সিরাজগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই শ্লোগান ধারন করে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, রমজান মাসজুড়ে এখানে গরুর মাংস বিক্রি হবে ৬৮০ টাকা কেজি দরে, দুধ ৭০ টাকা লিটার, ঘোল ৮০টাকা লিটার, মাঠা ৯০ টাকা লিটার এবং ডিম ৯ টাকা দরে বিক্রয় হবে।
সোমবার (৩ মার্চ) সকাল ১০ টার দিকে, সিরাজগঞ্জ পৌরএলাকার সয়াধানগড়া উত্তর সমাজকল্যাণ মোড় এলাকায় জেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে উক্ত সূলভমূল্যে দুধ, ঘোল, মাঠা ডিম ও গরুর মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম আনোয়ারুল হক।
এসময়ে জেলা কৃত্রিম জেলা কেন্দ্র, সিরাজগঞ্জ, উপ-পরিচালক ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রেজ্জাক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ডাঃ নাজমুল হোসেন, সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের খামারিগণ উপস্থিত ছিলেন।
জানা যায় যে, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বল্পমূল্যে দুধ, ডিম ও মাংস পৌঁছানোর লক্ষ্যে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তর এলাকায় অবস্থিত জেলা প্রাণিসম্পদ অফিস ও সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস শহরের ধানবান্ধি এলাকায় ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সহযোগিতায়- মাসব্যাপী এই বিক্রয় কার্যক্রম চলবে বলে জানা যায় ।
আপনার মতামত লিখুন