খুঁজুন
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ, ১৪৩১

অনৈতিকভাবে হাতিয়েছেন অর্ধশত কোটি টাকা

টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ যেন অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার টাকা কামানোর মেশিন !

মোঃ কামরুল ইসলাম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৬:০৫ অপরাহ্ণ
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ যেন অধ্যক্ষ আলাউদ্দিন মিয়ার টাকা কামানোর মেশিন !

গাজীপুরে টঙ্গীর আউচপাড়া এলাকা অবস্থিত টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজকে চরম অনিয়ম, দূর্নীতি ও ফেল করানোর ভয় দেখিয়ে শিক্ষার্থীদের নিপীড়নের প্রতীক বানিয়ে তুলেছেন প্রতিষ্ঠানটির বর্তমান বিতর্কিত অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া।

এ বিষয়ে সাম্প্রতিক অনুসন্ধান ও নথি পর্যালোচনা এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সূত্রে উঠে এসেছে আলাউদ্দিন মিয়ার ভয়াবহ দূর্নীতি ও অপতৎপরতার চিত্র।

অনুসন্ধানে জানা গেছে- ২০০৯ সালে স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পৃষ্ঠপোষকতায় বিধিবহির্ভূতভাবে স্কুল কমিটির অভিভাবক সদস্য থেকে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষের পদ বাগিয়ে নেন আলাউদ্দিন মিয়া৷

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে দেদারসে চালিয়ে গেছেন একের পর এক জালিয়াতি, দূর্নীতি, ও অনিয়মের। অদ্যবধি হাতিয়ে নিয়েছেন প্রায় ৫০ কোটি টাকা।

২০১৩ সালে বিদ্যালয়টিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগবিজ্ঞপ্তিতে উল্লেখ ছিলো সহকারী শিক্ষক পদের নিয়োগ। কিন্ত তাদের অনেককেই প্রভাষক পদে নিয়োগ প্রদান করেন আলাউদ্দিন। বেতন স্কেলও দেয়া হয় প্রভাষক সমমানের। কিন্ত ক্লাস নেয়ানো হয় বিদ্যালয়টির স্কুল শাখার।

ওদিকে ২০১৮ সালের পরে বিদ্যালয়টিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগের কোন বিজ্ঞপ্তিই প্রকাশ করেননি অধ্যক্ষ আলাউদ্দিন। তাদের দেয়া হয়নি কোন নিয়োগপত্র। জানা গেছে এসব নিয়োগে কয়েক কোটি টাকা হাতিয়েছেন তিনি। এই অনিয়ম প্রকাশ্যে আসার ভয়ে রেজুলেশন বইও রেখেছেন গায়েব করে৷

সম্প্রতি গাজীপুর জেলা প্রশাসন নোটিশ জারী করে টঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের, নিয়োগবিজ্ঞপ্তি, রেজুলেশন ও নিয়োগপত্র তলব করলেও তা দেখাতে পারেননি আলাউদ্দিন। ফলে গত ২ মাস ধরে প্রতিষ্ঠানটির সকল শিক্ষকদের বেতন বন্ধ রাখা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে।

অনুসন্ধানে বেরিয়ে আসা অধ্যক্ষ আলাউদ্দিনের অন্যতম বড় জালিয়াতি হলো- টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ থেকে এমপিওভুক্ত যেসব শিক্ষক চাকরি ছেড়ে দিয়েছেন বা মারা গেছেন তাদের নাম এমপিও শীট থেকে কেটে না দিয়ে সরকারের সাথে জালিয়াতি করে নিজের মত করে নিয়োগ দিচ্ছেন।

এমন অন্তত ২৫ জন শিক্ষকের নাম এখনও এমপিও শীটে তুলে রেখেছেন আলাউদ্দিন যার মধ্যে মারা গেছেন এমন শিক্ষকও আছেন। সরকারি বিধি অনুযায়ী এমপিও ভুক্ত কোন শিক্ষক চাকরি ছেড়ে দিলে তার বদলে সরকারিভাবে সে পদে নতুন শিক্ষক আসবে। কিন্ত জালিয়াতি করে অধ্যক্ষ আলাউদ্দিন এমপিও শীট থেকে বিদায়ী শিক্ষকদের নাম না কেটে সেখানে অর্থ বাণিজ্যের বিনিময়ে নিজের মতো করে নিয়োগ দেন৷

এছাড়া আলাউদ্দিন মিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে- স্কুল মাঠের জমিতে মার্কেট নির্মাণ করে ৪৪ টি দোকানের প্রতিটি দোকান মূলত বিক্রি করেছেন ৩০-৩৫ লক্ষ টাকায়। কিন্ত দলিল করেছেন ১০/১২ লক্ষ টাকার। এভাবে তিনি ভয়াবহ জালিয়াতি করেছেন স্কুল ও সরকার উভয়ের সাথেই৷ এ খাতে তিনি হাতিয়েছেন কয়েক কোটি টাকা৷

ওদিকে সরকারি খরচে নির্মিত স্কুলের মোজাইক করা কয়েকটি ভবন অপ্রয়োজনীয়ভাবে ভেঙ্গে নিজ স্বার্থে টাইলস বসিয়ে নিজের মন মতো বিল বানিয়ে অর্থ হাতিয়েছেন বলেও অভিযোগ আসে। শুধু তাই নয়, নিজের জন্য বানিয়েছেন রাজদরবার সমতূল্য সুবিশাল অফিস কক্ষ। সেই অফিস কক্ষের সাথে রয়েছে একটি গোপন ঘর যা আয়নাঘর হিসেবে খ্যাত। সেই আয়না ঘরেই নিজের যাবতীয় দূর্নীতির বৈঠকসহ বিভিন্ন অপকর্মের নীলনকশা করেন তিনি৷

মহামারী করোনাকালে স্কুল কলেজ যখন বন্ধ ছিলো তখন শিক্ষকদের বেতন না দিয়ে স্কুলের সৌন্দর্য বর্ধনের নামে সকল ক্লাসকক্ষে রং করিয়েছেন নিজের মত বিল বানিয়ে, যদিও তখন ক্লাসই হচ্ছিলো না।

ওদিকে উন্নয়নের নামে এসব কাজে কোন রকম টেন্ডার না দিয়ে নিজেই গায়ের জোরে বিধিবহির্ভূতভাবে ঠুনকো কাজ দেখিয়ে বিদ্যালয় ফান্ডের মোটা অংকের টাকা সরিয়েছেন। এসব কাজে প্রায় ৮ কোটি টাকা গায়েব করার অভিযোগ আছে আলাউদ্দিনের বিরুদ্ধে।

অধ্যক্ষ আলাউদ্দিনের ভয়াবহ দূর্নীতি ও অপতৎপরতা থেকে রেহাই পায়নি কোমলমতি শিক্ষার্থীরাও। প্রতি বছর দশম শ্রেনীর প্রায় ১০০ পরীক্ষার্থীকে পরিকল্পিতভাবে ৫ থেকে ৮ বিষয়ে ফেল করিয়ে প্রত্যেককে একপ্রকার জিম্মি করে জনপ্রতি ২০ হাজার টাকা করে কোচিং ফি আদায় করেন জালিয়াত অধ্যক্ষ আলাউদ্দিন।

এমনকি ২০ হাজার টাকা না দেয়ায় ফেল করানো হয়েছে এমন অসংখ্য শিক্ষার্থীর আবেদনের নথিও এসেছে প্রতিবেদকের হাতে। এছাড়া গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে জানা গেছে, অধ্যক্ষ আলাউদ্দিনের সহযোগিতায় ও তাকে মাসোয়ারা দিয়ে আবু জাফর আহমেদ ও আমজাদ হোসেন নামের ২জন শিক্ষক সনদ জালিয়াতি করেও স্কুলটিতে বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন।

আর এভাবেই বছরের পর বছর ধরে গোটা টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজকে নিজের জালিয়াতি, দূর্নীতি, ও অনিয়মের আখড়ায় পরিণত করেছেন অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া। অনৈতিকভাবে নিজের প্রভাব খাটিয়ে এভাবেই হাতিয়েছেন কোটি কোটি টাকা।

তাই এ ব্যাপারে অতিদ্রুত তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজকে আলাউদ্দিনের রাহু মুক্ত করার দাবি সচেতন মহলের৷

মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের “পুনর্মিলনী”

মোঃ লিটন মিয়া, টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৬ অপরাহ্ণ
মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের “পুনর্মিলনী”

টাঙ্গাইলে বাসাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৪ (এসএসসি ব্যাচ ১৯৯১-২০০০) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুনর্মিলনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ উপলক্ষে মিরিকপুর গঙ্গাচরণ তপশিলী উচ্চ বিদ্যালয় ও মাঠ প্রাঙ্গণ প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়। একে অপরের সাথে প্রানের মিলনমেলায় অংশ গ্রহণ করে, স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় করে।

কুমুদিনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন(১৯৯১) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক জিতেন্দ্র লাল সরকার, বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মো. হায়দার আলী খান, প্রাক্তন শিক্ষক মো. এরশাদ আলী খান, মো. আরফান আলী খান, জিলমোহন সরকার, জগদীশ চন্দ্র কর্মকার, রহিদাশ কর্মকার, হানিব খান, শ্রীদাম চন্দ্র  গোস্বামী, সুস্তোষ কুমার সরকার।

এসময উপস্থিতি ছিলেন ১৯৯১-২০০০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নরসিংদীর মাধবদীতে চাঁদা না দেওয়ায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

মোঃ আলম মৃধা, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৩ অপরাহ্ণ
নরসিংদীর মাধবদীতে চাঁদা না দেওয়ায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

মাধবদীতে চাঁদা না দেওয়ায় নুর মোহাম্মদ নামে এক টেক্সটাইল মালিককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ (২১ ডিসেম্বর) হত্যার পর গুমের উদ্দেশ্যে লাশ ফেলতে গিয়ে স্থানীয় গ্রামবাসীদের হাতে আটক হয় অভিযুক্তরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

জানা যায়, অটককৃতরা হলো মাধবদী কাঠালিয়া গ্রামের রববানি মিয়ার ছেলে রবিন (২১), একই গ্রামের এবাদুলাল্লাহ হোসেনের ছেলে রুবেল (২২), কোলাতপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আলামিন (৪২), একই এলাকার আব্দুল রশিদ এর ছেলে রকিব হোসেন (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিন, রকিব, আলামিন ও রুবেলসহ বেশ কয়েকজন নুর মোহাম্মদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তবে নিহত ব্যক্তি চাঁদা দিতে অস্বীকার করেন।
এ নিয়ে তাদের সাথে টেক্সটাইল মালিকের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জের ধরে গতকাল শুক্রবার রাতে নূর মোহাম্মদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তাকে পাশের একটি বন্ধ কারখানায় নিয়ে যায়া। এক পর্যায়ে চাঁদা দাবিকারী রুবেল, রকিব, রবিন, আলামিনসহ অজ্ঞাত নামা ব্যক্তিরা নূর মোহাম্মদকে শ্বাসরোধ করে হত্যা করে।

হত্যার পর নিহত নূর মোহাম্মদের লাশ গুমের উদ্দেশ্যে ভোর রাতে বস্তাবন্দি করে নারায়ণগঞ্জের আড়াই হাজার সীমান্তে ফেলে দিতে যায়। লাশ ফেলার সময় স্থানীয় লোকজন দেখে ফেলে। পরে স্থানীয়রা তাদের আটক করে মাধবদী থানা পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে ও ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে পুলিশ হেফাজতে নেয়।

নিহত নুর মোহাম্মদ সদর উপজেলার মাধবদী কাঠালিয়া ইউনিয়নের কোলাতপুর গ্রামের আলকাস মিয়ার ছেলে।

এই হত্যার বিষয়ে জানতে মাধবদী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ নজরুল ইসলামকে সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলে ফোনটি রিসিভ করেননি।

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কাই এক যুবকের মৃত্যু

আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৮:৫১ অপরাহ্ণ
রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কাই এক যুবকের মৃত্যু

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোঃ আপন (২২)নিহত হয়েছে। নিহত আপন কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার মৃত গোলাম মোস্তফার ছেলে। বর্তমানে মগবাজার এলাকায় ভাড়া থাকতো।

শনিবার(২১ ডিসেম্বর)সন্ধ্যা সোয়া ৫টা নাগাদ অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহাগ বলেন, আজ বিকেলের দিকে মগবাজার রেল ক্রসিং পারাপারের সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবকটি।পরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই যুবকটি আর বেঁচে নেই।

তিনি আরও বলে,
আমরা ওই যুবকের পকেটে থাকা কাগজে লেখা মোবাইল নাম্বারে তার পরিবারের সাথে কথা বলে তার নাম পরিচয় জানতে পেরেছি। পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক হোসেন, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।