মামার ছুরিকাঘাতে ভাগিনা চিকিৎসাধীন অবস্থাই মৃত্যু
রাজধানীর মুগদা মান্ডা বড়পাড়া এলাকার একটি বাসায় মামার ছুরিকাঘাতে ভাগিনা মোঃ রিমন হোসেন (২৫) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মৃত্যু।
মঙ্গলবার(২১জানুঃ)দুপুর একটার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের খালু মোঃ বাপ্পি বলেন,
আমার ভাগিনা জন্ম নেওয়ার পর থেকে ওর বাবা মোহাম্মদ জাহিদ হোসেন আর ওদের খবর নেয় না,তারপরে থেকেই ওর নানার বাসায় থাকে,গতকাল দুপুরের দিকে তার নানাকে বলে না না আমরা তো এখানে থাকি আম্মা তো আপনার কাছে জমি পায় এই জমিটা আমাদের লিখে দাও না,এই কথা বলার সময় পাশে থেকে মামা রাজিব শুনতে পেয়ে বলে তোরা কিসের জমি পাস এক কথায় দুই কথায় ঝগড়া এক পর্যায়ে ছুরি দিয়ে তার বুকে এবং শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে যখন করে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলেচিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরো বলে,
রিমনের নানার বাসায় মা রুবিনা আক্তারের সঙ্গে মুগদার মান্ডার বড়পাড়া ৩০৬ নম্বর বাসায় থাকতেন।নিহত রিমন বাবা-মায়ের একমাত্র সন্তান।
মুগদা থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ বাবুল হোসেন বলেন,
আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে থেকে রিমনের লাশ উদ্ধার করি পরে আইনি পরীক্ষা শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলে,
আমরা স্বজনের মুখে জানতে পারি নিহত জীবনের মামা রাজিব রিমনের বুকের ডান পাশে দাঁড়ালো অস্ত্র ও বিভিন্ন জায়গায় দিয়ে কুপিয়ে হত্যা করেছে ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এই ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন