খুঁজুন
মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ, ১৪৩১

খালেদা জিয়া বাসায় ফিরলেও সুস্থ নন: ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৩ অপরাহ্ণ
খালেদা জিয়া বাসায় ফিরলেও সুস্থ নন: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাসায় ফিরলেও খালেদা জিয়া সুস্থ নন। ডাক্তাররা এখন পর্যন্ত দীর্ঘ বিমান ভ্রমণের জন্য ওনাকে ফিট মনে করছেন না।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, হাসপাতালে চিকিৎসার পর গুলশানের বাসা ফিরোজায় ফিরলেও খালেদা জিয়া সুস্থ নন। ওনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং, এটা মনে করছেন না। সেজন্য বিদেশে নিতে দেরি হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, পালিয়ে যাওয়া সরকারের দোসররা দেশে অস্থিরতা করে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চাইছে বলেও উল্লেখ করেন তিনি।

ফখরুল বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দফতরে এখনো বসে আছে আওয়ামী লীগের দোসররা। ছাত্র-জনতা হত্যাকারীদের সরকারের বিভিন্ন স্তরে বসিয়ে রেখে ভালো কিছু সম্ভব না। সরকার যাতে স্বস্তিতে কাজ করতে না পারে তার জন্য একের পর এক ঘটনা ঘটিয়ে চলছে স্বৈরাচারের দোসররা।

সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়গুলো দেশের মানুষের প্রত্যাশা থেকে পূরণ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রয়োজন। সংস্কার চাপিয়ে দেওয়া নয়, এটা সবার কাছ থেকে মতামত আসা উচিত।

বিরাজনীতিকরণ প্রক্রিয়ার চেষ্টা দেশের জন্য মঙ্গল নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংবিধান পরিবর্তন-পরিমার্জন করতে হলে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে, না হয় এ নিয়ে প্রশ্ন উঠবে।

নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি। তাতে করে আওয়ামী লীগের লোকজন অপকর্ম করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করবে বলেও মনে করেন বিএনপি মহাসচিব।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় বুধবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ২:২৫ অপরাহ্ণ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের রায় বুধবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার (১৫ জানুয়ারি) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন।

২০২৪ সালের ১১ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা জিয়াকে দেওয়া ১০ বছরের সাজা স্থগিত করেন আদালত। পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ২০২৪ সালের (৩ নভেম্বর) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১০ বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য ১০ নভেম্বর দিন ধার্য করেন চেম্বার আদালত।

২০১৮ সালের (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একইসঙ্গে এ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান।

একইসঙ্গে এই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ছয় আসামির প্রত্যেককে ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

বাকি চার আসামি হলেন, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান।

এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। পরে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে লিভ-টু আপিল করেন খালেদা জিয়া।

বেলকুচির মুকুন্দগাঁতী বণিক সমিতির নির্বাচনে সভাপতি তোফাজ্জল, সম্পাদক মোহাম্মদ আলী

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ২:১৬ অপরাহ্ণ
বেলকুচির মুকুন্দগাঁতী বণিক সমিতির নির্বাচনে সভাপতি তোফাজ্জল, সম্পাদক মোহাম্মদ আলী

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হযেছে। সোমবার ১৩ জানুয়ারি সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষে রাত ৮ ঘটিকায় নির্বাচন কমিটির সভাপতি ফলাফল ঘোষনা করেন।

এতে সভাপতি পদে তোফাজ্জল হোসেন (হারিকেন),  ৭৩০ ভোট, তার নিকটতম প্রতিনিধি মনোয়ার চৌধুরী বাবু (ছাতা) ১৯২ ভোট পান।

সাধারন সম্পাদক পদে মোহাম্মদ আলী ভূইয়া (চেয়ার) ৫০১ ভোট ও আব্দুল করিম প্রামানিক (গোলাপফুল) ৪১৮ ভোট পান।

সহ-সভাপতি পদে মহর আলী প্রামানিক (দোয়াত কলম) ৩৬৪ ভোটে জয় লাভ করেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম (ফ্যান) ২৬০ ভোট।

এ ছাড়া মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতির সদস্য পদে ১৪ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। তার মধ্যে  মোহাম্মদ আলী প্রতিক (মোরগ), মজনু সরকার (খেঁজুর গাছ), মকুল হোসেন মোল্লা (তালাচাবি), শফিকুল ইসলাম (বাইসাইকেল), শরিফুর ইসলাম (হাতপাখা) সেলিম সরকার (মোমবাতি) প্রতিকে ৬ জন সদস্য পদে নির্বাচিত হয়।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০০৪। নির্বাচন কমিশনার ছিলেন কামারখন্দ উপজেলা সমবায় কর্মকর্তা দ্বীন বন্ধু মৃধা। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠ ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস ও কার পরিবহন মালিক সমিতির অফিস উদ্বোধন

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ২:০৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস ও কার পরিবহন মালিক সমিতির অফিস উদ্বোধন

সিরাজগঞ্জের বেলকুচিতে সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস জিপগাড়ী ও কার পরিবহন মালিক সমিতি নিবন্ধন পাওয়ায় অফিস উদ্বোধন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় পৌর এলাকার চালা পলাশ মার্কেটে কার মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া। 

সাবেক মেম্বর এন্তাজ আলী প্রামানিকের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির যুগ্ন- আহবায়ক  আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির যুগ্ন- আহ্বায়ক শফিকুল ইসলাম (শফি), সিরাজগঞ্জ জেলা মাইক্রোবাস ও কার পরিবহন মালিক সমিতি সভাপতি হাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খাঁন, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ মালিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।