নাটোরে ১৬ কেজি গাঁজা ও নারীসহ আটক ২
নাটোরে যাত্রীবাহী বাসের ছাদে বিশেষ কায়দায় রাখা ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যেখানে একজন মেয়েও ছিল।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদরের তেবাড়িয়ার শান্তি ফিলিং স্টেশনের সামনে তেবাবাড়িয়া এলাকার নাটোর-রাজশাহী মহাসড়ক থেকে মাদকগুলো জব্দ করা হয় বলে নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন-ফেনীর দাগনভূইয়ার সত্যপুর এলাকার মো. আলেক হোসেনের মেয়ে মণি আক্তার (৩২) ও খাগড়াছড়ির মানিকছড়ির গাড়িটানা বাজার এলাকার তপদিল হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫)।
মারুফাত বলেন, “গোপন সংবাদে তেবাড়িয়ার শান্তি ফিলিং স্টেশনের সামনে তল্লাশি চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে আসা আরপি স্পেশাল রোকেয়া ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসের ছাদ থেকে বিশেষ কায়দায় রাখা আটটি প্যাকেট থেকে মোট ১৬ কেজি গাঁজা জব্দ এবং নারীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।”
এ ঘটনায় নাটোর সদর থানায় ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
আপনার মতামত লিখুন