ভ্যাপসা গরমে রাজধানীর একাংশে স্বস্তির বৃষ্টি
চলমান ভ্যাপসা গরমে রাজধানীতে যখন হাঁসফাঁস অবস্থা তখন একপশলা বৃষ্টিতে স্বস্তি নেমে এলো জনজীবনে। বৃষ্টির পরিমাণ কম হলেও গরমের তীব্রতা কিছুটা কমেছে। ব্যস এতেই স্বস্তি।
শনিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে আকাশ মেঘলা রূপ ধারণ করে। কিছুক্ষণের মধ্যে শুরু হয় হালকা বৃষ্টি। সঙ্গে বইতে থাকে শীতল বাতাস। এতে জনজীবনে নেমে আসে স্বস্তির আবহ।
এ সময় অনেককে ইচ্ছে করেই বৃষ্টিতে ভিজতে দেখা যায়। তারা জানান, গত কয়েক দিন ধরে গরমের তীব্রতায় তারা অস্থির ছিলেন। হালকা এই বৃষ্টিতে ভিজে তারা আরাম বোধ করছেন।
দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হতে পারে এমন আভাস আবহাওয়া অধিদফতর আগেই দিয়েছিল। ঢাকাসহ সারাদেশেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। একইসঙ্গে জানিয়েছে, তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ সৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। এতে আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়তে পারে।
আপনার মতামত লিখুন