খুঁজুন
শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র, ১৪৩১

বাসাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ লিটন মিয়া,স্টাফ রিপোর্টার,টাঙ্গাইল
প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ
বাসাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

টাঙ্গাইলের বাসাইলে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা,উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত)সভাপতি মামুন আল জাহাঙ্গীর , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছবুর খান চানু উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী,বাসাইল থানার ওসি জালাল উদ্দিন, কাশিল ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলী মিয়া প্রমুখ।
 
আলোচনা সভা পরিচলনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূর-ই-লায়লা। এ সময় বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ১৯৭১ সালে ১০ থেকে ১৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রথম শ্রেণির সব বুদ্ধিজীবীকে হত্যা করে। তাদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবসে এ আয়োজন করা হয়।

অর্থ আত্মসাতের অভিযোগ

জাতীয় নাগরিক কমিটি থেকে দিলশাদ আফরিন বহিষ্কার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
জাতীয় নাগরিক কমিটি থেকে দিলশাদ আফরিন বহিষ্কার

দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজের দায়ে জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ফতুল্লা থানা কমিটির সদস্য পদে রয়েছেন।

জানা গেছে, গত ৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়। তবে বহিষ্কারের বিষয়টি ১০ এপ্রিল গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার (দিলশাদ আফরিন) সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে। সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে, আপনাকে আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একাধিক সূত্রে জানা গেছে, দিলশাদ আফরিনের প্রতারণার বিষয়টি অভ্যন্তরীণ তদন্তে প্রমাণ পেয়ে জুলাই ফাউন্ডেশনের লোকজন তাকে পুলিশে সোপর্দ করেছে। তিনি এখন রাজধানীর রমনা থানা পুলিশের হেফাজতে আছেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের দায়িত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্যসচিব ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘দিলশাদ আফরিনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই সদস্য জাতীয় নাগরিক কমিটির শহীদ ও আহত কল্যাণ সেলের কোনও দায়িত্বে ছিলেন না। তারপরও তিনি ব্যক্তিগতভাবে শহীদ ও আহত পরিবারের আর্থিক বিষয়ের লেনদেনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। এ কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।’

এই ঘটনায় আপনারা তাকে পুলিশের কাছে সোপর্দ করেছেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বা আমাদের সংগঠনের কেউ তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেনি। তবে শুনেছি, জুলাই ফাউন্ডেশনের লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।’

সাকা চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যদাতা আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ
সাকা চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যদাতা আটক

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে আটক করেছে কক্সবাজার পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তাকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়ার আবদুল গণি মাঝির বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক নুরুল আবছার রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী জাবেদের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল আবছার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার ফরিদ নামের এক ব্যক্তির বাড়িতে আত্মগোপনে ছিলেন।

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলাকাবাসীদের নিয়ে বাড়ি ঘেরাও করে তাকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়। তিনি রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা এলাকার মৃত কাজী মো. জাবেদের ছেলে বলে স্বীকার করেছেন। সেইসঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ১০ নম্বর সাক্ষ্যদাতা বলেও জানিয়েছেন।’

এ বিষয়ে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ‘স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে মামলার খোঁজ নিচ্ছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ ও ভারত একই দিনে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২:৫৮ অপরাহ্ণ
বাংলাদেশ ও ভারত একই দিনে নিষেধাজ্ঞা

বাংলাদেশ সরকার এবার সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ভারতে চলমান নিষেধাজ্ঞার সাথে মিলিয়ে দিয়েছে। ১৭ ফেব্রুয়ারি, সোমবার মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে।

প্রতি বছর বাংলাদেশে সাধারণত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা থাকে, তবে ভারতে প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত ৬১ দিন মাছ ধরা বন্ধ থাকে। মিয়ানমারে এই নিষেধাজ্ঞার সময় ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৯১ দিন।

বাংলাদেশের জেলেরা যখন মাছ ধরার নিষেধাজ্ঞা মেনে চলে, তখন প্রতিবেশী দেশের জেলেরা আমাদের জলসীমায় ঢুকে মাছ ধরে থাকে। এর ফলে বাংলাদেশী মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার সময় সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন।

ফরিদা আখতার সংবাদ সম্মেলনে বলেন, “প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে, যার ফলে সামুদ্রিক মৎস্য সম্পদের উৎপাদন ১২.৭৮% বৃদ্ধি পেয়েছে। তবে, এই সময়কাল প্রতিবেশী দেশের সাথে সমন্বয় না থাকায় বাংলাদেশের জলসীমায় তাদের মৎস্যজীবীরা অনুপ্রবেশ করে।”

এ পরিস্থিতিতে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং অন্যান্য অংশীজনদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছিল। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গোপসাগরে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অধিকাংশ মাছের প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুন পর্যন্ত হওয়ায়, আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রের সকল প্রকার মৎস্য আহরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থাৎ, এখন থেকে সামুদ্রিক জলসীমায় ইলিশ এবং অন্যান্য মাছের আহরণের নিষিদ্ধ কাল হবে ৫৮ দিন।