খুঁজুন
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ, ১৪৩১

বেলকুচির মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ
বেলকুচির মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হলেন মনোয়ার চৌধুরী বাবু। সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেন দুইজন। একজনের মনোনয়নপত্র বাতিল হলে রাজশাহী বিভাগীয় সমবায়  আদালতে মামলা করেন। মামলা আদালত নামঞ্জুর করেন।

এরপর উক্ত কমিটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। সেক্ষেত্রেও হাইকোর্ট রিট পিটিশন খারিজ করে দেন। এমতাবস্থায় এই পদে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মনোয়ার চৌধুরী বাবু। মামলা সূত্রে জানা যায়।

মুকন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিঃ একটি নিবন্ধিত প্রতিষ্ঠান। আগামী ১৩/০১/২০২৫ খ্রি: তারিখে অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৯ জন সদস্যের মধ্যে ১ জন সভাপতি, ১ জন সহ-সভাপতি, ১ জন সম্পাদক ও ৬ জন ব্যবস্থাপনা কমিটির সদস্য পদের বিপরীতে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সম্পাদক পদে ২ জন এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা প্রদান করেন।

ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্রসমূহ গত ১৭/১২/২০২৪ খ্রি: তারিখে সমিতির কার্যালয়ে সমিতি কর্তৃপক্ষ কর্তৃক উপস্থাপিত রেকর্ডপত্রের ভিত্তিতে নির্বাচন কমিটির সদস্যগণ কর্তৃক যাঁচাই বাছাই করা হয়। যাঁচাই বাছাইয়ের ফলাফলের ভিত্তিতে ১৭/১২/২০২৪ খ্রি: তারিখে সমিতির কার্যালয়ে বৈধ ও বাতিলকৃত মনোনয়নপত্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হয়।

সমিতি কর্তৃপক্ষ কর্তৃক উপস্থাপিত রেকর্ডপত্রের ভিত্তিতে দেখা যায় সভাপতি পদপ্রার্থী জনাব তোফাজ্জল হোসেন বিগত ২০০৮, ২০১১, ২০১৪ এবং ২০২২ সালে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। ২০১৭ সালের ১০/০৩/২০১৭ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত নির্বাচন জেলা সমবায় অফিসার কর্তৃক আদেশ নং ৪৭,৬১.০০০,৮৮০০,০৪.০০৩.১৭.৯৬৬, তারিখ ০৩/০৪/২০১৭ খ্রি: মূলে বাতিল ঘোষণা করা হয়।

পরবর্তীতে ১০/০৩/২০১৭ খ্রি: তারিখে নির্বাচিত কমিটি নিম্ন আদালতে মামলা করেন। সে মামলা আদালত নামঞ্জুর করেন। এরপর উক্ত কমিটি হাইকোর্টে রিট পিটিশন করেন। সেক্ষেত্রেও হাইকোর্ট রিট পিটিশন খারিজ করেন। নির্বাচন কমিটির নিকট প্রতীয়মান হয়েছে যে, সভাপতি পদপ্রার্থী জনাব মোঃ তোফাজ্জল হোসেন পরপর তিনটি মেয়াদপূর্ণ করেছেন।

সেই মতে সমবায় সমিতি আইন’২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) এর ১৮(৮) ধারা মোতাবেক সভাপতি পদপ্রার্থী জনাব মো: তোফাজ্জল হোসেন এর মনোনয়নপত্র বাতিল যোগ্য।

এছাড়া সভাপতি পদে জনাব মনোয়ার চৌধুরী বাবু, সহ সভাপতি পদে নুরু মিয়া, জনাব রেজাউল করিম, মো: মহর আলী ও মো: আমিরুল ইসলাম, সাধারন  সম্পাদক পদে হাজী মোহাম্মদ আলী (ভূইয়া) ও আ: করিম প্রাং এবং সদস্য পদে জনাব মোহাম্মদ আলী, শরিফুল ইসলাম প্রাং, এরশাদুল ইসলাম, ইমরান সরকার (রাজিব), ফরিদুল ইসলাম, মুকুল হোসেন মোল্লা, সুরুজ মন্ডল, শফিকুল ইসলাম, জহির সরকার, মজনু হোসেন, সোহেল রানা, সেলিম সরকার, রফিকুল ইসলাম, আঃ আলিম ও মজনু সরকারের মনোনয়নপত্র সমিতি কর্তৃপক্ষ কর্তৃক উপস্থাপিত রেকর্ডপত্রের ভিত্তিতে যাঁচাই বাছাইয়ান্তে বৈধ মর্মে নির্বাচন কমিটির নিকট প্রতীয়মান হয়েছে।

বিগত ১৭/১২/২০২৪ খ্রি: তারিখে সমিতির কার্যালয়ে সমিতি কর্তৃপক্ষ কর্তৃক উপস্থাপিত রেকর্ডপত্রের ভিত্তিতে নির্বাচন কমিটির সদস্যগণ কর্তৃক যাঁচাই বাছাইয়ান্তে সভাপতি পদপ্রার্থী তোফাজ্জল হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদপ্রার্থী তোফাজ্জল হোসেন সংক্ষুদ্ধ হয়ে নির্বাচন কমিটিকে বিবাদী করে জেলা সমবায় অফিসারের দায়িত্বে থাকা যুগ্ম নিবন্ধক, রাজশাহী বিভাগ, রাজশাহী মহোদয় বরাবর আপিল মামলা দায়ের করেন।

আপিল মামলা দায়ের করার প্রেক্ষিতে বিষয়টি নিষ্পত্তি করে সিদ্ধান্ত গ্রহণের প্রদানের জন্য ২২/১২/২০২৪ খ্রিঃ তারিখ যুগ্ম নিবন্ধক, রাজশাহী বিভাগ, রাজশাহী মহোদয় বাদী ও বিবাদী উভয় পক্ষের শুনানি গ্রহণ করেন। শুনানি ও প্রাপ্ত রেকর্ড পত্রের ভিত্তিতে যুগ্ম নিবন্ধক, রাজশাহী বিভাগ, রাজশাহী মহোদয়ের নং৪৭.৬১,০০০০, ২৪১,৩৭,০১,২৪.০৩/১ (০৬) তারিখ-২২/১২/২০২৪ খ্রিঃ মূলে সভাপতি পদপ্রার্থী তোফাজ্জাল হোসেনের মনোনয়নপত্র বাতিল বহাল রেখে রায় ঘোষণা করেন।

সেই প্রেক্ষিতে বিগত ২৬/১২/২০২৪ খ্রি: তারিখে অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক বৈধ ও বাতিল প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

নির্বাচন কমিটির ঘোষিত তফসীল অনুযায়ী অদ্য ২৯/১২/২০২৪ খ্রি: তারিখে প্রার্থীতা প্রত্যাহারের দিন ধার্য ছিল, কিন্তু কোন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার না করার ফলে নির্বাচন কমিটির ২৯/১২/২০২৪ খ্রি: তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক নিম্নরূপভাবে প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৭৫ টি মামলা

জুলকার নাইন
প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৭৫ টি মামলা

ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯৭৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এছাড়া অভিযানকালে ৫৫ গাড়ি ডাম্পিং ও ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে। রবিবার (৫-জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার (৪-জানুয়ারি) ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

বগুড়া সুঘাট ইউনিয়নের যুবলীগ নেতা গ্রেপ্তার

জুলকার নাইন
প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ
বগুড়া সুঘাট ইউনিয়নের যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় জুলাই-আগস্টের মামলার আসামি যুবলীগ নেতা এস.এম. মাহবুব সোবহান বিদ্যুৎকে (৩৭) গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।

রবিবার (০৫-জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এস এম মাহবুব সোবহান বিদ্যুৎ বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চক কল্যানী পূর্বপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে৷ তিনি সুঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সহ-সভাপতি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, জুলাই-আগস্টের মামলার আসামি বিদ্যুৎকে সকাল সাড়ে ১০টায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে৷

দেশীয় অস্ত্রসহ ডাকাত তিন সক্রিয় সদস্য আটক

জুলকার নাইন
প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
দেশীয় অস্ত্রসহ ডাকাত তিন সক্রিয় সদস্য আটক

রাজধানীর দারুসসালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিনজন সক্রিয় সদস্যকে আটক করেছে ডিএমপির দারুসসালাম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাব্বির হোসেন (২১), রাব্বি হাওলাদার (২০) ও সবুজ হোসেন (২০)।

রবিবার (৫-জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শনিবার (০৪ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে দারুসসালামের দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের মাধ্যমে তথ্য পায় যে, দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টায় থানার টিমটি সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাপাতি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি ও দুটি স্কচটেপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার উদ্দেশে ওই স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।