সিরাজগঞ্জের বেলকুচিতে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জর বেলকুচি উপজেলার রাজাপুর রাস্তার পাশে পরে থাকা পরিচয়হীন অজ্ঞাত ভবঘুরে ১ জনের মরদেহ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।
শুক্রবার(২৪ জানুয়ারী) দুপুর বারটা দিকে সয়দাবাদ- এনায়েতপুর আঞ্চলিক সড়কের পশ্চিম পাশ্বে আবুল কালাম আজাদের আবাদী জমির পাশে পরিচয়হীন অজ্ঞাত আনুমানিক (৫০) বছর বয়সী এক ব্যাক্তীর মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় লোকজন মৃত ব্যক্তীকে কেউ চেনে না বলে জানান
এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া বলেন,অজ্ঞাত মরদেহ রাস্তার পাশে পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় জানার জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় মিললে স্বজনদের দিয়ে দেওয়া হবে,পরিচয় না মিললে বেওয়ারিশ লাশ দাফন কারীদের কাছে আবেদন করে মৃত ব্যক্তী মুসলমান হলে লাশ দাফন কাফন হিন্দু হলে তাদের রীতি অনুযায়ী সৎকাজ করা হবে।
আপনার মতামত লিখুন