খুঁজুন
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ, ১৪৩১

প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করা হয়েছে। আজ রবিবার শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য ড. ইউনূসের কাছে শ্বেতপত্রটি তুলে দেন। আগামীকাল সোমবার প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন আমাদের জন্য একটা ঐতিহাসিক দলিল। আর্থিকখাতে যে ধরনের ঘটনা ঘটেছে, তা ছিল একটা আতংকিত হওয়ার মতো বিষয়। আমাদের সামনে এ ঘটনা ঘটেছে, কিন্তু কেউ এটা নিয়ে কথা বলিনি।

জানা গেছে, প্রতিবেদনে বিগত ১৫ বছরে অর্থনৈতিক কর্মকাণ্ড, সরকারের নানামুখী উদ্যোগ, উন্নয়ন প্রকল্পে প্রশ্নবিদ্ধ অর্থ ব্যয়, বিদেশি ঋণের অর্থ ব্যবহার, আর্থিক তথ্যে গরমিল, ব্যাংক খাতের লুটপাট, জিডিপি-মূল্যস্ফীতির তথ্যে নয়-ছয় তুলে ধরা হয়েছে। একইসঙ্গে বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা ও রাজস্ব আহরণে পদক্ষেপের বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।

এছাড়া সংকট থেকে উত্তরণের পদক্ষেপও সুপারিশ করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে সেই মাসের ২৮ তারিখ দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে ১২ সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। এই কমিটিকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে টিআরইউবি সদস্যদের শুভেচ্ছা বিনিময়

আব্দুল্লাহ আল মোত্তালিব,স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ণ
বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে টিআরইউবি সদস্যদের শুভেচ্ছা বিনিময়

ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন বাংলাদেশ (টিআরইউবি) কার্যকরী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান ইয়াসিন।

মঙ্গলবার (৭জানুয়ারি)সকালে রাজধানীর বনানীস্থ বিআরটিএ সদর দফতরে চেয়ারম্যান ইয়াসিন-এর কার্যালয়ে অনুষ্ঠিত এই সংক্ষিপ্ত আয়োজনে টিআরইউবি’র সদস্যরা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা প্রদান ও সংক্ষিপ্ত মতবিনিমিয় আয়োজনে বিআরটিএ’র চেয়ারম্যান ইয়াসিন এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিতরা বিআরটিএ’র বিভিন্ন সেবা, সড়ক নিরাপত্তা,পরিবহন খাতের উন্নয়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বিআরটিএ-এর কার্যক্রমকে আরও স্বচ্ছ, উন্নত ও জনগণের জন্য আরও কার্যকরী করার বিষয়ে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এসময় বিআরটিএ চেয়ারম্যান ইয়াসিন বলেন, আমি যে দায়িত্ব নিয়েছি, তা সঠিকভাবে পালন করতে আমি সবসময় প্রস্তুত। আমাদের লক্ষ্য হলো সড়ক পরিবহন খাতের সেবা আরও উন্নত করা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিআরটিএ’কে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা। আমি আশা করি, ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন আমাদের সার্বিক সহযোগিতা করবে এবং আমরা একসাথে কাজ করব।

তিনি আরও বলে, আমি যোগদানের পর ইতোমধ্যে নিরবিচ্ছিন্নবাবে গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার ব্যবস্থা করেছি। বিআরটিএর কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনয়নসগ জনসম্পৃক্ততা বৃদ্ধিতে নিয়মিতভাবে গনশুনানীর আয়োজনের ব্যবস্থা করেছি। যা বিআরটিএ সকল সার্কেল ও জেলা পর্যায়ে প্রতি মাসে দুইটি করে করা হবে। যেখানে পরিবহন মালিক/শ্রমিক, তাদের সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া সকল সার্কেল ও জেলা বিআরটিএ অফিস দালাল মুক্ত করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন (টিআরইউবি) এর সভাপতি আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান বলেন,
আমরা বিশ্বাস করি বিআরটিএর চেয়ারম্যানের দিকনির্দেশনায় সড়ক পরিবহন খাতে উন্নয়ন, নিরাপত্তা এবং সেবা প্রদান আরও শক্তিশালী হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সকলে একযোগে কাজ করতে হবে যেন দেশের জনগণের জন্য সড়ক পরিবহন ব্যবস্থা আরও সহজ, সুষ্ঠু এবং নিরাপদ করা যায়।

এসময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র পরিচালক (প্রশাসন), মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সহ-সভাপতি মো. শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাইম, সহ সাধারণ সম্পাদক শফিক আহমেদ. অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মো. সোলায়মান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাজা মেহেদী, কল্যাণ সম্পাদক ফয়েজুল্লাহ স্বাধীন, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম (আল আমিন), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাফিনা মাহরু, মহিলা বিষয়ক সম্পাদিকা রাহিমা আক্তার মুক্তা, কার্যকরী সদস্য মাহমুদুল হাসান, মো. দেলোয়ার হোসেন, মো. লুৎফর বারী, মোহাম্মদ নিজাম উদ্দিন, জয়তুননেসা মিলা, মো. বেলায়েত হোসেন, আকবর হোসেন।

টিআরইউবি এবং বিআরটিএ’র মধ্যে এই শুভেচ্ছা বিনিময় পর্ব সড়ক পরিবহন খাতের উন্নয়নে সুষ্ঠু সমন্বয় এবং সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। এটি ভবিষ্যতে আরও কার্যকরী ও স্বচ্ছ সেবা প্রদানের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে সম্পর্কের উন্নয়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাগন।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ১১:৫৯ অপরাহ্ণ
১

সভাপতি আবু জার গিফারী ও সেক্রেটারী অয়েসকুরুনী

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার কমিটি ঘোষণা

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার কমিটি ঘোষণা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার ২০২৫ সেশনের জন্য সেটআপ সম্পন্ন হয়েছে।

অত্র সেশনে সভাপতি আবু জার গিফারী ও সেক্রেটারী মুহা. অয়েসকুরুনী মনোনীত হয়েছেন শাখা সদস্যদের প্রত্যক্ষ পরামর্শে।

নব মনোনীত সভাপতি সকল স্তরের জনশক্তি ভাইদের উদ্দেশ্যে বলেন “সংগ্রাম আর সাহসী জীবন সততায় ভরা মন জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন”।

২০২৫ সেশনের স্লোগান হবে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে দূর্বার আন্দোলন। দায়িত্বশীল ভাইদেরকে যথাযথ ভাবে দায়িত্ব পালনে সার্বিক ভাবে সহযোগিতা প্রত্যাশা করেন।

পরিশেষে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া চেয়ে দায়িত্ব পালনে তাওফিক কামনা করেন।