সিরাজগঞ্জে উৎসব মূখর পরিবেশে পৌর ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর এলাকার ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে শুক্রবার (১১ এপ্রিল) বিকালে সিরাজগঞ্জ পৌর এলাকার রানীগ্রাম মক্তোব মাঠে উক্ত যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোঃ মকবুল হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ ইমতাজ আলী কুমকুম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং সাবেক ভিপি শামীম খান এবং কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য মিলন ইসলাম খান।
সার্বিক সহযোগিতা ছিলেন, শহর বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম।
এসময়ে মতবিনিময় সভা অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন হাজার হাজার নারী-পুরুষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় সিরাজগঞ্জ পৌর এলাকার ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করার লক্ষ্যে উপস্থিত ২ টি ওয়ার্ডের একাধিক সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা তাদের জীবন বৃত্তান্ত এবং পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে ১৭ বছরে নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, মামলায় পড়েছেন, কারাভোগ করেছেন তাদের বিভিন্ন মামলার নথির কপি সহ অন্যান্য কাগজ-পত্র সম্মেলন প্রস্তুত কমিটি কাছে জমা দেন।
আপনার মতামত লিখুন