ব্রাসেলসে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানালো বাংলাদেশ
ফিলিস্তিন সঙ্কট সমাধানে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
ব্রাসেলসে ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধান নীতি বাস্তবায়নের জন্য গ্লোবাল অ্যালায়েন্সের ব্রাসেলস ফলো-আপ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম এশিয়া) শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধান নীতি বাস্তবায়নের জন্য গ্লোবাল অ্যালায়েন্সের ব্রাসেলস ফলো-আপ মিটিংয়ে অংশগ্রহণ করে। কয়েক দশক ধরে ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাতের একটি ন্যায্য এবং স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাকে জোরদার করার জন্য এই বৈঠক আহ্বান করা হয়।
মহাপরিচালক ১৯৬৭ সালের সীমানার ওপর ভিত্তি করে দুটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি রাজনৈতিক, নিরাপত্তা এবং জবাবদিহিতার পরিপ্রেক্ষিতে বাস্তব পদক্ষেপগুলো খুঁজে বের করার জন্য গ্লোবাল অ্যালায়েন্সের উদ্যোগের প্রশংসা করেন। এই এজেন্ডা বাস্তবায়নে বহুপাক্ষিক কূটনৈতিক উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।
ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও আত্মনিয়ন্ত্রণকে বৈধতা ও ক্ষমতায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নিশ্চিত করে বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণকারী সদস্য দেশগুলোকে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি ত্বরান্বিত করার আহ্বান জানায়।
প্রতিনিধি দল ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপন কার্যক্রম বন্ধ এবং অসলো চুক্তির বাধ্যবাধকতা পূরণের জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানিয়েছে।
প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের দ্বারা যে কোনও ভেটোকে নিরুৎসাহিত করতে তাদের প্রভাবকে কাজে লাগানোর আহ্বান জানায়, যা গাজা যুদ্ধের স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি উদ্যোগ গ্রহণ করতে পারে।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দল দীর্ঘস্থায়ী সংঘাত সমাধানে ন্যায়বিচার, ন্যায়পরায়ণতা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার অটল প্রতিশ্রুতি এবং ফিলিস্তিনি জনগণের সাথে বাংলাদেশের স্থায়ী সংহতি ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য সুদৃঢ় সমর্থনকে পুনর্ব্যক্ত করেছে।
আপনার মতামত লিখুন