খুঁজুন
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ, ১৪৩১

বেলকুচিতে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে বিএনপি নেতা আলীমের মতবিনিময়

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ
বেলকুচিতে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে বিএনপি নেতা আলীমের মতবিনিময়

সিরাজগঞ্জের বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় পূজা উদযাপন করার লক্ষ্যে বেলকুচির সনাতন ধর্মাবলম্বী ও সাংবাদিকদের সাথে বিএনপি নেতা আমিরুল ইসলাম খান আলিমের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলকুচি উপজেলার তামাইস্থ বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম এর নিজ বাসভবনে শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তায় এবং নির্বিঘ্নে পূজা উদযাপন করার লক্ষ্যে বেলকুচির সনাতন ধর্মাবলম্বী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।

এসময় বিএনপি নেতা আমিরুল ইসলাম খান বলেন, আমরা স্বাধীন দেশের নাগরিক, যার যার ধর্ম সে সে পালন করবে। আমাদের উপজেলা বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও নির্বিঘ্নে পূজা উদযাপন করার লক্ষ্যে কাজ করবে। তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার সকল পূজামণ্ডপ পরিদর্শন করা হবে এবং বেলকুচি এনায়েতপুর এলাকার ৭০ টি পূজামণ্ডপের প্রতিটি কে ৫০০০/ হাজার করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

উক্ত মতবিনিময় অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলামের সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সদস্য গোলাম আজম উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন, জেলা বিএনপির নেতা আলহাজ্ব আকছেদ আলী প্রামাণিক, উপজেলা বিএনপির সদস্য কেরামত আলী তালুকদার, পৌর বিএনপির সদস্য জাহিদুল ইসলাম মুক্তার, হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি সাধারণ বৈদ্য নাথ রায়, সাধারন সম্পাদক অমৃত নারায়ন দেসহ স্থানীয় উপজেলা ও পৌর বিএনপি এবং অংগসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।