খুঁজুন
সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ, ১৪৩১

নরসিংদীর মাধবদী থানায় হামলা, ভাঙচুর করে দুর্বৃত্তরা

মোঃ আলম মৃধা, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ
নরসিংদীর মাধবদী থানায় হামলা, ভাঙচুর করে দুর্বৃত্তরা

মাধবদী থানা থেকে ডাকাতি মামলার আসামি এবং জব্দকৃত মোটরসাইকেল ছিনিয়ে নিতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নজরুল ইসলাম।

সূত্রে জানা যায়, সরকার পতনের পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী, পুরিন্দা, ছনপাড়াসহ এসব এলাকায় সড়ক গুলিতে মালবাহী ট্রাক ছিনতাইয়ের ঘটনা প্রতিনিয়ত আগের তুলনায় বেড়ে গেছে।

জানা যায়, গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে একটি তেলবোঝাই ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। তেল বোঝাই ট্রাকটি ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী এলাকা থেকে ছিনতাই করে অজ্ঞাত ব্যক্তিরা। ওই ঘটনায় তেলের মালিক মাধবদী থানায় অভিযোগ দায়ের করেন। এরই ভিত্তিতে মাধবদী টাটাপাড়া ৬নং ওয়ার্ডের পৌরসভার সাবেক কমিশনার দেলোয়ার হোসেনের ছেলে তানবির হোসেনকে আটক করে মাধবদী থানা পুলিশ।

আরো জানা যায়, সোমবার দুপুরে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এরই জের ধরে জব্দকৃত মোটরসাইকেলের লোকজন এবং মাধবদী পৌরসভার সাবেক কমিশনার দেলোয়ার হোসেন ও তার ছেলে তানবির হোসেনের সমর্থকরা মাধবদী থানায় হামলা চালায়। ওই সময় থানার জানালার গ্লাসসহ বেশ কিছু স্থানে ভাঙচুর চালায় তারা। পরে নরসিংদী গোয়েন্দা সংস্থা ডিবি ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে থানা হাজতে থাকা অভিযুক্ত তানভির ও জব্দকৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা।

এ বিষয়ে মাধবদী থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, আসামি ছিনিয়ের নেয়ার জন্য কিছু দুষ্কৃতিকারী থানার গেইটে হামলা করেছিল। সোমবার দুপুরে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আমরা ধারনা করছি, এই দুইটির একটি কারণে দুর্বৃত্তরা থানায় হামলা করেছে। তবে আমরা এলার্ট ছিলাম। তারা ভেতরে ঢুকতে পারেনি। অভিযুক্তরা থানায় নিরাপদে রয়েছে।

এ বিষয়ে জানতে, মাধবদী সাবেক দেলোয়ার কমিশনারের মোবাইলে একাধিক বার ফোন দিলেও ওনার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি বলেন, আমি তো ভাই অসুস্থ চিকিৎসার জন্য ২৮ তারিখে থাইল্যান্ড চলে আসছি। তানভীর পুলিশের হেফাজতেই রয়েছে। কে বা কাহারা ভাঙচুর করেছে এটা আমি জানি না।

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৭৫ টি মামলা

জুলকার নাইন
প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ণ
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৯৭৫ টি মামলা

ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯৭৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এছাড়া অভিযানকালে ৫৫ গাড়ি ডাম্পিং ও ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে। রবিবার (৫-জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার (৪-জানুয়ারি) ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

বগুড়া সুঘাট ইউনিয়নের যুবলীগ নেতা গ্রেপ্তার

জুলকার নাইন
প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৪:৩২ অপরাহ্ণ
বগুড়া সুঘাট ইউনিয়নের যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় জুলাই-আগস্টের মামলার আসামি যুবলীগ নেতা এস.এম. মাহবুব সোবহান বিদ্যুৎকে (৩৭) গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।

রবিবার (০৫-জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এস এম মাহবুব সোবহান বিদ্যুৎ বগুড়া শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চক কল্যানী পূর্বপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে৷ তিনি সুঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সহ-সভাপতি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, জুলাই-আগস্টের মামলার আসামি বিদ্যুৎকে সকাল সাড়ে ১০টায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে৷

দেশীয় অস্ত্রসহ ডাকাত তিন সক্রিয় সদস্য আটক

জুলকার নাইন
প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
দেশীয় অস্ত্রসহ ডাকাত তিন সক্রিয় সদস্য আটক

রাজধানীর দারুসসালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিনজন সক্রিয় সদস্যকে আটক করেছে ডিএমপির দারুসসালাম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাব্বির হোসেন (২১), রাব্বি হাওলাদার (২০) ও সবুজ হোসেন (২০)।

রবিবার (৫-জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শনিবার (০৪ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে দারুসসালামের দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের মাধ্যমে তথ্য পায় যে, দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১০টায় থানার টিমটি সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাপাতি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি ও দুটি স্কচটেপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে দারুসসালাম থানায় মামলা করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার উদ্দেশে ওই স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।