ঢাবির এ্যাডমিশনে এবার অংশ নেবেন ৩ লাখের বেশি শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। তিন লাখ ২৯ হাজার ৪৩৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি অফিসের প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দুই হাজার ৯৩৪ আসনের বিপরীতে এক লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ শিক্ষার্থী।
আগামী ২৫ জানুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটে বিজ্ঞান বিভাগের জন্য ৯৪৪ আসন, মানবিক বিভাগের জন্য এক হাজার ৭০৭ আসন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ২৮৩ আসন বরাদ্দ রয়েছে।
ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ৫০ আসনের বিপরীতে ৪০ হাজার ৯৭৩ শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতায় নামবেন ৩৯ ভর্তিচ্ছু। ৮ ফেব্রুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান ইউনিটে এক হাজার ৮৯৬টি আসনের বিপরীতে এক লাখ ৪৬ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭৭ জন শিক্ষার্থী। আগামী ১৫ ফেব্রুয়ারি এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ১২০ আসনের জন্য ১০ হাজার ২৭০ জন আবেদন করেছেন। ৩ জানুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৪ জানুয়ারি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৩০ আসনের জন্য ছয় হাজার ৮৩ শিক্ষার্থী অংশ নেবেন।
আপনার মতামত লিখুন