খুঁজুন
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ, ১৪৩১

অবৈধপথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে ৪ বাংলাদেশি আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ণ
অবৈধপথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে ৪ বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশীকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত থেকে আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার সকালে কাকডাঙা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। একই সময়ে কলারোয়া উপজেলার চাঁন্দুড়িয়া সীমান্ত থেকে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা তিনটি গরু আটক করে।

আটককৃতরা হলেন- বরিশাল জেলা সদরের কোতয়ালী থানার চরগোপালপুর গ্রামের মো: সাইফুল মুন্সি(৩৫) ও তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সদরের সর্বদীঘিয়া গ্রামের লাকী আক্তার(২৫) ও চুয়াডাঙা জেলা সদরের জীবননগর গ্রামের পাপিয়া খাতুন (২৪)।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক বৃহষ্পতিবার দুপুর দুটোর দিকে তার কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙা ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পান যে অবৈধপথে কয়েকজন বাংলঅদেশী ভারতে ঢুকবে। সে অনুযায়ি তারা বৃহস্পতিবার কাকডাঙা সীমান্তের ১৩/৩ নম্বর সীমানা পিলারের নিকটে অবস্থান নেন।

সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে ১৩/৩ নাম্বার মেইন পিলারের কাছ থেকে ওই চারজন বাংলাদেশীকে আটক করা হয়। এ সময় পাচারকারিরা পালিয়ে যায়। প্রায় একই সময়ে ভারত থেকে চাঁন্দুড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসার সময় তিনটি গরু আটক করা হয়।আটককৃতদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত গরু কাস্টমস এ জমা দেওয়া হয়েছে।

কলারোয়া থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে বিজিবি’র পক্ষ থেকে বৃহষ্পতিবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:২৪ অপরাহ্ণ
৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন ও যাত্রার তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৭ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডন যাচ্ছেন তিনি। বুধবার দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে রওনা হবেন বেগম খালেদা জিয়া। তার সফরসঙ্গী হিসেবে যাবেন ১৬ সদস্যের টিম।

জানা গেছে তার সফরসঙ্গী হবেন:
বেগম জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মো. এনামুল হক চৌধুরী, তাবিদ মোহাম্মদ আওয়াল, ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিক, মো. শাহাবুদ্দীন তালুকদার, নুরুদ্দীন আহমাদ, মো. জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরিফা করিম স্বর্ণা, চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার, মো. মাসুদুর রহমান, এসএম পারভেজ, ফাতেমা বেগম এবং রুপা শিকদার।

‘সচিবালয়ে আগুন নাশকতা কিনা, তদন্তের পর বলা যাবে’

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:২১ অপরাহ্ণ
‘সচিবালয়ে আগুন নাশকতা কিনা, তদন্তের পর বলা যাবে’

প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সচিবালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

এই আগুন কোনো ষড়যন্ত্র কিংবা নাশকতা কিনা প্রশ্নে বলেন, এটা তদন্তের আগে আমি তো বলতে পারব না। তদন্তের পরে আমি আপনাদেরকে জানাবো।

সচিবালয়ের মত এত সুরক্ষিত একটা জায়গায় এভাবে আগুন- এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হতে পারে। এজন্য তো অ্যাক্সিডেন্ট বলে। সচিবালয়ের ভিতরেও হতে পারে বলেই ভিতরে তো গাড়ি (ফায়ার সার্ভিস) রাখা হয়।

প্রাথমিকভাবে নাশকতা মনে করছেন কিনা- প্রশ্নের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে আমরা বলতে পারব না। একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারব।

আগুনের উৎসের বিষয়ে ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা- জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা তদন্তের পরে বলতে পারব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন কি হচ্ছে তা আমরা দেখব। পুরোটা সার্চ করার পরে কিছু পাওয়া যায় কিনা আমরা জানাবো।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সচিবালয়ের ৭ নম্বর ভবনে ১টা ৫০ মিনিটে ছয়তলায় আগুন ধরে। ১টা ৫২ মিনিটে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে তারা তাদের কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

উপদেষ্টা বলেন, এ ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। মন্ত্রিপরিষদ সচিবকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দেওয়ার জন্য।

তিনি জানান, এই ঘটনায় আমাদের একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। উনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। উনি একটা পাইপ নিয়ে সচিবালয়ের দিকে আসছিলেন, রাস্তা পার হচ্ছিলেন, এ সময় একটা ট্রাক তাকে ধাক্কা দেয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে পর মারা যান। এছাড়াও আরো দুই তিন জন সামান্য আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।

ফিরলেন বাবর, বাদ পড়লেন শফিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:১৯ অপরাহ্ণ
ফিরলেন বাবর, বাদ পড়লেন শফিক

রান খরায় ভুগছেন আবদুল্লাহ শফিক। ওয়ানডেতে তিন ম্যাচে শূন্যের রেকর্ড গড়ে এবার টেস্ট দলে জায়গা হারিয়েছেন তিনি।

তার বদলে দলে ফিরেছেন বাবর আজম। সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বেন তিনি।

আজ শুরু হচ্ছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বক্সিং ডে টেস্ট। এই ম্যাচের জন্য বিশেষজ্ঞ কোনো স্পিনার রাখেনি পাকিস্তান। চার পেসার নিয়ে নামবে মাঠে। এছাড়া দুই টেস্ট পর একাদশে ফিরেছেন বাবর আজম। যদিও গত ম্যাচগুলোতে রান খরায় ভুগছেন তিনি।

সবশেষ ১৮ ইনিংসে কোনো ফিফটি নেই এই ব্যাটারের। ২০২২ সালে ডিসেম্বরে সবশেষ পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন। তবুও তার ওপর আস্থা হারায়নি পাকিস্তান।

এদিকে ওয়ানডেতে প্রোটিয়াদের বিরুদ্ধে টানা তিন ম্যাচে শূন্য রান করা শফিক টেস্টেও নেই ছন্দে। ২০২৪ সালে ১২ ইনিংস খেলা এই ব্যাটারের গড় স্রেফ ১৫। বাদ পড়া এই ব্যাটারের বদলে সাইম আইয়ুবের সঙ্গী হবেন এখন শান মাসুদ।

সেঞ্চুরিয়ন টেস্টের পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, সালমান আলি আগা, আমের জামাল, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস।