খুঁজুন
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ, ১৪৩১

সিরাজগঞ্জ সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জ সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী

সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মন্ত্রী, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারেক বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল লতিফ বিশ্বাসকে আটকের কথা শুনেছি। তবে বিস্তারিত এখনই বলতে পারছি না।

সিরাজগঞ্জ ক্যাপ কমান্ডার নাহিদ আল-আমীন (লেফটেন্যান্ট কর্নেল) বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। তিনি জানান, অতীতে অস্ত্র ও নির্বাচন ব্যবস্থায় তার ভূমিকা কি ছিলো এছাড়াও গত পাঁচই আগস্ট এর পূর্বে তার ভূমিকা কেমন ছিলো সেগুলো দেখা হচ্ছে। এবিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। 

উল্লেখ্য, আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ আসন থেকে ১৯৯৬ সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে একই আসনে নির্বাচন করে পরাজিত হলেও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি ২৪ জানুয়ারি ২০০৯ তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রীর দায়িত্ব পান এবং ২১ নভেম্বর ২০১৩ তারিখ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে ৫ জানুয়ারীর নির্বাচনে রহস্যজনক কারণে তিনি মনোনয়ন বঞ্চিত হন। দলীয় বা সরকারের কোন দায়িত্ব না থাকলেও তিনি সকল দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ করে সিরাজগঞ্জের রাজনীতিতে সক্রিয় ভুমিকা পালন করেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে তাকে দ্বিতীয় বারের মতো সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের পদে নিয়োগ দেয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি গত ২৮ শে নভেম্বর ২০২৩ তারিখে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

বেলকুচিতে দুস্হ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ
বেলকুচিতে দুস্হ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্হ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।

৮ জানুয়ারি বুধবার বিকালে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে, রুপালি প্রতিবন্ধী উন্নয়ন  সংস্থার সহযোগিতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার ২০০ শত দুস্হ অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হেলাল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, রুপালি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ সুলতানা খাতুন প্রমুখ।

সতর্ক অবস্থানে বিজিবি, চৌকা সীমান্তে আতঙ্ক কমেছে স্থানীয়দের

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ৫:৫১ অপরাহ্ণ
সতর্ক অবস্থানে বিজিবি, চৌকা সীমান্তে আতঙ্ক কমেছে স্থানীয়দের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে গত কয়েকদিন ধরে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হওয়ায় আতঙ্ক কমেছে স্থানীয়দের।

আজ বুধবার (৮ জানুয়ারি) সীমান্ত এলাকায় গিয়ে জানা যায়, গত সোম ও মঙ্গলবার দুই দিন সীমান্তের কাছের আবাদি জমিতে কৃষকরা কাজ বন্ধ রেখেছিলেন। তবে, বুধবার কৃষকদের মাঠে কাজ করতে দেখা গেছে।

স্থানীয় এক কৃষক বলেন, “গত দুদিন মাঠে কাজ বন্ধ রেখেছিলাম। তবে, আজ থেকে কাজ শুরু করেছি। অনেকেই আবাদি জমিতে সেচ দেওয়ার পাশাপাশি কৃষি কাজ করছেন। তবে, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ফলে আতঙ্ক কমেছে।”

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কোনো আতঙ্ক নেই। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।”

এর আগে, গত রোববার সন্ধ্যায় সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেন ভারতীয় বিএসএফ সদস্যরা। সেদিনই বিজিবির তরফ থেকে মৌখিকভাবে বেড়া নির্মাণে নিষেধ করা হলেও শোনেনি তারা। সোমবার সকালে ফের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেন বিএসএফ সদস্যরা।

উল্লেখ্য, বিজিবির পক্ষ থেকে বাধায় কর্ণপাত না করায় সেদিনই বিকেলে বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হয়। তবে, কোনো সমাধান হয়নি। মঙ্গলবার সকালে বিএসএফের পক্ষ থেকে আবার কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। তখন সোজাসাপ্টা প্রতিবাদ জানায় বিজিবি। ফলে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সতর্ক অবস্থান নেয় বিজিবি।

পাইকগাছার সোনাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠান

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ২:১৪ অপরাহ্ণ
পাইকগাছার সোনাদানা মাধ্যমিক বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠান

গত (৬ ডিসেম্বর),সকাল ১০ টায় সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় বই বিতান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাদানা ইউনিয়ন সেক্রেটারি আজিবর রহমান ও সোনাদানা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোড়ল।

এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী।