ভারতের কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করলো পাকিস্তান

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করেছে পাকিস্তান। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওই কর্মকর্তা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে দায়িত্বের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২১ মে) ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে পাকিস্তানি কর্মকর্তারা জোর দিয়ে বলেন, ইসলামাবাদে কর্মরত ভারতীয় হাইকমিশনের সব কর্মকর্তা ও কর্মচারীদের অবশ্যই কূটনৈতিক দায়িত্বের গণ্ডির মধ্যে থাকতে হবে এবং তাদের সুযোগ-সুবিধার অপব্যবহার করা যাবে না।
ভারতের পক্ষ থেকে একই ধরনের পদক্ষেপ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘোষণা দিলো পাকিস্তান । ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে এবং তাকেও ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়।
কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে। হামলার পরপরই ভারত একতরফাভাবে সিন্ধুর পানিবণ্টন চুক্তি স্থগিত করে, প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়, পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করে এবং পাকিস্তানিদের ভিসা স্থগিত করে।
জবাবে পাকিস্তানও একই কৌশল নেয়—ভারতীয় কূটনীতিক ও সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করে, ভারতীয় নাগরিকদের (শিখ তীর্থযাত্রী ব্যতীত) ভিসা বাতিল করে এবং তাদের দিক থেকেও প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়।
পরে গত ৬ থেকে ৭ মে পাকিস্তানে হামলা চালায় ভারত। এতে ৫০ জনের বেশি পাকিস্তানি নিহত হন। জবাবে গত ১০ মে পাকিস্তান সামরিক বাহিনী ‘অপারেশন বুনইয়ান উম মারসুস’ নামে পাল্টা সামরিক অভিযানে নামে, যাতে ভারতের বিভিন্ন অঞ্চলে সামরিক অবস্থানে হামলা চালানো হয়।
অন্তত ৮৭ ঘণ্টা চলার পর গত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হলে এই সংঘাতের অবসান ঘটে।
তথ্যসূত্র : জিও নিউজ
আপনার মতামত লিখুন