেককে পুশ ইন করছে। এতে সহায়তা করছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।