খুঁজুন
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ, ১৪৩২

৯২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম নির্মাণ করবে সৌদি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ণ
৯২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম নির্মাণ করবে সৌদি

এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। ইতোমধ্যে সেই লক্ষ্যে কাজ শুরু করেছে দেশটি। গত বছর অক্টোবরে একক বিডার হিসেবে শুধু মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটির নাম এসেছিল। চলতি বছরের শেষ দিকে ফিফা কংগ্রেসে ২০৩৪ বিশ্বকাপের স্বাগতিক দেশের নাম ঘোষণা করা হবে।

তার আগেই বিশাল উদ্যোগ নিয়েছে সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ)। কিং সালমান স্টেডিয়াম নিয়ে মহা পরিকল্পনার কথা জানিয়েছে তারা।

মূলত, সৌদির ফ্ল্যাগশিপ প্রকল্প ভিশন ২০৩০ এর আওতায় হবে এ স্টেডিয়াম। ৯২ হাজার আসনের এই ভেন্যু হবে সৌদির সর্বোচ্চ দর্শক ধারণক্ষমতার। গতকাল (সোমবার) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ।

সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল মিশেহাল বলেন, বিশ্ববাসীর জন্য সৌদির আরবের অগ্রগতির সাক্ষী হওয়ার আমন্ত্রণ ২০৩৪ বিশ্বকাপ। এর মাধ্যমে আমাদের সংস্কৃতি জানতে পারবেন। ফ্যানদের দারুণ এক অভিজ্ঞতা দিতে সর্বাত্মক ব্যবস্থা করা হবে।

প্রকৃতি আর প্রযুক্তির দারুণ মিশেলে এর ডিজাইন করেছে বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান পপুলাস। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণও হয়েছে তাদের হাত ধরে। দূষণ ও ব্যয় কমাতে থাকবে প্রাকৃতিক শীতাতপ ও বিদ্যুত সাশ্রয়ী প্রযুক্তি।

এই ফুটবল স্টেডিয়ামে থাকবে ইনডোর স্পোর্টস হল, অলিম্পিক সাইজের পুল, বাগান, অ্যাথলেটিক্স ট্র্যাক, ফ্যান জোন, অ্যাকুয়াটিক সেন্টার আর স্টেডিয়ামের ছাদে হাঁটার ব্যবস্থা। যেখান থেকে সংযুক্ত কিং আব্দুল আজিজ পার্কের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শকরা।

মূলত, এটি ব্যবহৃত হবে সৌদি আরবের ফুটবল দলের ক্যাম্প হিসেবে। নিরবিচ্ছন্ন অনুশীলনের জন্য থাকবে একাধিক ট্রেনিং গ্রাউন্ড। পরবর্তীতে যুক্ত করা হবে ভলিবল, বাস্কেটবল ও প্যাডেল কোটও।

জানা গেছে, কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই স্টেডিয়াম পুরোপুরি চালু হবে ২০২৯ সালের শেষ নাগাদ। ঘরোয়ার পাশাপাশি আঞ্চলিক টুর্নামেন্টের ভেন্যু হবে এটি। আর ২০৩৪ বিশ্বকাপ দিয়ে পাবে পূর্ণতা।

বিনামূল্যে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান

ক্যান্টনমেন্ট থানায় শ্রমিক কল্যান ফেডারেশন’র আত্মকর্মসংস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ
ক্যান্টনমেন্ট থানায় শ্রমিক কল্যান ফেডারেশন’র আত্মকর্মসংস্থান কর্মসূচি

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় সেলাই মেশিন ও কর্মসংস্হানের জন্য নগদ অর্থ ও সেলাই মেশিন প্রদান করেছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা মো. মহিব্বুল্লাহ।

ক্যান্টনমেন্ট থানা কর্তৃক আয়োজিত আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোগতাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক পুঁজি প্রদান অনুষ্ঠানে মাও.মহিবুল্লাহ বলেন, এদেশে অনেক ক্ষেত্র রয়েছে, যেই ক্ষেত্র সমুহ সঠিকভাবে কাজে লাগাতে পারলে অসংখ্য শ্রমিকদের চাকুরি প্রদান ও কাজে লাগানো সম্ভব। আমরা লক্ষ্য করছি এক শ্রেনী এসকল ক্ষেত্র সমুহকে চাঁদাবাজি, দখলবাজি করে মুষ্টিমেয় কিছু লোক তাদের আখের গোছানোর চেষ্টা করছে।

তিনি বলেন, কেবলমাত্র সৎ, যোগ্য লোকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব আসলে এসকল ক্ষেত্র শ্রমিকদের কল্যানে কাজে লাগানো যাবে, ইনশাআল্লাহ। আর সেই লক্ষ্যেই আমাদের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. মহিব্বুল্লাহ বলেন, মহান আল্লাহ ধনিদের সম্পদে দুস্থ মানুষের অধিকার রেখেছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অপরিহার্য। এদেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কেউ অসহায় ও দরিদ্র থাকবেনা। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতে একটি কল্যানমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল মেহনতি মানুষকে শ্রমিক কল্যান ফেডারেশনের পতাকাতলে ঐক্য বদ্ধ থাকতে আহ্বান জানান তিনি।

থানা সভাপতি মোঃ নাজিবুর রহমানের সভাপতিত্বে ও থানা সহ-সভাপতি মোঃ ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সাইফুল ইসলাম, থানার সাবেক সভাপতি আব্দুর রহমান, থানার অর্থ ও প্রচার সম্পাদক সৈয়দ মোঃ মাহাবুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ কামরুল হাসান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ নাজিবুর রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

রায়গঞ্জে সাংবাদিকের ওপর হামলা একমাসেও অপরাধী গ্রেফতার হয়নি

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১:০৫ পূর্বাহ্ণ
রায়গঞ্জে সাংবাদিকের ওপর হামলা একমাসেও অপরাধী গ্রেফতার হয়নি

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিক শাহীন খানের ওপর হামলার ঘটনায় দীর্ঘ এক মাস পার হলেও কোনো হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সচেতন মহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একইসঙ্গে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমাজের সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা।

শাহীন খান রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একই উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামের আব্দুল বারিক খানের ছেলে। 

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে আহত সাংবাদিকের ভাই শামীম উদ্দিন খান তার ভাইয়ের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা  মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেন। 

ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে গত ১৫ মার্চ বেলা ১১ টার দিকে গভীর নলকূপ দেখাশোনা কালে পাশ্ববর্তী শ্যামগোপ গ্রামের শাহ পরান (২৫), রফিকুল ইসলাম (৪০), সজিব হোসেন (২০), শের আলী (৪৩), ইউসুফ আলী (৩৫) ও সুজন হোসেনসহ (২০) আরও ৭-৮ জন শাহীন খানকে লাঠিসোঁটা নিয়ে এলোপাথাড়িভাবে পিটিয়ে হাত-পা ভেঙে ধান ক্ষেতে ফেলে রাখে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর চিকিৎসকের পরামশ্রে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা নেয়ার পর গত শুক্রবার তাকে বাড়িতে আনা হয়েছে। 

তিনি আরও বলেন, এই হামলার ঘটনায় ১৬ মার্চ জড়িত বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। উল্টো আমাদের বিরুদ্ধে হামলাকারীরা ভাংচুর ও লুটপাটের অভিযোগ এনে মিথ্যা একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। তারা তদন্তপূর্বক এই মামলা প্রত্যাহার ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এদিকে অভিযুক্ত শাহ পরান গংদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ওই হামলার ঘটনায় আসামিরা জামিনে রয়েছে। এ জন্য তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। ওই ঘটনায় একই দিনে উভয়পক্ষের দুটি মামলা হয়েছে। যার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।

নাটোরের সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

মোঃ কুরবান আলী, সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১:০৩ পূর্বাহ্ণ
নাটোরের সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় সিংড়া উপজেলা মডেল মসজিদে সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের আয়োজনে সিংড়া উপজেলা থেকে হজ্ব গমন ইচ্ছুক হাজী সাহেবদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা: মহিবুল হাসান।

সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মহসিন আলমের সঞ্চালনায় আলোচনা রাখেন সিংড়া জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস মুফতী আব্দুল্লাহ আল মাদানী।

এসময় বক্তব্য দেন সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাওলানা আলী আকবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত।

উল্লেখ্য, এ বছর সিংড়া উপজেলা থেকে ২১৬ জন পবিত্র হজ্জ পালন করবেন।

হাজী সমাবেশ শেষে মাওলানা আলী আকবরকে সভাপতি, আলহাজ্ব আনোয়ার সাদাতকে সাধারণ সম্পাদক ও আলহাজ্ব মহসিন আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক করে সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়। এছাড়া আলহাজ্ব মাওলানা সাদরুল উলাকে সভাপতি ও আলহাজ্ব আব্দুস সোবহানকে সাধারণ সম্পাদক করে সংগঠনের পৌর কমিটি গঠন করা হয়।