খুঁজুন
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ, ১৪৩১

সাতক্ষীরার শ্যামনগরে ঈশ্বরীপুর মন্দিরে চুরি, ষড়যন্ত্রের ইঙ্গিত

স্টাফ রিপোর্টার , সাতক্ষীরা
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১০:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগরে ঈশ্বরীপুর মন্দিরে চুরি, ষড়যন্ত্রের ইঙ্গিত

বাংলাদেশে চলমান পূজা উৎসবে ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচ ভরি স্বর্ণের মুকুট আজ দুপুরে চুরি হয়েছে! উল্লেখ্য, সাতক্ষীরার জেলার শ্যামনগর উপজেলার শতবর্ষী শক্তিপীঠ যশোরেশ্বরী মন্দিরে আজকে আনুমানিক দুপুর ২ টায় মায়ের এই মুকুট চুরির ঘটনা ঘটেছে! তবে স্থানীয়দের অনেক এই ঘটনাকে দেশকে নিয়ে ষড়যন্ত্রের আভাস বলছেন।

প্রসঙ্গত, এই স্বর্ণের মুকুট পাঁচ ভরী স্বর্ণ দিয়ে তৈরি ছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকবছর আগে যখন মায়ের মন্দিরে পুজা দিতে এসেছিলেন তখন এই ধরনের মুকুট উপহার হিসেবে দিয়েছিলেন।

মন্দিরের পুরোহিত এর বক্তব্য, ‘উনি পুজো দিয়ে চলে গিয়েছিলন ২ টায়। ওইখানে একজন মহিলা ছিল মায়ের প্রসাদাদি সহ বিভিন্ন থালা-বাসন পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে। উনি দরজা খুলে রেখে থালা বাসন পরিস্কার করতে গিয়েছিলেন। এসে দেখে মায়ের মুকুট নেই!

সি সি টিভির ফুটেজে একটি ছেলেকে বের হতে দেখা যাচ্ছে। দেবীর ৫১ পীঠের এক পীঠের তীর্থক্ষেত্রের গহনা চুরিতে এলাকাবাসীর মধ্যে খুবই চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে সনাতন ধর্মাবলম্বীরা।’

এ ঘটনায় স্থানীয়দের অনেকে বলছেন, “আমরা দীর্ঘদিন ধরে তাদের পূজা উৎসব দেখে আসছি। কখনো এমন দেখিনি। এবারই এমন হলো। সরকার পতনের পর থেকেই বিভিন্ন মহল দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে। আমাদের মনে মনে হয়, দেশে ধর্মীয় বিতর্ক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই একটি বিশেষ কুচক্রী মহল এসব করছে। আমরা এসবের সঠিক তদন্তপূর্বক বিচার চাই।”