‘সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করবো’
আমরা সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করবো, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক।
রবিবার দুপুরে মুক্তিযুদ্ধের তীর্থস্থান ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সংস্কারের বিষয়ে যে কমিশন রয়েছে তারা রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্বাচনে যাবে সরকার।
উপদেষ্টা ফারুক-ই-আজম আরও বলেন, ‘যারা মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, তারা জাতির সঙ্গে প্রতারণা করেছেন। এই প্রতারকদের চিহ্নিত করা আমাদের সবার দায়িত্ব।’
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়া এডিসি সার্বিক মো. সাইফুল ইসলাম, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ শাহরিয়ার মুক্তার, সহকারী কমিশনার ভূমি গোলাম সারওয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন