সিংড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলা হলরুমে সিংড়া উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী এ ইফতার মাহফিলের আয়োজন করেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, নায়েবে আমির মাওলানা আলী আকবর, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী।
এসময় আরও বক্তব্য দেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী মো. আব্দুল মন্নাফ ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সেলিম হোসেন।
আপনার মতামত লিখুন