খুঁজুন
বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র, ১৪৩১

নাটোরে ডাকাতির ১৮ ঘন্টার মধ্যে ৪ ডাকাত মালামাল সহ গ্রেফতার

মোঃ বকুল শেখ, ক্রাইম রিপোর্টার, নাটোর
প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ণ
নাটোরে ডাকাতির ১৮ ঘন্টার মধ্যে ৪ ডাকাত মালামাল সহ গ্রেফতার

নাটোর শহরের মীরপাড়া ও পালপাড়া দুটি বাড়িতে ডাকাতির ১৮ ঘন্টার মধ্যে চার ডাকাত কে লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা এবং দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে।

গতরাতে ১৪ (নভেম্বর) নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নাটোর শহরের আলাইপুর মহল্লার আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে মোহাম্মদ রনি ৩৬, তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার মৃত হারুন আলীর ছেলে সবুজ ২৭, সিংড়া উপজেলার মারি মহিষমারি গ্রামের আতাউলের ছেলে এনামুল হক ২৮ এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার দাঁড়িয়া গাথি গ্রামের নীলাচন্দ্র ছেলে মিন্টু কুমার ৩২।

আজ সকাল সাড়ে দশটায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে নাটোরে পুলিশ সুপার মারুফাত হোসাইন এর তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিং এ তিনি বলেন গত ১৩ ই নভেম্বর রাতে শহরের পালপাড়া ও মীরপাড়া এলাকার দুটি বাড়িতে মুখোশধারী ছয় জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় মীরপাড়া মহল্লার উত্তম কুমার সাহা এবং পালপাড়া মহল্লার স্বপন কুমার কুন্ডু নাটোর থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নাটোর থানা পুলিশ নাটোর এবং নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালে চালিয়ে উল্লিখিত চারজন ডাকাতকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থকে একটি স্বর্ণের চেইন একটি সোনার আংটি ২৪ ক্যারেট গলিত ঝুর স্বর্ণ একটি লহার তৈরির চাপাতি ,একটি ছড়া ,দুইটি হাসোয়া ,দুটি মোবাইল ফোন এবং স্বর্ণ বিক্রির ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মারুফাত হোসেন জানান ডকাতির সাথে জড়িত বাকী ব্যক্তিদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সিংড়ায় ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বানে সমাবেশ

মোঃ কুরবান আলী সিনিয়র রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১:৪১ অপরাহ্ণ
সিংড়ায় ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বানে সমাবেশ

নাটোরের সিংড়ায় ইসরায়েলী পণ্য বর্জনের আহ্বানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সিংড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের তৌহিদী জনতার উদ্যোগে চলনবিল গেট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলার সাধারণ সম্পাদক মুফতি জাকারিয়া মাসউদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব তায়েজুল ইসলাম, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক রবিউল করিম খোকন, হাফেজ ওমর ফারুক, মাওলানা রুহুল আমিন প্রমুখ।

সমাবেশ শেষে ইসরায়েলী পণ্য বর্জনের লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পাইকগাছায় রাশেদুজ্জামানের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মোঃ রেজাউল ইসলাম, খুলনা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ
পাইকগাছায় রাশেদুজ্জামানের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আজ খুলনার পাইকগাছায় গদাইপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র নতুন বাজার নামক স্থানে রাশেদুজ্জামান রাশেদের উপর সন্ত্রাসী হামলা ও আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন পাইকগাছায় ১ এপ্রিল রাড়ুলী ইউনিয়নের আওয়ামী লীগের দোসর ও কতিপয় চিহিৃত সন্ত্রাসীরা গদাইপুর ইউনিয়নের রাশেদুজ্জামান রাশেদ সহ ছাত্রদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্যেশ্যে মারাত্মক জখম করে।

বুধবার বিকালে গদাইপুর ইউনিয়নের ব্যানারে পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র নতুন বাজারে পাইকগাছা – খুলনা সড়কে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ বদিউজ্জামান সরদার, পাইকগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সরদার ফারুক আহমেদ, শেখ বেনজীর আহমেদ লাল, মোঃ আয়ুব আলী,প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, মাষ্টার বাবর আলী গোলদার,মোঃ জামিলুর রহমান রানা, মোঃ মোস্তফিজুর রহমান লিপটন,মোঃ মোখলেছুর রহমান কাজল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সোহেল রাশেদ জনি, ইউপি সদস্য আবু হাসান,মোঃ সুজায়েত গাজী, মোঃ নাজমুল হাসান, মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ আল আমিন, মোঃ মিজানুর রহমান, জবেদ আলী গাজী, মোঃ জসিম প্রমুখ।

মাফিয়া তাপসের সন্ধান দিলেন ডিবি হারুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ
মাফিয়া তাপসের সন্ধান দিলেন ডিবি হারুন

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিতর্কিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের অবস্থান নিয়ে জনমনে চরম কৌতুহল সৃষ্টি হয়েছে। সরকারের বর্তমান পরিস্থিতির মধ্যে তিনি দেশে আছেন না কি বিদেশে গা ঢাকা দিয়েছেন, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।

অনেক মন্ত্রী, এমপি এবং রাজনীতিবিদরা সরকারের পতনের আগে থেকেই গা ঢাকা দিয়েছেন। কিছুদিন আগেও এমন কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও বেশিরভাগই আত্মগোপন করেছে, এবং কেউ কেউ বিদেশে চলে গেছে। এর মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, শেখ ফজলে নূর তাপস কোথায় আছেন।

সম্প্রতি কানাডার নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব তার একটি প্রতিবেদনে ডিবি পুলিশের হারুন এর একটি কল রেকর্ড প্রচার করেছেন, যেখানে ডিবি হারুন দাবি করেছেন, শেখ ফজলে নূর তাপস বর্তমানে সিঙ্গাপুরে আছেন।

এই পরিস্থিতির মধ্যে, শেখ ফজলুর রহমান তাপসের বিরুদ্ধে কিছু বিতর্কিত অভিযোগও রয়েছে। ১৫ বছর আগে পিলখানা বিদ্রোহে রাজনীতি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করার দাবি করেছেন মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। এ ছাড়া ২০২৩ সালে তিনি ১০০ কোটি টাকা মানহানি মামলা করেছিলেন।

শেখ ফজলুর রহমান তাপসের বিরুদ্ধে গাছ কাটা নিয়ে নানা সমালোচনা এবং বেওয়ারিশ কুকুর অপসারণ পরিকল্পনা নিয়ে বিপুল বিতর্কও ছিল। এর আগে ২০২১ সালে সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন তাপসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে, তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার ব্যক্তিগত ব্যাংক, মধুমতী ব্যাংকে স্থানান্তর করেছেন।

এছাড়া, ২০২৩ সালে, তাপস একটি প্রধান বিচারপতিকে নামানোর বিষয়ে মন্তব্য করেছিলেন, যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করে।

এসব বিতর্কের মধ্যেই, তাপসের অবস্থান এবং তার ভবিষ্যত নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে।