খুঁজুন
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

তারেক রহমানের নির্দেশে উল্লাপাড়ায় দুঃস্থ ও দরিদ্রদের মাঝে আব্দুল ওয়াহাবের কম্বল বিতরণ

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ
তারেক রহমানের নির্দেশে উল্লাপাড়ায় দুঃস্থ ও দরিদ্রদের মাঝে আব্দুল ওয়াহাবের কম্বল বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে সিরাজগঞ্জ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিবন্ধী, ছিন্নমূল, হাসপাতালের রোগীদের,মাদ্রাসার তলবে এলেমদের এবং হতদরিদ্রদের মাঝে ১৫ শতাধিক কম্বল বিতরণ করেছেন। 

রবিবার (১২ জানুয়ারি) রাতে পুর্নিমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার তলবে এলেমদের মাঝে কম্বল বিতরণ করেন।

কম্বল পেয়ে মাদ্রাসার তলবে এলেমরা আবেগ আপ্লূত হয়ে পরেন। তারা বলেন প্রতিবছরই এই মহুৎ মানুষ আমাদের পাশে দাঁড়ান আমাদের কষ্টে তিনি এগিয়ে আসেন। আমরা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেনো তার মঙ্গল করেন।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিবছরই উল্লাপাড়া ও সলংগার অসহায় মানুষদের জন্য কম্বল বিতরণ করে থাকি।

এ বছরও উল্লাপাড়া ও সলংগার বিভিন্ন ইউনিয়নে প্রতিবন্ধী, ছিন্নমূল, রেলওয়ে স্টেশনে,হাসপাতালের রোগী,মাদ্রাসার তলবে এলেম ও হতদরিদ্রদের মাঝে প্রায় ১৫ শতাধিক কম্বল বিতরণ করেছি। আরো প্রায় ৫ শতাধিক কম্বল বিতরণ করবো ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি জনগণের দল অসহায় দুঃস্থ মানুষের বিপদ আপদে বিএনপি সবসময় পাশে দাঁড়ায়।

ভূতাত্ত্বিকদের চাঞ্চল্যকর আবিষ্কার: দু-ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ণ
ভূতাত্ত্বিকদের চাঞ্চল্যকর আবিষ্কার: দু-ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ভারত

ভারতীয় ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষে পৃথিবীর সুউচ্চ হিমালয় পর্বত সৃষ্টি হয়েছিল, এবং এই সংঘর্ষ আজও চলছে। ফলে হিমালয়ের উচ্চতা বাড়ছে প্রতি বছর। তবে, এই সংঘর্ষের মধ্যে ভারতীয় টেকটনিক প্লেটও ভাঙছে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে, ইতিমধ্যেই তিব্বতের নিচে ভারতীয় টেকটনিক প্লেটে একটি ফাটল সৃষ্টি হয়েছে। বিশেষভাবে, এই প্লেটটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে: একটি প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে, এবং অন্যটি পৃথিবীর আর্থ ম্যান্টেলে চলে যাচ্ছে।

সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেছেন, বর্তমানে ভারতীয় টেকটনিক প্লেট ‘ডিলেমিনেশন’ প্রক্রিয়ার মধ্য দিয়ে চলেছে। এর ফলে, গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই বিচ্ছিন্নতার কারণ হচ্ছে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কি। পৃথিবীর গভীরে অত্যন্ত জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যা সাধারণত দেখা যায় না।

২০২৩ সালে চীনের ওসেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ভারতীয় টেকটনিক প্লেটের উত্তরাংশ নিয়ে গবেষণা করছিলেন। তাদের গবেষণায় তারা লক্ষ্য করেন যে, ভারতীয় প্লেটের আচরণে কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছে। বিশেষভাবে, দক্ষিণ তিব্বতের ভূকম্পন সংক্রান্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে তারা নিশ্চিত হন যে, ফাটল শুরু হয়েছে তিব্বতের নিচে।

ডিসেম্বরে সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত আমেরিকান জিওফিজিক্যাল কনফারেন্সে বিজ্ঞানীরা এ বিষয়ে একটি থিওরি উপস্থাপন করেন। তারা বলেন, এমন একটি ফাটল খুবই বিরল, যা টেকটনিক প্লেটের মধ্যে দেখা যায়। যদিও ভারতের অনেক অংশ অবিচ্ছিন্ন থাকবে, তবে ১০০ কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দেশ দুটি ভাগ হয়ে যেতে পারে।

এই ঘটনা হিমালয়ের গঠন এবং ওই অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বলে মন্তব্য করেছেন ইউট্রেচ্ট ইউনিভার্সিটির ভূ-গতিবিদ্যাবিদ ডুয়ে ভ্যান হিন্সবার্গেন। তিনি বলেন, “আমরা জানতাম না যে মহাদেশগুলি এইভাবে আচরণ করতে পারে, এবং এটি পৃথিবী বিজ্ঞানকে একটি মৌলিক নতুন দৃষ্টিকোণ প্রদান করছে।”

এটি একটি যুগান্তকারী গবেষণা, যা ভবিষ্যতে ভূমিকম্প এবং হিমালয়ের গঠন সম্পর্কে আমাদের ধারণাকে আরো স্পষ্ট করতে সাহায্য করবে।

সূত্র: দ্য ব্রাইটার সাইড।

মো: আলীমুজ্জামান অর্জন করলেন Leadership Excellence Award 2024

মোঃ হাসানুজ্জামান ,বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ
মো: আলীমুজ্জামান অর্জন করলেন Leadership Excellence Award 2024

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক স্বচ্ছতা বৃদ্ধিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ “Leadership Excellence Award 2024” অর্জন করেছেন দ্যা রিয়েল কনসালটেন্ট-এর লিড কনসালটেন্ট মো: আলীমুজ্জামান।

Global Star Communication আয়োজিত এই পুরস্কার তার নেতৃত্বে ভ্যাট সচেতনতা বৃদ্ধির নিরলস প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। মো: আলীমুজ্জামান দীর্ঘদিন ধরে ভ্যাট প্রদানের প্রক্রিয়া সহজতর করতে বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এছাড়া তার উদ্যোগে চালু হওয়া অনলাইন পোর্টাল “ভ্যাটবন্ধু নিউজ” ভ্যাট সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে।

ভবিষ্যতে “মিশন ২০৩০” বাস্তবায়নের মাধ্যমে ভ্যাট ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে তার পরিকল্পনায় রয়েছে কাস্টমাইজড প্রশিক্ষণ ব্যবস্থা এবং সেক্টরভিত্তিক গাইডলাইন প্রণয়ন।

এই অর্জনের মাধ্যমে তিনি দেশের ভ্যাট ব্যবস্থার উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা।

১৭ জানুয়ারি ২০২৫ হোটেল হলিডে ইন এ উক্ত Leadership Excellence Award 2024-এর অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট তানভীর আরাফাত।

অনুষ্ঠানটি পরিচালনা করেন Global Star Communication-এর সিইও শামীম রেজা। এ সময় মো: আলীমুজ্জামানের অর্জনকে দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।

যানজট নিরসনে সর্বদা তৎপর

গণপরিবহনে শৃঙ্খলায় টিকিট কাউন্টার স্থাপনের পরিকল্পনা মালিক সমিতির

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
গণপরিবহনে শৃঙ্খলায় টিকিট কাউন্টার স্থাপনের পরিকল্পনা মালিক সমিতির

সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন ও ঢাকা মহানগরীর যানজট নিরসনে বৃহত্তর মিরপুর অঞ্চলের পরিবহনের মালিক, চালক ও চালকের সহকারীদের সঙ্গে সচেতনতামূলক আলোচনা সভা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ১ এর ৮ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব সাইফুল আলম বলেন, ‘যুগের পর যুগ ঢাকার গণপরিবহন বিশৃংখল পরিস্থিতিতে চলছে। আমরা এই নৈরাজ্যের পরিবর্তন চাই। এ জন্য ঢাকার গণপরিবহন আধুনিকায়নে ভবিষ্যৎ পরিকল্পনা করবো। যে পরিকল্পনা আমরাদের সামনের দিকে এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘সড়কে যত্রতত্র পার্কিং করার দায়ে পুলিশ গণপরিবহনের বিরুদ্ধে মামলা দেয়। কিন্তু শহরে বাস রাখার জন্য পর্যাপ্ত জায়গা নেই। যাত্রী ওঠানামা করার জন্য পর্যাপ্ত স্ট্যান্ড নেই। আমরা চাই গাড়ি স্ট্যান্ড করার জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকবে এবং সেই জায়গাটিতে গাড়ি থামবে এবং সে জায়গাগুলো পুলিশ এবং আমাদের লোকজন দেখাশোনা করবে।’

কাউন্টার সিস্টেম না থাকায় যত্রতত্র যাত্রী গণপরিবহনে ওঠানামা করায় নগরে যানজট সৃষ্টি হয় জানিয়ে সাইফুল আলম বলেন, ‘কাউন্টার সিস্টেম থাকলে একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী ওঠানামা করতে পারবেন। ফলে যত্রতত্র যাত্রী ওঠানামা এবং গাড়ি পার্কিং বন্ধ হবে। আর সড়কের ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। এর নিয়মগুলো মানলে আমাদের গণপরিবহনের শৃঙ্খলা আসবে।’

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আবু সুফিয়ান বলেন, ‘পরিবহণে শৃঙ্খলা ফেরাতে এমন সচেতনতামূলক আলোচনা সভা জরুরি ভূমিকা রাখতে পারে। কেননা সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে চালকদের মধ্যে আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। এই ধরণের সভা তাদের সচেতন করার ক্ষেত্রে ভূমিকা রাখে।’

মালিক-শ্রমিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, ‘সড়কে সৃঙ্খলা ফেরাতে মালিক শ্রমিকদের সঙ্গে কাজ করতে সব সময় ট্রাফিক বিভাগ প্রস্তুত। কারণ ছাড়া পরিবহণের বিরুদ্ধে মামলা দেয়া আমাদের কখনোই উদ্দেশ্য নয়। মামলা দেয়া হয় যাতে পরবর্তীতে একই ভুল না করে। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে-একই ভুল আমরা বার বার করছি। এতে করে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মনে করি সবাই মিলে কাজ করলে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।’

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্ব ও সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদের সঞ্চালনায় সচেতনতামূলক সভায় ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর ও মোহাম্মদপুর) রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য দেন।