খুঁজুন
সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ, ১৪৩২

জাতীয় ঐক্যের মাধ্যমে সংস্কার করতে হবে: আমির খসরু

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৮:২৯ অপরাহ্ণ
জাতীয় ঐক্যের মাধ্যমে সংস্কার করতে হবে: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সিলেকটিভ (বাছাইকৃত) সংস্কার নয়, জাতীয় ঐক্যের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে।

সোমবার (২৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অন্তর্বর্তী সরকারের ৮০ দিন: গতিমুখ ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐকমত্যে বিশ্বাসী হতে হবে। প্রত্যেকটি বিষয়ে ঐকমত্য সৃষ্টি করতে হবে। বিশেষ করে নির্বাচনী ব্যবস্থা সংস্কার ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে কারও দ্বিমত নেই।

তিনি বলেন, প্রায় ৬ বছর আগে ‘ভিশন ২০৩০’- এ খালেদা জিয়া সংস্কারের কথা বলেছেন। বিএনপি রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছে। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আজকের পেক্ষাপটে কি মৌলিক সংস্কার করবো, কীভাবে করবো সেই প্রশ্ন আসে। জাতীয় ঐক্যের ভিত্তিতে সেগুলো সংস্কার করতে পারে। যে সংস্কারে জনগণের ঐকমত্য হবে না, সব রাজনৈতিক দল একমত হবে না সেগুলো পরবর্তী সরকারের জন্য রেখে দিতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিগত ১৬ বছরের বহু লোক জীবন দিয়েছেন, চাকরি হারিয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারিভাবে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। স্বৈরাচার ফ্যাসিবাদীদের দোসররা ফিরে আসার জন্য ঘোরাঘুরি করছে।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত হয়েছে। বাংলাদেশের নাগরিক মনোজগতে বড় ধরনের পরিবর্তন এসেছে। সবার মধ্যে আশা ও আকাঙ্ক্ষা জেগেছে। একটা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। জাতীয় ঐক্যর মাধ্যমে সবাই সরকারকে সমর্থন দিয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত ১৬ বছর জনগণ ভোট দিতে পারেনি বলেই শেখ হাসিনার মতো দানবীয় শক্তির উত্থান হয়েছে। জনগণ ভোট দিতে চায়। ৩৫ বছরের নিচে কেউ এখনও ভোট দিতে পারেননি। সংস্কারের জন্য ১০ টা কমিশন গঠন করা হয়েছে। কিন্তু এরই মধ্যে নতুন নতুন দাবি উপস্থাপন করছে। তাদের দাবির সঙ্গে অন্তর্বর্তী সরকার বা কমিশনের দাবি এক কি না, তা আমরা জানি না। এগুলো পরিষ্কার করতে হবে। কারণ এই দাবিগুলো সংস্কারের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য আকবর খানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাংলাদেশ এলডিপি’র চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি, আইপিএল পুনরায় শুরুর তোড়জোড়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ৩:৫৩ অপরাহ্ণ
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি, আইপিএল পুনরায় শুরুর তোড়জোড়

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পরই আইপিএল ২০২৫ আবার শুরু করার ব্যাপারে উদ্যোগী হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে বিসিসিআই জানিয়ে দিয়েছে, সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কিছু দিক বিবেচনায় নিতে হবে এবং চূড়ান্ত অনুমোদন আসতে হবে ভারত সরকারের দিক থেকেও।

‘সব কিছু এখনো নির্ধারিত নয়’
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রস-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল বলেন, “যুদ্ধবিরতি মাত্রই ঘোষণা হয়েছে। এখন আমরা সম্ভাবনা খুঁজছি কীভাবে দ্রুত টুর্নামেন্ট আবার শুরু করা যায় এবং শেষ করা যায়। আমাদের ভেন্যু, সময়সূচি সবকিছুই ঠিক করতে হবে এবং দল, সম্প্রচারকারী ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে—সরকারের সঙ্গে পরামর্শ করা। ”

রবিবার হবে চূড়ান্ত আলোচনা
বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লাও নিশ্চিত করেছেন, রোববার (১১ মে) আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বিসিসিআই কর্মকর্তারা এক বৈঠকে বসবেন এবং তখনই নতুন সূচি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।

তিনি বলেন, “যুদ্ধ থেমে গেছে। এখন নতুন পরিস্থিতিতে আমরা আইপিএল নিয়ে সিদ্ধান্ত নিতে বসব। কোন দিন থেকে টুর্নামেন্ট শুরু করা যায়, তা নিয়ে আলোচনা হবে। ”

তিনটি ভেন্যু নির্ধারণ, ইডেন বাদ পড়ার আশঙ্কা
ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আইপিএলের বাকি ১৬টি ম্যাচ—১২টি লিগ ও ৪টি প্লে-অফ—আয়োজনের জন্য তিনটি ভেন্যু বেছে রাখা হয়েছে: বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদ।

তবে সরকার অনুমোদন না দিলে এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। এই পরিস্থিতিতে কলকাতার ইডেন গার্ডেন্সে আইপিএল ফাইনাল ও কোয়ালিফায়ার ২ আয়োজনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

ফের প্রস্তুত থাকতে বলা হয়েছে দলগুলোকে
এক সূত্রের বরাতে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, পরের সপ্তাহ থেকেই আইপিএল ফের শুরু হতে পারে। যদিও মূল ফাইনাল ছিল ২৫ মে, নতুন সূচিতে তা পেছাতে পারে কয়েকদিন।

তবে বড় একটি সমস্যা হয়ে দাঁড়াতে পারে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ। কারণ, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা জুনে শুরু হওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন।

এক আইপিএল কর্মকর্তা জানান, “দুই একটা ডাবল হেডার বাড়াতে হতে পারে। তবে আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব যতটা সম্ভব দলগুলোকে হোম অ্যাডভান্টেজ দিতে। ”

বর্ষসেরা ফুটবলার হলেন সালাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ৩:৫১ অপরাহ্ণ
বর্ষসেরা ফুটবলার হলেন সালাহ

ফুটবল লেখক সমিতির (এফডব্লিউএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

২০২৪-২৫ মৌসুমটা দুর্দান্ত কেটেছে সালাহর। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোল এবং ২৩ অ্যাসিস্টের মালিক তিনি। লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের অন্যতম কারিগর ছিলেন এই ফরোয়ার্ড।

আর্নে স্লটের দলে প্রতি ম্যাচেই শুরুর একাদশ থেকে ছিলেন সালাহ। যদিও এবার তার লিভারপুল ছাড়ার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই গুঞ্জনকে পেছনে ঠেলে পছন্দের ক্লাবের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছেন সালাহ।

মোহাম্মদ সালাহ এই শতাব্দীতে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছেন, মোট ভোটের প্রায় ৯০ শতাংশই পেয়েছেন তিনি।

ইংল্যান্ডের শত শত সাংবাদিকের ভোটে বিজয়ী হয়েছেন সালাহ। এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন তিনি। এর আগে ২০১৭-১৮ এবং ২০২১-২২ সালে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

৩২ বছর বয়সী সালাহ সতীর্থ ভার্জিল ফন ডাইক এবং রায়ান গ্রেভেনবার্চ, সেইসাথে আর্সেনালের মিডফিল্ডার ডেকলান রাইস এবং নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে পেছনে ফেলে এই বছরের পুরস্কার জিতেছেন।

‘নতুন সংবিধান করতে না পারলে নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজন নেই’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ণ
‘নতুন সংবিধান করতে না পারলে নতুন বাংলাদেশ গড়ার প্রয়োজন নেই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই। বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক স্থাপন করা সম্ভব।

রবিবার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত দফা প্রস্তাবের ওপর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিচার কার্যক্রমের একটি অংশ ইতোমধ্যে এগিয়েছে। এখন প্রয়োজন বিচারিক রোডম্যাপকে স্পষ্টভাবে উপস্থাপন করা। এতে জনগণের মধ্যে আস্থা জন্মাবে।

সংস্কারে ঐক্যমত প্রতিষ্ঠিত হলে নির্বাচন নিয়ে কারও কোনো আপত্তি থাকার কথা নয় উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, আশা করি, দ্রুত সময়ের মধ্যে আমরা সমঝোতার মাধ্যমে সামনে এগোতে পারব। আমাদের মৌলিক সংস্কারের দিকে এগোতে হবে। মৌলিক বিষয়ে ঐক্যমত না হয়ে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমত হওয়া ফলপ্রসূ হবে না।

অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রেস সচিব শফিকুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এনসিপির যুগ্ম আহবায়ক সারওয়ার তুষার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন, ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবির, টিআইবি) নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আইরিন খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা প্রমুখ উপস্থিত ছিলেন।