খুঁজুন
বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র, ১৪৩১

বাজরে আগুন, জিম্মি সাধারণ মানুষ

সিন্ডিকেটে বন্ধ ঢাকা ও চট্টগ্রামের ডিমের আড়ৎ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ণ
সিন্ডিকেটে বন্ধ ঢাকা ও চট্টগ্রামের ডিমের আড়ৎ

সারাদেশে চলছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজার অগ্নিশর্মা। সরকারের তদারকি সংস্থাগুলোর অভিযান ঠেকাতে সিন্ডিকেট করে পাইকারি পর্যায়ে ঢাকার তেজগাঁও ও চট্টগ্রামের পাহাড়তলীতে আড়তের ব্যবসায়ীরা ডিম বিক্রি বন্ধ রেখেছে।

গত রোববার রাত থেকে আড়তে আনা হয়নি কোনো ডিম। ফলে সোমবার সকাল থেকে বিক্রিও বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে খুচরা বাজারে পণ্যটির দাম আরও বেড়েছে। প্রতি ডজন (১২ পিস) ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে রেকর্ড ১৮০ থেকে ১৯০ টাকায়।

এবিষয়ে সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কাওরান বাজার পরিদর্শন শেষে বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পণ্যের সিন্ডিকেট করে যারা দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনো যারা সিন্ডিকেট করে কারসাজির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে যেসব পণ্যের সরবরাহ ঘাটতি আছে সেগুলোর বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। দ্রব্যমূল্যের দাম না কমাকে ব্যর্থতা হিসাবে মনে করেন কিনা প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, না, বাজার নিয়ন্ত্রণ করার জন্য দুই মাস যথেষ্ট সময় নয়। তবে সুষ্ঠু ব্যবস্থাপনা সৃষ্টির মাধ্যমে সবকিছুকেই নিয়ন্ত্রণে আনা হবে।

গত ১৬ সেপ্টেম্বর ফার্মের মুরগির ডিম এবং ব্রয়লার ও সোনালি মুরগির দাম নির্ধারণ করে দেয় সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর। বেঁধে দেওয়া দাম অনুসারে উৎপাদক পর্যায়ে প্রতিটি ডিমের দাম ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা হওয়ার কথা। সে হিসাবে খুচরা পর্যায়ে এক ডজন ডিমের দাম হয় ১৪২ টাকা। কিন্তু খুচরা বাজারে রোববার পর্যন্ত প্রতি ডজন ১৭০ টাকায় বিক্রি হলেও সোমবার ১৮০-১৯০ টাকায় ডিম বিক্রি হয়।

দুই সপ্তাহ ধরে ডিমের বাজারে অস্থিরতা ঠেকাতে মাঠে নামে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যৌক্তিক মূল্যে ডিম বিক্রি না করায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাও করেছে। পাশাপাশি অধিদপ্তর সূত্র জানায়, ফার্ম থেকে প্রতিপিস ১১ টাকায় কিনে পাইকারি আড়তেই ১৫ টাকায় বিক্রি করা হয়েছে। সে কারণে ভোক্তা পর্যায়ে এই ডিম ১৬-১৮ টাকার ওপরে বিক্রি হয়েছে। আর এমন পরিস্থিতি সৃষ্টি করেছে রাজধানীর ২২ জন ব্যবসায়ী। এছাড়া তেজগাঁও ডিম আড়তদারদের কারসাজিতে ২০ দিনে ভোক্তার পকেট থেকে ২৮০ কোটি টাকা লুটে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)।

তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আমানত উল্লাহ জানান, সরকার খুচরা পর্যায়ে ডিমের যে দাম নির্ধারণ করেছে, তার চেয়ে বেশি দাম দিয়ে খামারিদের কাছ থেকে ডিম কিনছেন তারা। এ কারণে বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। উদাহরণ হিসাবে তিনি বলেন, গতকাল (রোববার) রাতে তারা পাইকারিতে ডিম বিক্রি করেছেন প্রতিটি ১২ টাকা ৫০ পয়সা দরে। এই ডিম তারা কিনেছেন ১২ থেকে ১২ টাকা ২০ পয়সা দরে। তিনি জানান, তেজগাঁওয়ে দৈনিক ১৪-১৫ লাখ ডিম আসে। ঢাকায় ডিমের চাহিদা এক কোটি। তেজগাঁওয়ের বাইরে কিছু জায়গায় অনেকে ঠিকই উচ্চ দামে ডিম বিক্রি করছেন। কিন্তু বাড়তি দামে কেনাবেচার কারণে শুধু তাদের দায়ী করা হচ্ছে, অভিযান চালানো হচ্ছে। এজন্য ডিম বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

তিনি বলেন, সরকারের নিয়ম না মানলে জরিমানা ও শাস্তি হতে পারে। তাই এখন বিক্রি বন্ধ রেখে কী করা যায়, সে উপায় খুঁজছি। আজ (সোমবার) ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে গিয়েছিলাম। তবে সেখানে সভা থাকায় কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারিনি।

সোমবার রাজধানীর বেশ কয়েকটি খুচরা বাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, খুচরা পর্যায়ে ফার্মের মুরগির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৮০-১৯০ ও সাদা ডিম ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ফার্মের মুরগির দামও চড়া। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা ও সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০-২৯০ টাকা।

এদিন দুপুরে কাওরান বাজারের চিত্র, এই বাজারের কোনো দোকানে ফার্মের মুরগির বাদামি রঙের ডিম বিক্রি হচ্ছে না। শুধু একটি দোকানে কয়েকটি লাল ও দুই ডজনের মতো সাদা রঙের ডিম পাওয়া গেছে। এসব ডিমের ডজন ১৭০ থেকে ১৮০ টাকা। যদিও সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই লাল ডিমগুলো বিক্রি হয়ে যায়।

পাহাড়তলীতে ডিমের আড়তে তালা:
সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করতে না পারায় চট্টগ্রামের পাহাড়তলীতে সোমবার সকাল থেকে আড়তগুলো বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এ কারণে চট্টগ্রামে ডিমের বাজার আরও অস্থির হয়ে উঠছে। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে উৎপাদন পর্যায় থেকে প্রতিপিস ডিম ১০ টাকা ৫৮ পয়সা করে কিনতে এবং পাইকারিতে সেটি ১১ টাকা ১ পয়সা করে বিক্রি করতে। কিন্তু উৎপাদন পর্যায় থেকে ডিম কিনতে খরচ পড়ছে ১৩ টাকা ১০ পয়সা থেকে ১৫ পয়সা। খুচরা পর্যায়ে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকায়। সরকারের বেঁধে দেওয়া দামে ক্রয়-বিক্রয় করতে না পারায় আড়ত বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া দামে ডিম ক্রয় ও বিক্রি করা যাচ্ছে না।

তবে খুচরা ব্যবসায়ীরা বলেন, ডিমের আড়তদাররা বাজার নিয়ন্ত্রণ করতে ও ডিমের দাম বাড়াতে আড়তগুলো বন্ধ রেখেছে। এতে ভোক্তাপর্যায়ে ডিমের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া তারা (আড়তদাররা) প্রশাসনকে অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

পাহাড়তলী বাজারের আড়তদার কামরুল হুদা গণমাধ্যমে বলেন, আমরা ডিমের ব্যবসা নিয়ে উভয় সংকটে আছি। উৎপাদন পর্যায় থেকে ডিম ক্রয় করলে রসিদও দেওয়া হচ্ছে না। ভোক্তা অধিকার থেকে আমাদের কাছে ক্রয়ের রসিদ চায়। আমরা কীভাবে ক্রয়ের রসিদ দেব? রসিদ না থাকায় আমাদের জরিমানা করা হচ্ছে। কিন্তু উৎপাদন পর্যায়ে যে বেশি টাকা রাখছে। সেটি ভোক্তা অধিকার শোনে না। ডিম ক্রয় করতে না পারায় আমাদের আড়তগুলো আপাতত বন্ধ রাখছি।

ড.খলিলুর রহমান নিয়োগ পেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে

মোঃ মাহফুজুর রহমান, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১২:২৩ অপরাহ্ণ
ড.খলিলুর রহমান নিয়োগ পেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে

রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োগদান করা হয়েছে।

তিনি রোহিঙ্গা সমস্যা ইস্যুর উচ্চ প্রতিনিধি হিসেবে তার দায়িত্ব পালনে বহাল থাকবেন। উপরন্তু, তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত তার দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে সহায়তা করবেন। এখন তার পদবি হবে “রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা”।

অন্তর্বর্তী মন্ত্রী পরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

ড. খলিলুর রহমান বলেন “মাননীয় প্রধান উপদেষ্টার অব্যাহত আস্থা ও বিশ্বাসের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমার দায়িত্বের গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত এবং আমাদের জাতীয় স্বার্থ সমুন্নত রাখার এবং এগিয়ে নেওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব”।

ড. খলিলুর রহমান ১৯৭৭ সালে স্বাধীনতার পর প্রথম নিয়মিত সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জনের পর ১৯৭৯ সালে বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) বিভাগে যোগদান করেন।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯১ সালে জাতিসংঘ সচিবালয়ে বিশেষ উপদেষ্টা হিসেবে যোগদান করেন এবং পরবর্তী ২৫ বছর ধরে জাতিসংঘের বিভিন্ন উচ্চপদস্থ পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নভেম্বরে তিনি উপদেষ্টার মর্যাদা এবং সুযোগ-সুবিধাসহ রোহিঙ্গা সমস্যা বিষয়ক উচ্চ প্রতিনিধি হিসেবে নিযুক্ত হন।

ডঃ খলিলুর রহমান ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৮০-৮৩ সালে তিনি ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, টাফ্টস বিশ্ববিদ্যালয় এবং কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কূটনীতিতে এমএ এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

সিংড়ায় ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বানে সমাবেশ

মোঃ কুরবান আলী সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ
সিংড়ায় ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বানে সমাবেশ

নাটোরের সিংড়ায় ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সিংড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের তৌহিদী জনতার উদ্যোগে চলনবিল গেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক রবিউল করিম খোকন, হাফেজ ওমর ফারুক, মাওলানা রুহুল আমিন প্রমুখ।

সমাবেশ শেষে ইসরায়েলী পণ্য বর্জনের লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পাইকগাছায় রাশেদুজ্জামানের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মোঃ রেজাউল ইসলাম, খুলনা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ
পাইকগাছায় রাশেদুজ্জামানের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আজ খুলনার পাইকগাছায় গদাইপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র নতুন বাজার নামক স্থানে রাশেদুজ্জামান রাশেদের উপর সন্ত্রাসী হামলা ও আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন পাইকগাছায় ১ এপ্রিল রাড়ুলী ইউনিয়নের আওয়ামী লীগের দোসর ও কতিপয় চিহিৃত সন্ত্রাসীরা গদাইপুর ইউনিয়নের রাশেদুজ্জামান রাশেদ সহ ছাত্রদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্যেশ্যে মারাত্মক জখম করে।

বুধবার বিকালে গদাইপুর ইউনিয়নের ব্যানারে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র নতুন বাজারে পাইকগাছা – খুলনা সড়কে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ বদিউজ্জামান সরদার, পাইকগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সরদার ফারুক আহমেদ, শেখ বেনজীর আহমেদ লাল, মোঃ আয়ুব আলী,প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, মাষ্টার বাবর আলী গোলদার,মোঃ জামিলুর রহমান রানা, মোঃ মোস্তফিজুর রহমান লিপটন,মোঃ মোখলেছুর রহমান কাজল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রাশেদ জনি, ইউপি সদস্য আবু হাসান,মোঃ সুজায়েত গাজী, মোঃ নাজমুল হাসান, মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ আল আমিন, মোঃ মিজানুর রহমান, জবেদ আলী গাজী, মোঃ জসিম প্রমুখ।