খুঁজুন
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ, ১৪৩১

রাজধানীতে গুলি করে ৫০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ব্যবসায়ীর

আব্দুল্লাহ আর মোত্তালিব, স্টাফ রিপোর্টস
প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৮:৩৪ পূর্বাহ্ণ
রাজধানীতে গুলি করে ৫০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ব্যবসায়ীর

রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় সজল রাজবংশী (৩৫)জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৫০ ভরি সোনা ও নগদ সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (২৩ জানু) দিবাগত রাত ১১টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

এবং এই ঘটনায় শুক্রবার কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত সজল রাজবংশী কামরাঙ্গীরচরে ‘ইতি জুয়েলার্স’ নামে সোনার দোকানের মালিক। দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত।তার বাসা হাজারীবাগ সেকশন বেড়িবাঁধ এলাকায়। তারা দুই ভাই এক বোন আর তিনি সবার বড়।

আহত সজলের ভাই জয় রাজবংশী বলেন,
রাতে দোকান বন্ধ করে তার ভাই মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন।পথে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় একাধিক মোটরসাইকেলে এসে ৭-৮ জন দুর্বৃত্তরা গতিরোধ করে। তারা সজলের বাম পায়ে গুলি করে এবং কাঁধে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগটিতে ৫০ ভরি সোনা এবং নগদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ছিল।স্থানীয়রা সজলকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ওসি মো. আমিরুল ইসলাম যুগান্তরকে বলেন,
আজ (শুক্রবার) সকাল সাতটার দিকে এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন,
ঘটনার খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ছাড়া যেখানে যেখানে সিসিটিভি রয়েছে, সেগুলোর ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে একই দিন ধানমন্ডি এবং কারওয়ান বাজার এলাকায় আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ
সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত: গোলাম পরওয়ার

সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিৎ বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার বিকেলে পাটকেলঘাটা থানা জামায়াত কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের সুবিধা তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, এ পদ্ধতিতে যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। যোগ্য সংসদ সদস্য পেতে এ পদ্ধতির বিকল্প নেই। এছাড়া ভোট কাটা ও কালো টাকার খেলাও বন্ধ হয় এ পদ্ধতিতে। এ পদ্ধতিতে ব্যক্তি প্রার্থী হয়না। কোন দল কত ভোট পেল,তার ভিত্তিতে নির্ধারিত হবে কোন দলের কত এমপি নির্বাচিত হবে।

তিনি আরও বলেন, ভারত থেকেও ষড়যন্ত্র হচ্ছে। ক্যু, পাল্টা ক্যু, জুডিশিয়াল ক্যু, আনছার ক্যু সবই হচ্ছে। এর মধ্যে জামায়াতকে নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। পতিত ফ্যাসিস্টদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে অন্য একটি রাজনৈতিক দল চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে, তবে আওয়ামী লীগকে রাজনীতির মাঠ থেকে বিদায় করা যাবে।

তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিজুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান প্রমুখ।

এর আগে একই স্থানে জামায়াতের নারী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরোয়ার।

‘টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ
‘টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো’

টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গুরুত্বপূর্ণ কিছু রিফর্ম করে যাবো। আমার মনে আছে ২০ হাজার টাকা ঘুস দিয়ে একসময় টেলিফোন লাইন নিয়েছিলাম। যাতে ঘুস না দিতে হয় সেজন্য আমরা রিফর্ম করে যাবো। ট্যাক্স, পলিসি ও ভ্যাটের রিফর্ম করবো। ভ্যাটের বিষয়ে অনেকে অনেক কথা বলছে, আমরা কিন্তু রিফর্ম করবো।

সোমবার (২৭ জানুয়ারি) নগরীর এনইসি সম্মেলন কক্ষে রিফর্মস ইন কাস্টমস ইনকাম ট্যাক্স অ্যান্ড ভ্যাট ম্যানেজমেন্ট টু অ্যাড্রেস দ্য এলডিসি গ্রাজুয়েশন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাড়তি ভ্যাট নেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করে অর্থ উপদেষ্টা বলেন, বাড়তি ভ্যাট দিলেও অন্য দিক থেকে কিন্তু সুবিধা মিলবে। ব্যবসায়ীদের নানান খাতে কয়েকটি জায়গায় বাড়তি টাকা দিতে হবে না। শুধু ভ্যাটেই সীমাবদ্ধ থাকবে, আমরা সে কাজই করছি।

এখন কিন্তু ঢাকা-বগুড়া ট্রাক ভাড়াও কমেছে। একটু ধৈর্য ধরেন। আমরা বাড়তি ভ্যাট নিয়ে মাতারবাড়ী পোর্ট করছি। উন্নয়ন প্রকল্পে টাকা খরচ করছি। আমরা ভ্যাট নিয়ে নিজের পকেট ভারী করবো না। জনগণের জন্য কাজ করছি।

৬ পুলিশ ও ২ আ’লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
৬ পুলিশ ও ২ আ’লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য ও বাকি দুইজন আওয়ামী লীগ নেতা। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, আজকে ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যাদের মধ্যে ৬ জন হচ্ছেন পুলিশ ও বাকি দুই জন হচ্ছেন আওয়ামী লীগ নেতা। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, আজকে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ঢাকা শহরের সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন।

তাজুল ইসলাম বলেন, চারটি পিটিশনে আলাদা আলাদাভাবে মোট ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এ সময় চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডমন উপস্থিত ছিলেন।