খুঁজুন
বুধবার, ৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ, ১৪৩২

‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ
‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’

নির্বাচন কমিশনকে (ইসি) অগাধ ক্ষমতা দেওয়া থাকলেও সেটার ঠিকঠাক প্রয়োগ হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, নির্বাচন কমিশনকে সংবিধান ও আদালতের মাধ্যমে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু সেই ক্ষমতা প্রয়োগে সমস্যা ছিল। এই সমস্যা দূর করতে হবে।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের নেতৃত্বে ইসির প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন ড. বদিউল আলম মজুমদার।

সংস্কার কমিশনের প্রধান বলেন, নির্বাচন কমিশনের (ইসি) সচিবের নেতৃত্বে কর্মকর্তাদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি। তারা আগে নির্বাচন করেছেন, ভবিষ্যতেও করবেন। তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। কী বিষয়ে আমাদের মনযোগ দেওয়া দরকার এবং অগ্রাধিকার দেওয়া দরকার, সে মতামত নিয়েছি আমরা। খুব ভালো আলোচনা হয়েছে। তারা অনেকগুলো বিষয় আলোকপাত করেছেন। সুস্পষ্ট বিষয়ে আমাদের তারা লিখিত দেবেন। আলোচনা ফলপ্রসূ হয়েছে।

তিনি বলেন, আইনকানুন, বিধিবিধান যেগুলো আরও শক্তিশালী করা দরকার, কমিশনের কার্যকারিতা কীভাবে বাড়ানো যায়, সেগুলোর ব্যাপারে তাদের পরামর্শ ছিল। মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ যারাই নির্বাচনে দায়িত্ব পালন করে, তারা যেন আরও সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, একটা বিষয় সুস্পষ্টভাবে এসেছে, সেটা হলো আমাদের আইনকানুন বিধিবিধানের কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো দূর করা দরকার। কিন্তু, সবচেয়ে বড় সমস্যা হলো প্রয়োগ।

তিনি বলেন, ইসিকে সংবিধান ও আদালতের মাধ্যমে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। আপিল বিভাগের একটা রায়ে বলা হয়েছে, নির্বাচন কমিশনের অন্তর্নিহীত ক্ষমতা আছে। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা বিধিবিধানের সঙ্গে সংযোজনও করতে পারে। অগাধ ক্ষমতা দেওয়া ছিল, তবে এটা প্রয়োগের ক্ষেত্রে সমস্যা ছিল। এই সমস্যাটা দূর করতে হবে।

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৮:০৭ অপরাহ্ণ
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আজ ৭ই মে (বুধবার)খুলনার পাইকগাছা উপজেলার বোয়ালিয়া ব্রিজের সংযোগ সড়কে সকালে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মোটরসাইকেলের আরোহী উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী গ্রামের মোঃ ফিরোজ মোড়ল(২৫) নিহত হয়েছে।

জানা যায়, নিহতের পিতা মোঃ ইসলাম মোড়ল (ভুট্টো) একজন দিনমজুর। দুর্ঘটনার পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

কিন্তু নিহত মোঃ ফিরোজ মোড়ল এর অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মা’রা গেছেন। এর রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ নিহতের বাড়িতে দাফনের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে শিক্ষক নিহত

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৪:৫৮ অপরাহ্ণ
জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে শিক্ষক নিহত

শরীয়তপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুজন সাহা (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) আনুমানিক দুপুর ১২টার দিকে শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ মধ্যপাড়া গ্রাম মনোহরবাজার হরিসভা সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত সুজন সাহা ওই গ্রামের মৃত হরিদাস সাহার ছেলে। তিনি শরীয়তপুর পৌরসভার আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী (আইসিটি)শিক্ষক ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়,সুজন সাহারা তিন ভাই, অঞ্জন সাহা ও চঞ্চল সাহার সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার শান্তি সাহার জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলছে। ঝামেলা ওলা জমিতে বেড়া দেওয়া ও গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের আঘাতে মাথায় গুরুতর জখম হয় সুজন সাহার। স্বজনরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে বিকাল ৩টার দিকে সুজন সাহা মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সুজন সাহার ভাই অঞ্জন সাহা বলেন, ‘শান্তি সাহার সঙ্গে আমাদের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। শান্তি সাহা বিরোধপূর্ণ জমিতে বেড়া দেন এবং আমাদের গাছ কেটে নিয়ে যান। এর প্রতিবাদ করায় শান্তি সাহা, শান্তি সাহার ছেলে সুদর্শন সাহা, ভাতিজা সনদ সাহা ও ভাইয়ের স্ত্রী শংকুরি সাহা মিলে আমার ভাই সুজন সাহাকে পিটিয়ে মেরে ফেলেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’

পালং মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. আবির হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

রাশিয়ার জন্য ২০২৬ বিশ্বকাপ হতে পারে যুদ্ধ বন্ধের ‘প্রণোদনা’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ণ
রাশিয়ার জন্য ২০২৬ বিশ্বকাপ হতে পারে যুদ্ধ বন্ধের ‘প্রণোদনা’

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ রাশিয়ার জন্য ইউক্রেন যুদ্ধ বন্ধের একটি কার্যকর “প্রণোদনা” হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর থেকে দেশটির জাতীয় ফুটবল দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে ফিফা ও উয়েফা।

ফলে বর্তমান নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে রাশিয়ার খেলার কোনো সুযোগ নেই।

তবে সম্প্রতি ট্রাম্প তার প্রশাসনের ২০২৬ বিশ্বকাপ প্রস্তুতি টাস্কফোর্সের প্রথম বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাশিয়ার জন্য বিশ্বকাপের মঞ্চ হতে পারে যুদ্ধ বন্ধের একটি রাজনৈতিক প্রণোদনা।

বিশ্বকাপের মঞ্চে শান্তির বার্তা?

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে ট্রাম্প বলেন, “আমি জানতাম না রাশিয়া নিষিদ্ধ। এটা তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ”

ইনফান্তিনো উত্তরে বলেন, “হ্যাঁ, আপাতত তারা নিষিদ্ধ। তবে আমরা আশা করি, ভবিষ্যতে শান্তি আসবে, এবং তখন রাশিয়াও খেলায় ফিরতে পারবে। ”

ট্রাম্প বলেন, “হতে পারে, এটা ভালো একটি প্রণোদনা—আমরা চাই যুদ্ধ থামুক। প্রতি সপ্তাহে প্রায় পাঁচ হাজার তরুণ নিহত হচ্ছে। এটা যেন বিশ্বাসই করা যায় না। ”

এর আগে, নির্বাচনী প্রচারে ট্রাম্প জানিয়েছিলেন, ২০২৪ সালের নির্বাচনে জিতলে অফিসে প্রথম দিনই ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন তিনি।

বিশ্বকাপ শেষে সবাইকে ফিরতে হবে: ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রে আসা লাখ লাখ দর্শনার্থীর প্রতি এক সতর্কবার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তিনি বলেন, “আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে সমর্থকদের স্বাগত জানাতে প্রস্তুত। তবে খেলা শেষ হলে সবাইকে নিজের ঘরে ফিরে যেতে হবে। ”

২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আয়োজক দেশ হিসেবে ভিসা প্রক্রিয়া ও নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে নানা পদক্ষেপ নিচ্ছে মার্কিন কর্তৃপক্ষ।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, “ফিফা ক্লাব বিশ্বকাপ উপলক্ষে আমরা ভিসা প্রক্রিয়া শুরু করেছি। এটি মূল বিশ্বকাপের প্রস্তুতিরই অংশ। ”

বিশ্ব ট্যুরিজম ফোরাম ইনস্টিটিউট ইতিমধ্যে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি এবং বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা দর্শনার্থীদের আগমনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।