মেয়েকে ঘুম পাড়িয়ে প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা
রাজধানীর সবুজবাগের কদমতলার ৯ নং হিরাঝিল রোড এলাকার একটি বাসায় কথিত প্রেমিককে ভিডিওকলে রেখে মোছাঃ তানিয়া আক্তার (২৫) আত্মহত্যা করেন।
আজ বুধবার(৫ ফেব্রুঃ)মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সবুজবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক(এসআই) ফাতেমা তুজ জোহরা বলেনন,
আমরা খবর পেয়ে সবুজবাগের কদমতলার ৯নং হিরাঝিল রোড এলাকার একটি বাসার নিচতলা থেকে তানিয়া আক্তারের মরদেহ উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলে,
আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত তানিয়া আক্তারের আদন নামের সাত বছর একটি মেয়ে সন্তান রয়েছে। বেশ কিছুদিন আগে তার স্বামী মারা গিয়েছে। এবং গতরাতে রাত চারটার দিকে মেয়ে কে ঘুমিয়ে রেখে কথিত প্রেমিক লাইসুরকে ভিডিওকলে রেখে মোছাঃ তানিয়া নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেয় বলে জানা যায়। আমরা জানতে পেরে মরাদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেন তিনি।
নিহতের গ্রামের বাড়ি, বরগুনা জেলার বেতাগী থানা এলাকার মোঃ আলমগীর বিশ্বাসের কন্যা।
বর্তমানে, সবুজবাগের কদমতলা ৯ নং বিরাজিল রোড এলাকার(খলিল মঞ্জিল)বাসার নিচ তলায় মেয়েকে নিয়ে থাকতো।
আপনার মতামত লিখুন