খুঁজুন
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ, ১৪৩১

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়াল ৪৫ হাজার ৩০০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৫:১২ অপরাহ্ণ
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়াল ৪৫ হাজার ৩০০

ইসরায়েলি বাহিনীর হামলায় রবিবার ভোর থেকে সোমবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৫৮ জন এবং আহত হয়েছেন আরও ৮৪ জন। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে এ অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও লক্ষাধিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনীর ১৪ মাসব্যাপী অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ হাজার ৩১৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৭১৩ জন।

“নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি”, উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।

২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও করা হয়েছে।

তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়।

দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু

আব্দুল্লাহ আল মোত্তালিব, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৩:৫২ অপরাহ্ণ
দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর লালবাগের নবাবগঞ্জ মসজিদ এলাকায় দুর্বৃত্তকারির ছুরিকাঘাতে হুসাইন শুভ(৩৫)মুরগি ব্যবসায়ী ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

বুধবার(২৫ ডিসেম্বর)সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ১০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।গত সোমবার (২৩ ডিসেম্বর)রাতে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।

নিহতে ভাই শাহাদাত হোসেন বলেন,
আমার ভাই লালবাগের নবাবগঞ্জ এলাকায় মুরগির ব্যাবসা করে।ওই রাতে বাসায় ফেরার সময় দুর্বৃত্তকারীরা আমার ভাইকে ছুরিকাঘাতে করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু,

তিনি আরো বলে,
আমাদের বাসালালবাগ নবাবগঞ্জের ৬০ নং ডুরি আঙ্গুর লেন বাসার আব্দুল সালামের সন্তান।আমরা চার ভাই বোন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

দীর্ঘদিনের সংগ্রামী রাজপথে পেরিয়েছেন বহু চড়াই-উৎরাই

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন লক্ষ্মীপুরের এনামুল হক শান্ত

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ণ
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন লক্ষ্মীপুরের এনামুল হক শান্ত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বহুল আলোচিত ঢাকা কলেজ ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের ত্যাগী নেতা, লক্ষ্মীপুরের কৃতি সন্তান এনামুল হক শান্ত। শান্ত ঢাকা কলেজে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।

শান্ত ঢাকা কলেজ ছাত্রদলে শুরু থেকেই জনপ্রিয় ও পরিচিত মুখ। শিক্ষার্থী বান্ধব কর্মকান্ডের মাধ্যমে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী সহ সকলের মাঝেই তার আলাদা গ্রহনযোগ্যতা রয়েছে। কারণ ঢাকা কলেজে এইচএসসি ভর্তি হবার সুবাদে রয়েছে আলাদা পরিচিতি। পরবর্তীতে সমাজবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেন ঢাকা কলেজ থেকেই।

দীর্ঘ রাজনীতি জীবনের প্রেক্ষাপটে শান্ত পেয়েছেন একাধিক দায়িত্ব। কারণ তার রাজনেতিক জীবনের পুরোটাই তো দিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলে। এমনকি বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে যখন দলের অনেকেই রাজনৈতিক কর্মসূচিতে আসতো না। ঠিক ওই সময়ে শান্ত’রা কলেজ ফটকে তালা ঝুলানো সহ কঠিন সব কর্মসূচি বাস্তবায়ন করতেন। যার কারণে ত্যাগী ও সাহসীদের মূল্যায়ন হয়তো স্বাভাবিকভাবেই হয়েছে।

২০২৪ এর এই কমিটিতে এনামুল হক শান্ত পেয়েছেন যুগ্ম আহ্বায়কের দায়িত্ব। এর বাইরেও শাখা ছাত্রদলের আখতারুজ্জামান ইলিয়াস হল সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন তিনি। ইতোপূর্বে শাহীন-জুলহাস কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন শান্ত। তারও আগে মাসুদ-সজীব কমিটিতে দায়িত্বে ছিলেন সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজ ছাত্রদলের ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়া হয়। যেখানে পিয়াল হাসান কে আহ্বায়ক এবং মোঃ মিল্লাত হোসেন কে সদস্য সচিব করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।

ঢাকা কলেজ ছাত্রদলের পদ বঞ্চিতদের বিক্ষোভ

মহানগর প্রতিনিধি, ঢাকা
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১১:২২ অপরাহ্ণ
ঢাকা কলেজ ছাত্রদলের পদ বঞ্চিতদের বিক্ষোভ

সম্প্রতি আজ বিকেলেই ঘোষণা করা হয়েছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। এরপরই কমিটিতে স্থান না পাওয়া অন্যান্য নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। এমনকি তারা দাবি করছেন, ঘোষিত এই আহ্বায়ক কমিটিতে ৩-৪ জন ছাত্রলীগ কর্মীও রয়েছেন। অথচ যোগ্যরা স্থান পায়নি।

পরে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা কলেজ থেকে মিছিল নিয়ে সড়কে এসে অবরোধ করেন। এ সময় তাদের আগুন জ্বেলে বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে। এর ফলে সন্ধ্যার পর বেশকিছু সময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক জামিল গণমাধ্যমে বলেন, গত ১ মাস আগে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সেক্রেটারি নাছিরের এলাকার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে সায়েন্সল্যাব থেকে ধরে পুলিশে সোপর্দ করছিলাম। পরে সে নিজে এসে থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। সেই ক্ষোভের কারণে আমাকে ও আমার সহযোদ্ধাদের কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে। ঢাকা কলেজের ৩৬ সদস্য বিশিষ্ট যে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে সেখানে ৩-৪ জন ছাত্রলীগ কর্মী আছে।

বিষয়টি নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তাসবিরুল ইসলাম বলেন, শুধু আমি নয় দীর্ঘদিন যারা রাজপথে ছিল, আন্দোলন করেছে, কারা নির্যাতিত হয়েছে তাদের এই কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি-সেক্রেটারি নিজস্ব লোকদের নেতা বানানোর জন্য এবং সেই কমিটিকে টিকিয়ে রাখার জন্য তারা তাদের অনুগতদের দিয়ে কমিটি করেছে। এ কমিটি আমরা মানি না।

তিনি বলেন, আমরা গত ১৬ বছর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। সেই আন্দোলন আমরা আমাদের জীবনের সবকিছু দিয়ে আন্দোলন করেছি। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমরা এই অবৈধ কমিটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালবে।

এর আগে, বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সই করা এক বিজ্ঞপ্তিতে ছাত্রদল, ঢাকা কলেজ শাখার ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কলেজের বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পিয়াল হাসানকে আহ্বায়ক এবং ২০১২-১৩ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. মিল্লাদ হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।

এছাড়া আগামী ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও এতে নির্দেশে দেওয়া হয়েছে।