বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউপিতে তারুণ্যের ভাবনা শীর্ষক কর্মশালা
তারুণ্যের শক্তিকে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণে কাজে লাগানোর লক্ষ্যে সিরাজগঞ্জ বেলকুচিতে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আই সি টি কর্মকর্তা ও ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ইমান আলী।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেন ভাঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, সেন ভাঙ্গাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম তালুকদার আলপু, ইউপি সদস্য শাহ আলম মন্ডল।
ভাঙ্গাবাড়ি ইউনিয়ন বি এন পির সদস্য সচিব রুহুল আমিন মোল্লা,বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গাবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক ডা: রুহুল আমিন, ইউপি সদস্য এলিনা খাতুন, জেসমিন বেগম, নাসরিন হোসেন, বাবলু সরকার, নুরুল ইসলাম তুহিন, সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
আপনার মতামত লিখুন