খুঁজুন
বুধবার, ৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ, ১৪৩২

‘দুই হাজার মানুষ শুধু নির্বাচনের জন্য জীবন দেননি’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ণ
‘দুই হাজার মানুষ শুধু নির্বাচনের জন্য জীবন দেননি’

দুই হাজার মানুষ শুধু নির্বাচনের জন্য জীবন দেননি বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

তিনি বলেছেন, পরিবারের সদস্যদের কথা চিন্তা না করে দুই হাজার মানুষ জীবন দিয়েছেন শুধু একটি নির্বাচনের জন্য নয়। তাহলে বিগত ১৬ বছরে সব মানুষ একসঙ্গে রাজপথে নেমে যেত। এ মানুষগুলো একসঙ্গে নেমেছে যখন খুনি হাসিনার করাপটেড প্রত্যেকটি সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছিল। মানুষ প্রতিটি জায়গায় মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। সাধারণ মানুষের সেবা পেতে দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছিল। মানুষকে টাকা দিতে হতো, সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল, তখন সামগ্রিক সিস্টেমের বিরুদ্ধে ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমেছে। ১৬ বছরে যে সমাধানটি রাজনৈতিকভাবে হওয়ার কথা ছিল, যে খুনি হাসিনার পতন রাজনৈতিকভাবে হওয়ার কথা ছিল, সেই খুনি হাসিনার পতন হয়েছে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে।

আগামী নির্বাচন নিয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন নিয়ে তিনি বলেন, আমাদের জায়গা থেকে আমরা মনে করি, অন্তর্বর্তী সরকারকে তিন, চার, পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা বলছি না। আবার কেউ যদি বলে ছয় মাস, এর মতো অযৌক্তিক কোনো কথাও হতে পারে না। অন্তর্বর্তী সরকারের কাছে ১০০ দিনে যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে এ সরকারের অবস্থান আরও ভালো হতো।

তিনি আরও বলেন, বাজারে গেলে সাধারণ মানুষ চাহিদা মতো কেনাকাটা করতে পারে না। বাজার সিন্ডিকেটগুলো হাত বদল হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) রাতে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক সানু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মাহিম সরকার, টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন, মো. কামরুল ইসলাম, আল আমিন সিয়ামসহ অনেকে উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলার উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৪-২৫ খ্রিঃ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” (পার্টনার) প্রকল্পের আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়।

বুধবার (৭ মে) সকাল হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া অঞ্চল, বগুড়ার সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত  উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মশকর আলী, সাবেক উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আরশেদ আলী, সাবেক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমান প্রমুখ।  এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত।

   এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্তা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সাইদী রহমান, কৃষিবিদ মারুফা আক্তার প্রমুখ।  অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পার্টনার প্রকল্পের ৩০ জন পিএফএস সদস্য, ৩০ জন নন পিএফএস সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও বেসরকারী সংস্থার প্রতিনিধিসহ সর্বমোট ১০০ জন।

উক্ত পার্টনার কংগ্রেসের উদ্দেশ্য পিএফসএস-এ প্রশিক্ষিত কৃষকদের প্যাকেজ প্রযুক্তিগুলোর জ্ঞান, দৃষ্টিভঙ্গী ও ধারণা প্রকল্প এলাকার অন্যান্য নন-পিএফএস কৃষক-কৃষাণীদের মধ্যে ছড়িয়ে দেয়া। উদ্ভাবিত নতুন প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি-পন্য মূল্য শৃঙ্খল তৈরী ইত্যাদি গ্রহণ করানোর কার্যকর ব্যবস্থা করা। সকল পিএফএসকে র্ফামার সার্ভিস সেন্টারে পরিণত করার যাবতীয় সাংগঠনিক দক্ষতা প্রদান করা। পার্টনার প্রযুক্তি ও কলাকৌশলসমূহের টেকসহিতা প্রদান করা। দিন ব্যাপী এই অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশের মাধ্যমে সমাপ্ত করা   হয়।

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আজ ৭ই মে (বুধবার)খুলনার পাইকগাছা উপজেলার বোয়ালিয়া ব্রিজের সংযোগ সড়কে সকালে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেলের আরোহী উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামের মোঃ ফিরোজ মোড়ল(২৫) নিহত হয়েছে।

জানা যায়, নিহতের পিতা মোঃ ইসলাম মোড়ল (ভুট্টো) একজন দিনমজুর। দুর্ঘটনার পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

কিন্তু নিহত মোঃ ফিরোজ মোড়ল এর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মা’রা গেছেন। এর রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ নিহতের বাড়িতে দাফনের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে শিক্ষক নিহত

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ
জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে শিক্ষক নিহত

শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুজন সাহা (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) আনুমানিক দুপুর ১২টার দিকে শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ মধ্যপাড়া গ্রাম মনোহরবাজার হরিসভা সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত সুজন সাহা ওই গ্রামের মৃত হরিদাস সাহার ছেলে। তিনি শরীয়তপুর পৌরসভার আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী (আইসিটি)শিক্ষক ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়,সুজন সাহারা তিন ভাই, অঞ্জন সাহা ও চঞ্চল সাহার সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার শান্তি সাহার জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলছে। ঝামেলা ওলা জমিতে বেড়া দেওয়া ও গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের আঘাতে মাথায় গুরুতর জখম হয় সুজন সাহার। স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে বিকাল ৩টার দিকে সুজন সাহা মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সুজন সাহার ভাই অঞ্জন সাহা বলেন, ‘শান্তি সাহার সঙ্গে আমাদের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। শান্তি সাহা বিরোধপূর্ণ জমিতে বেড়া দেন এবং আমাদের গাছ কেটে নিয়ে যান। এর প্রতিবাদ করায় শান্তি সাহা, শান্তি সাহার ছেলে সুদর্শন সাহা, ভাতিজা সনদ সাহা ও ভাইয়ের স্ত্রী শংকুরি সাহা মিলে আমার ভাই সুজন সাহাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’

পালং মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. আবির হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।